বাংলা ব্যাকরণ-৮০

প্রশ্নঃ ‘রাজঘোটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে?
ক. চমৎকার মিল
খ. অন্ত:সারশূন্য
গ. বড়লোক
ঘ. পণ্ডশ্রম
ঙ.কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ইনি আমার বৈবাহিক- এই বাক্যে বৈবাহিক শব্দের অর্থ-
ক. সংকোচন হয়েছে
খ. উৎকর্ষ হয়েছে
গ. অপকর্ষ হয়েছে
ঘ. অর্থ সংকোচন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত বাগধারাসমূহকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. তিন ভাগে
খ. পাঁচ ভাগে
গ. চার ভাগে
ঘ. দুই ভাগে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কান কাটা’–
ক. ধার্মিক
খ. ভণ্ড সাধু
গ. বেহায়া
ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লেফাফা দুরস্ত’-অর্থ
ক. চৌকস ব্যক্তি
খ. সৌখিন ব্যক্তি
গ. পোষাক সর্বস্ব
ঘ. বাইরের ঠাট বজায় রেখে চলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আষাঢ়ে গল্প’ কথাটির অর্থ কি?
ক. আজগুবি গল্প
খ. নতুন গল্প
গ. যাদু বিদ্যা
ঘ. চিন্তাভাবনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাপের ঠাকুর’ বাগধারাটির অর্থ-
ক. খুব পড়ুয়া
খ. শ্রদ্ধেয় ব্যক্তি
গ. অসম্ভব কিছু
ঘ. উচ্ছন্নে যাওয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?
ক. ঢাক জোরে বাজান
খ. প্রচার
গ. বিরক্তিকর আওয়াজ
ঘ. লুকোচুরি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চক্ষুদান’-এর ব্যাঙ্গার্থ কোনটি?
ক. চুরি
খ. চক্ষুলজ্জা
গ. পরের উপকার
ঘ. দৃষ্টিদান
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ‘অগস্ত্য যাত্রা’ বাগধারার অর্থ?
ক. সাময়িক যাত্রা
খ. মারা যাওয়া
গ. চিরদিনের জন্য প্রস্থান
ঘ. যাত্রাপথে বাধা
উত্তরঃ গ

প্রশ্নঃ এখন তার- ধুলোমুটোও সোনামুটো হচ্ছে। শূন্যস্থানে কোনটি বসবে?
ক. এলাহী কাণ্ড
খ. চাঁদের হাট
গ. একাদশে বৃহস্পতি
ঘ. খণ্ড প্রলয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক বাগধারা কোনটি?
ক. দহরম-মহরম
খ. কেতা দুরস্ত
গ. সোনায় সোহাগা
ঘ. শিরে সংক্রান্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো-
ক. পাকা আম
খ. কপটচারী
গ. কপটহীন ব্যক্তি
ঘ. ভণ্ডসাধু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অক্কা পাওয়া’- এর অর্থ কি?
ক. বেঁচে যাওয়া
খ. মারা যাওয়া
গ. জ্ঞান ফেরা
ঘ. সচেতন হওয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ সাপে নেউলে শব্দের অর্থ কী?
ক. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
খ. সাপের লেজ
গ. শত্রুতা
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যেমন কুকুর তেমন মুগুর।’-প্রবনের অর্থ কোনটি?
ক. লাভের আশায় বিপদে পড়া
খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গিক কোন কিছু
গ. যেমন দুর্বৃত্ত তেমন শাসনকর্তা
ঘ. যে দরে কেনা সে দরে বেচা
উত্তরঃ গ

প্রশ্নঃ “হালে পানি পাওয়া” বাগধারার অর্থ কোনটি?
ক. ধনী হওয়া
খ. সুখী হওয়া
গ. আশ্বাস পাওয়া
ঘ. সুবিধার হওয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ
ক. দুধ খাওয়া মাছি
খ. দুধে বসা মাছি
গ. সুসময়ের বন্ধু
ঘ. অসময়ের বন্ধু
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাষ্ঠ হাসি’ বাগধারাটির অর্থ-
ক. স্বেচ্ছাচারী
খ. বিত্তশালী
গ. শুকনো হাসি
ঘ. গন্ডমূর্খ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অকাল কুষ্মাণ্ড’ বাগধারাটির অর্থ কি?
ক. অকর্মা
খ. কর্মবিমুখ
গ. বোকা
ঘ. বিরক্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজা উজির মারা’-এর সঠিক অর্থ কি?
ক. রাজা উজিরকে মেরে ফেলা
খ. এদিক ওদিক বলা
গ. যা নয় তাই বলা
ঘ. লম্বা চওড়া কথা বলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পালের গোদা’ অর্থ কি?
ক. নিরীহ ব্যক্তি
খ. কর্মী ব্যক্তি
গ. অচল ব্যক্তি
ঘ. সর্দার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মিছরির ছুরি’-এর অর্থ কোনটি?
ক. কপটাচারী
খ. মুখে মধু অন্তরে বিষ
গ. কপট বেদনাবোধ
ঘ. অসম্ভব ব্যাপার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঠোট-কাটা’ বলতে কি বোঝায়?
ক. অহংকারী
খ. স্পষ্টভাষী
গ. মিথ্যাবাদী
ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. মন্দ ভাগ্য
খ. ক্ষুদ্রায়তন কপাল
গ. ইদুরাকৃতির কপাল
ঘ. হাস্যকর চেহারা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?
ক. বকধার্মিক-বিড়াল তপস্বী
খ. মনিকাঞ্চন যোগ – সোনায় সোহাগা
গ. ব্যাঙের আধুলি – ব্যাঙের সর্দি
ঘ. অন্ধের ষষ্টি -অন্ধের নড়ি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যে সহে সে রহে।’-এর সমার্থক প্রবাদ কোনটি
ক. সবুরে মেওয়া ফলে
খ. যার লাঠি তার মাটি
গ. জোর যার মূল্লুক তার
ঘ. বুদ্ধি যার বল তার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গড্ডলিকা প্রবাহ’ কথাটির অর্থ কি?
ক. অসাধারণ
খ. অন্ধ অনুকরণ
গ. শুরুতেই ভুল
ঘ. বেহিসবেী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উড়োচিঠি’ কোনটি?
ক. কুয়েত থেকে চিঠি
খ. সিঙ্গাপুরের চিঠি
গ. বিমানযোগে চিঠি
ঘ. বেনামী চিঠি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কূপমণ্ডপ’- বাগধারাটি দ্বারা কি বোঝায়?
ক. সীমতি জ্ঞানের মানুষ
খ. বিশ্বাসপ্রবণ
গ. সাধারণ মানুষ
ঘ. অলস
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!