প্রশ্নঃ আঞ্চলিক ভাষার অপর নাম কি?
ক. কথ্যভাষা
খ. উপভাষা
গ. সাধু ভাষা
ঘ. চলিত ভাষা
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?
ক. চারটি
খ. পাঁচটি
গ. ছয়টি
ঘ. সাতটি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
ক. ফরাসী
খ. গ্রীক
গ. ফার্সী
ঘ. গর্তুগীজ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার উৎস কোনটি?
ক. ইন্দো-এশিয়ান
খ. ইন্দো-অস্ট্রেলিয়ান
গ. ইন্দো-আফ্রিকান
ঘ. ইন্দো-ইউরোপীয়ান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ভাষারীতিতে দেশী শব্দের প্রয়োগ বেশি দেখা যায়?
ক. আঞ্চলিক কথ্য রীতিতে
খ. চলিত রীতিতে
গ. সাধু রীতিতে
ঘ. কোনটি না
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষায় কোন রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের অনুসারী?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. আঞ্চলিক রীতি
ঘ. কথ্য রীতি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অত্র অফিসের সবাই আজ উপস্থিত’ বাক্যে ‘অত্র’ শব্দটি যে কারণে অশুদ্ধ–
ক. শব্দ প্রয়োগজনিত
খ. অপ্রয়োজনিত
গ. শব্দের গঠনগত
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
ক. দ্রাবীড়
খ. ইন্দো- ইউরোপীয়
গ. দক্ষিণ-পূর্ব এশিয়া
ঘ. ইউরোপীয়
উত্তরঃ খ
প্রশ্নঃ সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. ক্রিয়া ও সর্বনাম
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. বিশেষণ ও ক্রিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. তুর্কি
খ. সংস্কৃত
গ. হিন্দি
ঘ. অহমিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ লেখ্য ভাষার রূপ দুটির নাম কি?
ক. সাধু ও আঞ্চলিক
খ. সাধু ও চলিত
গ. চলিত ও আঞ্চলিক
ঘ. আঞ্চলিক ও আন্তর্জাতিক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য?
ক. লেখন নির্ভরশীলতা
খ. গুরুগম্ভীর
গ. কথন নির্ভরশীলতা
ঘ. উপরের সবকটি
উত্তরঃ গ
প্রশ্নঃ ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
ক. চলিত রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. কথ্যরীতি
ঘ. সাধুরীতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সংস্কৃত ভাষা থেকে কোন ভাষার উৎপত্তি হয়েছে?
ক. বাংলা
খ. হিন্দি
গ. ফারসি
ঘ. ক ও খ দুটোই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১২টি
ঘ. ১৩টি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ — এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. মিশ্র রীতি
ঘ. বিদেশী রীতি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?
ক. কথ্য রীতির
খ. আঞ্চলিক রীতির
গ. লেখ্য রীতির
ঘ. সাধুরীতির
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক. তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
খ. সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
গ. চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
ঘ. নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক. সাত
খ. নয়
গ. আট
ঘ. দশ
উত্তরঃ ক
প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
ক. বাক্যের সরল ও জটিল রূপ
খ. শব্দের রূপগত ভিন্নতায়
গ. তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. চলিত ভাষা
খ. কথ্য ভাষা
গ. লেখ্য ভাষা
ঘ. সাধু ভাষা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?
ক. ভাষা
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. বাক্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম’ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
ক. সাধু
খ. চলিত
গ. আঞ্চলিক
ঘ. কথ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
ক. তৎসম শব্দবহুলতা
খ. তদ্ভব শব্দবহুলতা
গ. প্রাচীনতা
ঘ. অমার্জিতা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?
ক. বন্যে
খ. বুনো
গ. বনো
ঘ. বন্য
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বনাম ও ক্রিয়া ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. চলিত রীতি
ঘ. কথা রীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
ক. পার হয়ে
খ. পারায়ে
গ. পেরিয়ে
ঘ. পার হইয়ে
উত্তরঃ ক
প্রশ্নঃ ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)