প্রশ্নঃ যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম- এটি কোন জাতীয় বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তাঁর টাকা আছে, কিন্তু দান করেন না’ এটি একটি–
ক. জটিল ও যৌগিকের মিশ্রণ
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. সরল বাক্য
উত্তরঃ খ
প্রশ্নঃ বাক্যে যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত থাকে?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে কি বলে?
ক. বিধেয়
খ. সরল উদ্দেশ্য
গ. সম্প্রসারিত উদ্দেশ্য
ঘ. বিধেয় বিশ্লেষণ
উত্তরঃ খ
প্রশ্নঃ যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে-বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ কিভাবে ঘটেছে?
ক. সমার্থক বাক্যাংশ যোগে
খ. ক্রিয়া বিশেষণ যোগে
গ. বিশেষণ যোগে
ঘ. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
উত্তরঃ ক
প্রশ্নঃ গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
ক. শব পোড়া
খ. মড়া দেহ
গ. শবদাহ
ঘ. শবমড়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পড়া শেষে খেলতে যাব’- এ বাক্যে কি প্রকাশ পেয়েছে?
ক. অনুরোধ
খ. আদেশ
গ. অভিব্যক্তি
ঘ. উপদেশ
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
ক. গুরুচণ্ডালী
খ. বাহুল্য দোষ
গ. বাগধারার রদবদল
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চন্দ্র পৃথিবীর চারিদিকে’ বাক্যটিতে কিসের অভাব রয়েছে?
ক. আকাঙ্ক্ষা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ নিম্নের কোনটি?
ক. তুই যেতে পারবি
খ. তুই না গিয়ে পারবি না
গ. তোকে থাকতে হবে
ঘ. কোনটিই না
উত্তরঃ গ
প্রশ্নঃ “মানুষ ক্রুদ্ধ হলে তার কাণ্ডজ্ঞান লোপ পায়”-এ বাক্যটি কিরূপ বাক্য?
ক. খণ্ড বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. যৌগিক বাক্য
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘যা নিবাস, তা আমার নাই’- বাক্যটি–
ক. যৌগিক বাক্য
খ. সরল বাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বাক্যে অতীত কাল বুঝানো হয়েছে?
ক. আমরা গিয়েছি
খ. তুমি যেতে থাক
গ. সে কি গিয়েছিল?
ঘ. কোনটাই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি যৌগিক বাক্য?
ক. গুরুজনের আদেশ মান্য কর
খ. যেসব পশু মাংস খায় তারা খুবই হিংস্র
গ. দোষ স্বীকার কর, তোমাকে কোন শাস্তি দেব না
ঘ. মাংসভোজী পশু খবুই হিংস্র
উত্তরঃ গ
প্রশ্নঃ বাক্যের এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলা হয়?
ক. আসত্তি
খ. আকাঙক্ষা
গ. যোগ্যতা
ঘ. আসক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ -এখানে কি অর্থে ‘অনুজ্ঞা’ ব্যবহৃত হযেছে?
ক. আদেশ
খ. অনুরোধ
গ. উপদেশ
ঘ. সাধারণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সে বলতে চায় তথাপি বলে না’ – এটি কোন শ্রেণীর বাক্য?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. ব্যাসবাক্য
উত্তরঃ গ
প্রশ্নঃ “তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি”- এটি কোন শ্রেণীর বাক্য?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. ব্যাসবাক্য
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি জটিল বাক্য?
ক. যে বালকটি পরীক্ষায় প্রথম হয়েছে সে পুরস্কার পাবে
খ. বালিকাটি খেলছে
গ. পড়াশুনা কর নচেৎ ফেল করবে
ঘ. আমি তোমার সাফল্যের কথা শুনেছি
উত্তরঃ ক
প্রশ্নঃ যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
ক. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ঘ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে’- এই সরল বাক্যের মিশ্র বাক্যের রূপ কোনটি?
ক. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে
খ. ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
গ. ভালো ছেলেদের দ্বারা শিক্ষকের আদেশ পালিত হয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন’ -এটি কোন ধরনের বাক্য
ক. সরল
খ. যৌগিক
গ. জটিল
ঘ. খণ্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার” -কোন বাক্যের উদাহরণ?
ক. জটিল বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. যৌগিক বাক্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “কে জানত আমার ভাগ্যে এমন হবে”-এই বাক্যটি নিম্নের কোন কালের উদাহরণ?
ক. ঘটমান বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. সাধারণ ভবিষ্যৎ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বহু কষ্টে শিক্ষালাভ করেছে।’ -এই সরল বাক্যটির যৌগিক রূপান্তর কোনটি?
ক. সে বহু কষ্ট করে তবে শিক্ষা লাভ করেছে
খ. যেহেতু সে বহু কষ্ট করেছে, তাই শিক্ষা লাভ করেছে
গ. সে বহু কষ্ট করেছে বলেই শিক্ষা লাভ করেছে
ঘ. সে বহু কষ্ট করেছে এবং শিক্ষা লাভ করেছে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।– বাক্যটি কোন প্রকারের?
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. মিশ্র
উত্তরঃ গ
প্রশ্নঃ সার্থক বাক্য কোনটি?
ক. আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হল
খ. পাখিগুলো আকাশে বাসকরে
গ. আমরা বাংলা ভষাভাষীগণ সবাই ছিলাম
ঘ. মালিনী ফুল তুলে মালা গাঁথে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি জটিল বাক্য?
ক. সাঁতার কাট, তবে স্বাস্থ্য ভালো হবে
খ. পরিশ্রমী ব্যক্তি পরিশ্রম করে এবং সুখী হয়
গ. যে ব্যক্তি পরিশ্রমী, সে সুখী হয়
ঘ. পরিশ্রমী ব্যক্তি সুখী হয়
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)