বাংলা ব্যাকরণ-৯২

প্রশ্নঃ কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা
খ. দাতা
গ. কবি
ঘ. বাদশা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন শব্দগুলোর দুটি স্ত্রীবাচক শব্দ আছে ?
ক. ভাই, দেবর, বর
খ. মামা, ফুফা
গ. চাচী, জ্যেঠী নর
ঘ. ঠাকুর পো, জামাই, পুলিশ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি স্ত্রীলিঙ্গ হতে পুংলিঙ্গ ?
ক. নন্দাই
খ. বর
গ. স্বামী
ঘ. জামাই
উত্তরঃ ক

প্রশ্নঃ দেবর এর স্ত্রীবাচক শব্দ কী?
ক. ননদ
খ. জা
গ. ভ্রাতৃবধূ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সন্তান’ কোন বাচক লিঙ্গ?
ক. পুরুষবাচক
খ. স্ত্রীবাচক
গ. উভয়বাচক
ঘ. ক্লীববাচক
উত্তরঃ গ

প্রশ্নঃ যেসব নামপদ পুরুষ জাতির নাম বোঝায়, তাকে কোন লিঙ্গ বলে ?
ক. পুংলিঙ্গ
খ. ক্লীবলিঙ্গ
গ. স্ত্রীলিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ঋ-কারান্ত শব্দে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. বিধাত্রী
খ. আয়া
গ. কিশোরী
ঘ. চক্র বাকী
উত্তরঃ ক

প্রশ্নঃ সপত্নী শব্দটি কোন লিঙ্গ?
ক. নিত্য স্ত্রীলিঙ্গ
খ. নিত্যপুংলিঙ্গ
গ. স্ত্রীলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বঁধু’ হচ্ছে-
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ. উভয় লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি স্ত্রীলিঙ্গ প্রকাশক শব্দ?
ক. পুস্তক
খ. মালা
গ. বাঘিনী
ঘ. নেতা
উত্তরঃ গ

প্রশ্নঃ “শ্বশ্রূ” শব্দের পুরুষবাচক শব্দ–
ক. সুন্দর
খ. শ্বশুর
গ. শ্বাশুড়ী
ঘ. সেবা
উত্তরঃ খ

প্রশ্নঃ নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. বান্ধবী
খ. বিধবা
গ. কুলটা
ঘ. বিপত্নী
উত্তরঃ গ

প্রশ্নঃ “সাথী” শব্দ কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ ?
ক. শিশু
খ. ঢাকী
গ. সতীন
ঘ. ঝরনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনগুলো ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক ?
ক. মানব, ময়ূরী, সিংহী
খ. নাটিকা, মালিকা, গীতিকা
গ. যৌগিনী, দুঃখ
ঘ. নেত্রী, ধাত্রী, সুন্দরী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক. হুজুরাইন
খ. ঠাকুরণ
গ. পাগলী
ঘ. ডাইনি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘তেজস্বিনী’ কোন লিঙ্গের উদাহরণ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. উভয়লিঙ্গ
ঘ. ক্লীবলিঙ্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সেবক’ এর স্ত্রীলিঙ্গ কি ?
ক. সেবকী
খ. সেবকা
গ. সেবিকা
ঘ. সেবীকা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিত্য পুংলিঙ্গ শব্দ কোনটি?
ক. গুরু
খ. সাধু
গ. কৃতদার
ঘ. দাতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক. মালা
খ. মালিকা
গ. মালীনী
ঘ. মালিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে সকল পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচকতা বোঝাতে সে সকল শব্দে নিচের কোনটি হয় ?
ক. ই
খ. ঈ
গ. ত্রী
ঘ. আনী
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি নিত্য স্ত্রীলিঙ্গ তৎসম শব্দ ?
ক. ডাইনী
খ. দাই
গ. বিধবা
ঘ. নেত্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ “গরীয়ান” শব্দটি কোন লিঙ্গ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি ?
ক. মহিলা কুলি
খ. কামিন
গ. কুলিনী
ঘ. ভাগিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
ক. ডাক্তার
খ. ধোপা
গ. কেরানী
ঘ. নাপিত
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ?
ক. শিশু
খ. ঢাকা
গ. সতীন
ঘ. পর্বত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শিশু কোন লিঙ্গের উদাহরণ ?
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. ক্লীবলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি পুরুষবাচক শব্দ আছে–
ক. ননদ
খ. প্রিয়া
গ. শিষ্যা
ঘ. আয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. সাহেব
খ. বেয়াই
গ. সঙ্গী
ঘ. কবিরাজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পক্ষী’ শব্দটি কোন লিঙ্গ?
ক. উভয় লিঙ্গ
খ. স্ত্রীলিঙ্গ
গ. পুংলিঙ্গ
ঘ. ক্লীবলিঙ্গ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!