০১। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? Ans: ১৯০৭
–
০২। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে? Ans: আব্দুল লতিফ
–
০৩। ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম? Ans: রবীন্দ্রনাথ ঠাকুরের
–
০৪। বাংলা সাহিতে্যর অন্ধকার যুগের মেয়াদকাল— Ans: ১২০১-১৩৫০
–
০৫। মধ্যযুগের কবি নন কে? Ans: জয়নন্দী
–
০৬। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? Ans: উইলিয়াম কেরি
–
০৭। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
–
০৮। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? Ans: বেতাল পঞ্চবিংশতি
–
০৯। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা? Ans: রামনারায়ণ তর্করত্ন
–
১০। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? Ans: নীলকরদের অত্যাচার।
আরো পড়ুন:
- বাংলা ভাষায় প্রথম নাটক
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- বাংলা সাহিত্যে প্রথম
- বাংলা সাহিত্যের সাময়িকপত্র ও সম্পাদক
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম