বাংলা ব্যাকরণ-৯০

প্রশ্নঃ ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম?
ক. আর্য
খ. শ্লোভনীয়
গ. প্রাকৃত
ঘ. পালি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘উহা’ কোন রীতির শব্দ?
ক. সাধু
খ. চলিত
গ. উভয় রিতির
ঘ. আঞ্চলিক
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চলিত ভাষার পথিকৃৎ কে?
ক. মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অজ্ঞান’ কে ‘অজ্ঞানতা’ শব্দের দ্বারা প্রকাশ যে ধরনের অপপ্রয়োগ–
ক. সংখ্যাজনিত
খ. বাহুল্যজনিত
গ. বছনজনিত
ঘ. সংগাজনিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ — চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিচিত চিন্তা’ কৃতি-লেখক আহমেদ শরীফের শ্রেষ্ঠ কৃতী এখানে কি ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
ক. কারকের
খ. পদের
গ. বচনের
ঘ. বিভক্তির
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষণ ও ক্রিয়া
ঘ. বিশেষ্য ও সর্বনাম
উত্তরঃ খ

প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ. শব্দের কথা ও লেখ্য রূপে
ঘ. বাক্যের সরলতা ও জটিলতায়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সাধুরীতির শব্দ?
ক. আজ
খ. মিনতি
গ. জল
ঘ. জোসনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি চলিত রূপ?
ক. তুলা
খ. তুলি
গ. তুলো
ঘ. তুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
ক. অব্যয়
খ. সম্বোধন
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলে বলিলেন।’-এ সাধু ভাষার বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিগ্ধিদিক জ্ঞানশূন্য হয়ে সে ঊধ্বৃশ্বাসে ছুটতে লাগিল’- সাধু ভাষায় লিখিত বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
ক. সাধু রীতি
খ. চলিত রীতি
গ. মিশ্র রীতি
ঘ. লৌকিক রীতি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন ভাষাটি বাংলার সমগোত্রভুক্ত?
ক. আরবি
খ. ফারসি
গ. হিব্রু
ঘ. মংখেময়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
ক. রাজা মনি মোহন রায়
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ খ

যতি বা ছেদচিহ্ন:

প্রশ্নঃ যতি বা ছেদ চিহ্ন কয়টি?
ক. ১১টি
খ. ১০টি
গ. ১৩টি
ঘ. ৮টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বর্ণ বিশেষের লোপ বুঝাতে কোন চিহ্ন বসে?
ক. কমা
খ. উদ্ধরণ
গ. বন্ধনী
ঘ. ইলেক বা লোপ চিহ্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যতি বা ছেদচিহ্ন বাক্যে ব্যবহৃত হয়—
ক. বাক্যের মধ্যে বিরতির জন্য
খ. বাক্যের শোভা বর্ধনের জন্য
গ. বাক্যের অর্থ স্পষ্টভাবে বুঝানোর জন্য
ঘ. বাক্যের অর্থ সংক্ষেপ করার জন্য
উত্তরঃ গ

প্রশ্নঃ যতি বা ছেদ চিহ্ন কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. আরবি
খ. সংস্কৃতি
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উদ্ধরণ চিহ্নের পূর্বে কোন চিহ্ন বসে?
ক. সেমিকোলন
খ. কমা
গ. দাঁড়ি
ঘ. ড্যাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কমার(,) বিরতিকাল কতক্ষণ?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. ১ বলার দ্বিগুণ সময়
গ. ১ সেকেন্ড
ঘ. থামার প্রয়োজন নেই
উত্তরঃ ক

প্রশ্নঃ সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
ক. সেমিকোলন
খ. কমা
গ. দাঁড়ি
ঘ. ড্যাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ধাতু বুঝাতে কোন ছিহ্ন বসে?
ক. √
খ. < গ. >
ঘ. ->
উত্তরঃ ক

প্রশ্নঃ কোলন ড্যাস কোনটি?
ক. :
খ. :-
গ. –
ঘ. ,
উত্তরঃ খ

প্রশ্নঃ যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
ক. ড্যাস
খ. কোলন
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
ক. বর্ণনামূলক অর্থে
খ. প্রশ্নবোধক অর্থে
গ. বিরতি অর্থে
ঘ. ব্যাখ্যামূলক অর্থে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন বসে?
ক. ড্যাস
খ. কোলন ড্যাস
গ. ইলেক
ঘ. কোলন
উত্তরঃ খ

প্রশ্নঃ চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
ক. ড্যাস
খ. সেমিকোলন
গ. দাঁড়ি
ঘ. হাইফেন
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!