বাংলা ব্যাকরণ-৭৯

প্রশ্নঃ ‘কেউ কাটা’ অর্থ কি?
ক. বুদ্ধিমান
খ. অগ্রসর
গ. সামান্য
ঘ. অলস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মশা মারতে কামান দাগা’-অর্থ কি?
ক. অতি বাড়াবাড়িতে বুঝা যায়, ভেতরে কোন মতলব আছে
খ. ইচ্ছা করে দুঃখকে ডেকে আনা
গ. লাভের আশায় বিপদে পড়া
ঘ. সামান্য কাজের জন্য বিরাট আয়োজন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ শব্দের আভিধানিক অর্থই হল-
ক. বাচ্যার্থ
খ. লক্ষ্যার্থ
গ. উৎকর্ষ
ঘ. যোগ্যতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কূল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কি?
ক. কাঠের পুতুল
খ. তীব্র জ্বালা
গ. কূপমণ্ডূক
ঘ. কেতাদূরস্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পর্বতের মুষিক প্রসব’ প্রবনটির অর্থ-
ক. বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
খ. বহু প্রত্যাশিত তুচ্ছ অর্জন
গ. বহু প্রত্যাশিত অর্জন
ঘ. বিরাট আয়োজন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আটকপালে’- এর অর্থ কি?
ক. ভালো ভাগ্য
খ. অপদার্থ
গ. হতভাগ্য
ঘ. অত্যন্ত গরীব
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রী রামকৃষ্ণ পরমহংস এই বাক্যে পরমহংস শব্দটির-
ক. অপ্রকর্ষ হয়েছে
খ. উৎকর্ষ প্রাপ্তি
গ. অর্থান্তর ব্যাপ্তি
ঘ. অর্থ সংকোচন
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয়, তাদের কি বলে?
ক. বাচ্যার্থ
খ. উৎকর্ষ
গ. লক্ষ্যার্থ
ঘ. যোগ্যতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ভুষণ্ডির কাক’ অর্থ কি?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাক সর্বস্ব
গ. দীর্ঘ প্রতীক্ষমাণ
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শকুনি মামা’ এর অর্থ কি?
ক. কুৎসিৎ মামা
খ. সৎ মামা
গ. কুচক্রী মামা
ঘ. পাতানো মাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কলুর বলদ’- প্রবাদটির অর্থ কি?
ক. বেহায়া
খ. সহজে বিশ্বাস করা
গ. ভারবাহী, ফলভোগী নয়
ঘ. একটানা খাটুনি করে যে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চোর পালালে বুদ্ধি বাড়ে।’-প্রবচনের অর্থ কোনটি?
ক. সর্বনাশ করার ইচ্ছা
খ. লাভের হিসেব না রাখা
গ. হাতছাড়া হবার পর চিন্তা করা
ঘ. পাওয়ার আগে ভোগের আয়োজন
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাগধারাটির অর্থ ‘অর্থের কু প্রভাব’?
ক. তামার বিষ
খ. নয় ছয়
গ. এলাহি কাণ্ড
ঘ. উড়নচণ্ডী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আপ্ ভালো তো- ভালো।’ শূণ্যস্থানে কি বসবে?
ক. বাড়ি
খ. ঘর
গ. সংসার
ঘ. জগৎ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ভীষণ বিপদ অর্থে ব্যবহৃত হয়?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অকূল পাথার
গ. অগ্নিশর্মা
ঘ. আটকপালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মগের মুল্লুক’ কথাটির অর্থ কি?
ক. অরাজক দেশ
খ. অনুচিত কর্ম
গ. অসম্ভব ব্যাপার
ঘ. বৃথা আস্ফালন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নিতান্ত অলস’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে?
ক. বকধার্মিক
খ. বুদ্ধির ঢেঁকি
গ. রাঘব বোয়াল
ঘ. গোঁফ-খেঁজুরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সাক্ষী গোপাল’- অর্থ কি?
ক. সক্রিয় দর্শক
খ. নিষ্ক্রিয় দর্শক
গ. কর্তব্যবিমুখ
ঘ. কর্তব্যপরায়ণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কানে তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
ক. কোনো কথা উত্থাপন করা
খ. কান ধরে তোলা
গ. কান পেতে শোনা
ঘ. কুমন্ত্রণা দেয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ডুমুরের ফুল’বলতে বোঝায়-
ক. ডুমুর জাতীয় ফলের ফুল
খ. যে ফুলের ভেতরে কোন ফুল হয় না
গ. বিরল বস্তু
ঘ. যে ফুলের ভেতরে ফলটি থাকে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ?
ক. গাছে তুলে মই কাড়া
খ. এক ক্ষুরে মাথা মোড়ানো
গ. ধরি মাছ না ছুই পানি
ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শাখের করাত’ বাগধারার অর্থ কি?
ক. সংকট
খ. বিপদ
গ. উভয় সংকট
ঘ. অনিষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
ক. শিবরাত্রির আলো
খ. একমাত্র সঞ্চয়
গ. একমাত্র সন্তান
ঘ. শিবরাত্রির গুরত্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়াকে কি বলে?
ক. শাপে বর
খ. তামার বিষ
গ. উড়ো কৈ গোবিন্দায় নম
ঘ. একাদশে বৃহস্পতি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বাঁ হাতের ব্যাপার’ বলতে বুঝানো হয়?
ক. বাম হাতের কাজ
খ. ঘুষ গ্রহণ
গ. কোনো ব্যক্তির শক্তি
ঘ. চাটুকারী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘উলুবনে মুক্তা ছড়ানো।’-এ প্রবাদ বাক্যটির সঠিক অর্থ কোনটি?
ক. নিষ্প্রয়োজনে মূল্যবান কিছু দেওয়া
খ. বনে টাকা-পয়সা ছড়ানো
গ. অপাত্রে কোন কিছু দান করা
ঘ. অস্থানে কিছু বলা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি লজ্জা অর্থে ব্যবহৃত হয়?
ক. চোখের পর্দা
খ. কান পাতলা
গ. ফোড়ন দেওয়া
ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কূপমণ্ডুক’ বাগধারাটির অর্থ কি?
ক. অসম্ভব বস্তু
খ. ঘরকুনো
গ. গুরত্বহীন বিষয়
ঘ. পুনরায় আরম্ভ
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাগধারাটি অতিরিক্ত চালবাজি অর্থ বুঝাচ্ছে?
ক. বকধার্মিক
খ. বিড়াল তপস্বী
গ. দু মুখো সাপ
ঘ. ফপর দালালি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভূতের বেগার’ বাগধারা কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. অসম্ভব ঘটনা
খ. সর্বনাশ
গ. অযথা শ্রম
ঘ. অসম্ভব খাটুনি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!