প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডুস’ বাগধারাটির অর্থ কী?
ক. পুনরায়
খ. নতুন করে শুরু
গ. অভিষেক
ঘ. ভূমিকা করা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অনুরোধে ঢেকিঁ গেলা’ বাগ্ধারাটির সঠিক অর্থ হচ্ছে-
ক. অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ. অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু বলা
গ. চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ. অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নাটের গুরু’ বাগধারাটির অর্থ-
ক. খল নায়ক
খ. নাট্য গুরু
গ. মূল নায়ক
ঘ. গুরু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘উভয় সংকট’এর প্রবাদ হল-
ক. কিল খেয়ে কিল চুরি
খ. গাছে না উটতেই এক কাঁদি
গ. কুল রাখি না শ্যাম রাখি
ঘ. ঘর থাকতে বাবুই ভেজা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ব্যাঙের আধুলি’ এই বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-
ক. সামান্য ধনে অহংকর
খ. অসম্ভব ঘটনা
গ. কৃপণের ধন
ঘ. যার কোন মূল্য নেই
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাক্যটির অর্থ ভিন্ন?
ক. মণিকাঞ্চন যোগ
খ. সোনায় সোহাগা
গ. আদায় কাঁচকলায়
ঘ. আম দুধে মেশা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
ক. যত গর্জে তত বৃষ্টি হয়
খ. নাচতে না জানলে উঠোন ভাঙা
গ. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
ঘ. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি?
ক. অত্যন্ত বুদ্ধিমান
খ. অতি চালাক
গ. হাঁদরাম
ঘ. নির্বুদ্ধিতার দণ্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘গোপনে কাজ করা’-এর প্রবাদ হল-
ক. ঠেলার নাম বাবাজী
খ. তিলকে তাল করা
গ. ডুবে ডুবে জল খাওয়া
ঘ. ছাই ফেলতে ভাঙ্গা কুলা
উত্তরঃ গ
প্রশ্নঃ যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে?
ক. ডাকাবুকা
খ. তুলশী বনের বাঘ
গ. তামার বিষ
ঘ. ঢাকের বাঁয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘যারা বাইরের ঠাট বাজায় রেখে চলে’-এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
ক. ব্যাঙের আধুলি
খ. রাশভারী
গ. লেফাফা দুরস্ত
ঘ. ভিজে বেড়াল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গোবরে পদ্মফুল’-বাগধারা দিয়ে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্য কোনটি?
ক. সার থাকে বলে গোবরে পদ্মফুল ফোটে
খ. গোবরে পদ্মফুল ফুটলেও দুর্গন্ধ থাকে
গ. গোবরে পদ্মফুল কেন সব ফুল ফোটে
ঘ. দিনমজুর আব্দুলের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে-একেবারে গোবরে পদ্মফুল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাতটান’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক. টাকা-পয়সার অভাব
খ. চুরির অভ্যাস
গ. খুব কৃপণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ “ডান হাতের ব্যাপার”-এর অর্থ কোনটি?
ক. চুরি করা
খ. ঘুষ গ্রহণ
গ. ভোজন করা
ঘ. দন্ড দেয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন দুটি সমার্থক
ক. অহিনকুল -দাকুমড়া
খ. অগ্নিশর্মা -অগ্নিপরীক্ষা
গ. তাসের ঘর – তামার বিষ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বুকে বসে দাড়ি উপড়ানো’ অর্থ কি?
ক. আকস্মিক সুযোগ লাভ
খ. বিপুল ক্ষতিসাধন করা
গ. স্বার্থপরতা দেখান
ঘ. আশ্রয়দাতার অনিষ্ট করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ কোন প্রবাদের সাহায্যে বোঝান যায়?
ক. আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
খ. অসারের তর্যন গর্যন সার
গ. কানা ছেলার নাম পদ্মলোচন
ঘ. ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি?
ক. ভণ্ড
খ. বহিপীর
গ. অতিশয় পণ্ডিত
ঘ. সামান্য ত্রুটি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কাটা দিয়ে কাঁটা তোলা’-প্রবাদটির অর্থ কি?
ক. শত্রু দিয়ে শত্রু নাশ
খ. একের দায় অন্যের ঘাড়ে চাপানো
গ. অন্যের উপর দিয়ে স্বার্থ উদ্ধার
ঘ. নিজের স্বার্থ দেখা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঊনপাঁজরে’ বাগধারাটির অর্থ কি?
ক. সবল পাঁজর যার
খ. দুর্বল
গ. নরম পাঁজর
ঘ. বলবান
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কান পাতলা’ অর্থ কি?
ক. অবিশ্বাসী
খ. বিশ্বাসপ্রবণ
গ. বিশ্বাসী
ঘ. বিশ্বাসহীন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শিরে সংক্রান্তি’ অর্থ কি?
ক. মাথার বোঝা
খ. মাথায় বিপদ
গ. মহাবিপদ
ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বকধার্মিক’-কথাটির অর্থ কি?
ক. ভণ্ড ধার্মিক
খ. ছোট প্রাণ
গ. সামরিক
ঘ. সুবোধহীন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক. কাল্পনিক জন্তু
খ. মুরগি
গ. গোমড়ামুখো লোক
ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ এর অর্থ-
ক. গলা ধাক্কা দেয়া
খ. অমবস্যা
গ. দ্বিতীয়া
ঘ. কাস্তে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ কী?
ক. অতিরিক্ত সুবিধা
খ. সর্বস্বান্ত হওয়া
গ. সুখের সময়
ঘ. ধাক্কা সামলানো
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. বাড়তি বোঝা
খ. রূপের মোহ
গ. ভূমিকা
ঘ. ফিটফাট
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. সুখের পায়রা
খ. শরতের শিশির
গ. দুধের মাছি
ঘ. লক্ষীর বরযাত্রী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাক্যে ‘ঢাক ঢাক গুড় গুড়’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
ক. ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
খ. ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
গ. ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, কি খাবে বলো
ঘ. ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হাতের পাঁচ’ এর অর্থ কোনটি?
ক. নিকট জন
খ. পরমাত্মীয়
গ. বন্ধু
ঘ. শেষ সম্বল
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)