বাংলা ব্যাকরণ-৭০

প্রশ্নঃ যার তুলনা নাই-
ক. অতুল্য
খ. অতুলনীয়
গ. তুলাহীন
ঘ. বৈতুল্য
উত্তরঃ খ

প্রশ্নঃ যার প্রকৃত বর্ণ ধরা যায় না-
ক. বর্ণহীন
খ. বিবর্ণ
গ. বর্ণচোরা
ঘ. অপ্রকৃতবর্ণা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জল পানের জন্য দেয় অর্থ- এর বাক্য সংকোচন–
ক. জুলার্থ
খ. জলসাহায্য
গ. জলপানি
ঘ. জলযান
উত্তরঃ গ

প্রশ্নঃ যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
ক. দু’হাতি
খ. সমান তালী
গ. সব্যসাচী
ঘ. তবলা বাদক
উত্তরঃ গ

প্রশ্নঃ ময়ূরের ডাক-
ক. কুহু
খ. কেকা
গ. কৃত্তি
ঘ. কীর্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইহার তুল্য- এর এক কথায় প্রকাশ-
ক. ঈদৃশ
খ. সাদৃশ
গ. তুলনীয়
ঘ. ঈতুল্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে?
ক. নিদাঘ
খ. নশ্বর
গ. নষ্টমান
ঘ. বিনশ্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ যা চেটে খেতে হয়’ তা হ’ল-
ক. চর্ব
খ. চুষ্য
গ. লেহ্য
ঘ. পেয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাহুতে ভর করে চলে যে–
ক. সব্যসাচী
খ. বুভুক্ষা
গ. ভুজঙ্গ
ঘ. বাহুঙ্গ
উত্তরঃ গ

প্রশ্নঃ “যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে”-তাকে এক শব্দে কি বলে?
ক. দ্বিজ
খ. দ্বিবর
গ. দ্বোবর
ঘ. দোজবর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “নুপুরের ধ্বনি”-এক কথায় কি হবে?
ক. রুনুঝুনু
খ. শিঞ্জন
গ. নিক্কন
ঘ. ক, খ ও গ তিনটিই
উত্তরঃ গ

প্রশ্নঃ যা কষ্টে নিবারণ করা যায়
ক. অনিবার্য
খ. দুর্নিবার
গ. অনির্বান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ভোজন করার ইচ্ছ-
ক. পিপাসা
খ. পেটুক
গ. বুভুক্ষা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হিমালয় হতে সমুদ্র পর্যন্ত’ -এর বাক্য সংকোচন হবে-
ক. আসমুদ্রহিমালয়
খ. আসমুদ্রহিমাচল
গ. হিমসমুদ্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ “সকলের দ্বারা অনুষ্ঠিত।”-এক কথায় কোনটি?
ক. সর্বজনীন
খ. সার্বজনীন
গ. সর্বহিত
ঘ. সর্বমহিতম
উত্তরঃ ক

প্রশ্নঃ মর্মকে পীড়া দেয় যাহা–
ক. মর্মন্তুদ
খ. মর্মদন্ত
গ. মর্মন্ত্য
ঘ. মর্মাহত
উত্তরঃ ক

প্রশ্নঃ উপকারীর অপকার করা–
ক. কৃতঘ্ন
খ. অকৃতজ্ঞ
গ. কৃতজ্ঞতা
ঘ. কৃতঘ্নতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘শত্রুকে হনন করে যে’-
ক. শত্রুহনক
খ. বীর
গ. শত্রুঘ্ন
ঘ. শত্রুতা
উত্তরঃ গ

প্রশ্নঃ পঙ্কে জন্মে যা–
ক. পঙ্কজ
খ. পাঙ্ক
গ. পঙ্কিল
ঘ. পাক্ষ
উত্তরঃ ক

প্রশ্নঃ জয় সুচনা করে এরূপ তিথি-
ক. শুভ তিথি
খ. জয়োৎসব
গ. জয়তিথি
ঘ. জয়ন্তী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘একই সময়ে বর্তমান’ এর বাক্যের এক কথায় প্রকাশ হল-
ক. সমসাময়িক
খ. যুগপৎ
গ. সতীর্থ
ঘ. যুগল
উত্তরঃ ক

প্রশ্নঃ অকালে যাকে জাগরণ করা হয় তাকে এক কথায় কি বলে?
ক. সব্যসাচী
খ. প্রত্যুদগমণ
গ. অকালবোধন
ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ গ

প্রশ্নঃ যা দীপ্তি পাচ্ছে– এককথায়
ক. দীপ্তিমান
খ. আলোকিত
গ. দেদীপ্যমান
ঘ. উজ্জ্বল
উত্তরঃ গ

প্রশ্নঃ যে নারীর হাসি সুন্দর-
ক. অনূঢ়া
খ. সাধনা
গ. সুস্মিতা
ঘ. সুমিতা
উত্তরঃ গ

প্রশ্নঃ কৃতঘ্ন অর্থ কি?
ক. যে উপকারীর অপকার করে
খ. যে উপকারীর উপকার করে না
গ. যে উপকারীর উপকার স্বীকার করে না
ঘ. যে উপকারীর অপকার করে না
উত্তরঃ ক

প্রশ্নঃ কামনা দূর হয়েছে যার- এক কথায় প্রকাশ কি?
ক. বীতকাম
খ. কাম্য
গ. কামনীয়
ঘ. কায়ুষ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ বাক্য সংকোচন করুন-চক্ষুর সম্মুখে সংঘটিত
ক. প্রত্যক্ষ
খ. চাক্ষুষ
গ. চর্ব্য
ঘ. সম্মখে
উত্তরঃ খ

প্রশ্নঃ খেয়া পার করে যে তাকে বলা হয়-
ক. পাটনী
খ. মাঝি
গ. ঘাটাল
ঘ. কর্ণধার
উত্তরঃ ক

প্রশ্নঃ ইতিহাস জানেন যিনি- এর সংক্ষেপণ কি?
ক. ইতিহাসবেত্তা
খ. ঐতিহাসিক
গ. ইতিহাসখ্যাত
ঘ. ইতিহাসমনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যা কষ্টে জয় করা যায়’ বাক্যেটি এক কথায় কি হবে?
ক. দুর্জয়
খ. অদম্য
গ. কষ্টার্জিত
ঘ. পরিশ্রমলব্ধ
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!