বাংলা ব্যাকরণ-৬৭

বাক্য সংক্ষেপণ:

প্রশ্নঃ ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন-
ক. ক্ষমার্হ
খ. ক্ষমাপ্রার্থী
গ. ক্ষমা
ঘ. ক্ষমাপ্রদ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জয় করিবার ইচ্ছা—
ক. জিঘাংসা
খ. বিজিগীষা
গ. জিতেন্দ্রিয়
ঘ. জিগীষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যার বসন আলগা-
ক. বিবেকহীন
খ. একমনা
গ. অসংবৃত
ঘ. লজ্জাহীন
উত্তরঃ গ

প্রশ্নঃ কর দান করে যে- এক কথায়
ক. অধীন
খ. আশ্রিত
গ. করদ
ঘ. প্রজা
উত্তরঃ গ

প্রশ্নঃ মৃত্তিকা দিয়ে তৈরি–
ক. মৃন্ময়
খ. মেটেল
গ. চিন্ময়
ঘ. মন্ময়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সতীর্থ’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. একই উদরে জন্ম
খ. একই গুরুর শিষ্য
গ. একই পরিবারের সদস্য
ঘ. একই শহরের অধিবাসী
উত্তরঃ খ

প্রশ্নঃ যা অধ্যয়ন করা হবে—
ক. পাঠ্য
খ. অধ্যয়ন
গ. পঠিত
ঘ. পঠিতব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কি করিতে হইবে তাহা যে বুঝিতে পারেনা- এর সংক্ষিপ্ত রূপ কি?
ক. আত্মভোলা
খ. দিকবিদিকজ্ঞান শুণ্য
গ. কিংকর্তব্যবিমূঢ়
ঘ. প্রতুৎপন্নমতি
উত্তরঃ গ

প্রশ্নঃ সিংহের ডাক-
ক. নাদ
খ. হুট
গ. হুংকার
ঘ. হালুম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ফিটফাট গোছের তরুণ যুবক’-এ বাক্যটির বাক্য সংকোচন কি?
ক. স্মার্ট
খ. ফটিকচাঁদ
গ. বালসুলভ
ঘ. ধন্যম্মন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ যা জলে ও স্থলে চরে–
ক. স্থলচর
খ. জলচর
গ. খেচর
ঘ. উভচর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যা বলা হয়েছে- এর বাক্য সংকোচন–
ক. উপ্ত
খ. উক্ত
গ. বক্তব্য
ঘ. কথ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ যে স্ত্রীলোক প্রিয় কথা বলে, তাকে বলা হয় / প্রিয় কথা বলে যে নারী-
ক. প্রিয়ংবদা
খ. অবীরা
গ. মাধুকর
ঘ. কেকা
উত্তরঃ ক

প্রশ্নঃ কথায় যাহা বর্ণনা করা যায় না—
ক. অবর্ণনীয়
খ. অর্বিচনীয়
গ. অকথ্য
ঘ. অনির্বচনীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমার তুল্য- এর বাক্য সংকোচন-
ক. সাদৃশ
খ. মাদৃশ
গ. মাতৃশ
ঘ. সতীর্থ
উত্তরঃ খ

প্রশ্নঃ যে গাছ হতে ঔষধ তৈরি করা হয়?
ক. ওষধি
খ. ঔষধি
গ. ঔষুধী
ঘ. ওষধী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বংশ পরিচয় বা স্বভাব চরিত জানা নাই’-
ক. অজ্ঞাতকুলশীল
খ. অজ্ঞাতনামা
গ. আগন্তুক
ঘ. অতিথি
উত্তরঃ ক

প্রশ্নঃ উপকারীর প্রতি উপকার করেন যিনি-
ক. উপকারী
খ. প্রত্যুপকারী
গ. নবকুমার
ঘ. দানবীর
উত্তরঃ খ

প্রশ্নঃ “নারী (বারি) দান করে যে।”-এর এক কথায় প্রকাশ কোনটি?
ক. নীরেন
খ. নীরব
গ. নীরদ
ঘ. নীরন্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ “নিজের দ্বারা অর্জিত” এ কথায় কি হবে?
ক. স্বকীয়
খ. স্বর্জিত
গ. স্বোপার্জিত
ঘ. আত্মোর্জিত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কনুই থেকে কব্জি পর্যন্ত’র সংক্ষেপ হল-
ক. রত্নি
খ. টিবিয়া ফিবুলা
গ. হাতাংশ
ঘ. গিরিজা
উত্তরঃ ক

প্রশ্নঃ জয় করা কঠিন-এক কথায় কি হবে?
ক. অজেয়
খ. দুর্নিবার
গ. অলঙ্ঘ্য
ঘ. দুর্জয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়–
ক. কষ্টাচার্য
খ. দূলঘ্ন
গ. অনুচ্চার্য
ঘ. অপঠিত
উত্তরঃ গ

প্রশ্নঃ বাক্য সংকোচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঘের ডাক-
ক. নাদ
খ. গর্জন
গ. বৃংহতি
ঘ. অজিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ফল পাকলে যে গাছ মারা যায়-
ক. ঔষধি
খ. ওষধী
গ. ঔষধী
ঘ. ওষধি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল-
ক. সমক্ষ
খ. পরোক্ষ
গ. প্রত্যক্ষ
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘যা দেখা যায় না’ এক কথায় হবে-
ক. দৃশ্যমান
খ. অদৃষ্ট
গ. অদেয়
ঘ. অদৃশ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হনন করার ইচ্ছাকে’ এক কথায় কি বলে?
ক. জিঘাংসা
খ. জিগীষা
গ. দিদৃক্ষা
ঘ. জুগুন্সা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘প্রাপক’ অর্থ-
ক. যিনি পত্র লেখেন
খ. যার উদ্দেশ্যে পত্রটি রচিত
গ. পত্রের মঙ্গলাচরণ
ঘ. বক্তব্য বিষয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!