বাংলা ব্যাকরণ-৫৮

প্রশ্নঃ ‘শীতল’-এর প্রকৃতি কোনটি হবে?
ক. শীত
অল
খ. শীত

গ. শীতল
তল
ঘ. শে
তল
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রকৃতি
ঘ. কারক
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘হৈমন্তিক’ -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. হেমন্ত
ষ্ণিক
খ. হেম
ষ্ণিক
গ. হৈমন্ত
ষ্ণিক
ঘ. হৈম
ষ্ণিক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. শিশু

খ. শিশু
ষ্ণ
গ. শৈ
শব
ঘ. শিশ

উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ ?
ক. ওয়ালা, গর, পনা
খ. ইমন, ইষ্ঠ, ঈন
গ. আল, আলো, আলি
ঘ. দার, বাজ, সই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মশারি’ এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে-
ক. মশা
রি
খ. মশা
অরি
গ. মশা
আরি
ঘ. মশা
আরী
উত্তরঃ খ

প্রশ্নঃ ঘরামী, ছেলে, মেছে কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?
ক. উপজীবিকা
খ. বিশেষ্য
গ. বেত্তা
ঘ. বৃত্তি বা উপজীবিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বর্গাদার’ কোন প্রত্যয়ের উদাহরণ?
ক. বর্গ
আদার
খ. বর্গ
দর
গ. বর্গা
দার
ঘ. বর্গা
তৃচ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. গেছো
খ. মেছো
গ. গেঁয়ো
ঘ. টেকো
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ নিয়মের প্রত্যয়যোগে গঠিত শব্দ ?
ক. গতি
খ. দুগ্ধ
গ. সিক্ত
ঘ. মতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সওদাগর’ শব্দের গর কোন ভাষা থেকে আগত ?
ক. বর্মি
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. জাপানি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ?
ক. জ্বলন্ত
খ. গৌরব
গ. শীতল
ঘ. বৈজ্ঞানিক
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে –
ক. ধাতু প্রত্যয়
খ. শব্দ প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ জয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. জী
অন
খ. জি
অয়
গ. জি
এল
ঘ. জ
অয়
উত্তরঃ খ

বচন:

প্রশ্নঃ ‘বন্ধু’ শব্দের বহুবচন কোনটি?
ক. বন্ধুরা
খ. বন্ধুগণ
গ. বন্ধুবর্গ
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি বহুবচনবাচক শব্দ নয়?
ক. মঙ্গল
খ. সভা
গ. কুল
ঘ. গ্রাম
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি বহুবচন প্রকাশের জন্য ব্যবহৃত হয় ?
ক. রা
খ. খানা
গ. খানি
ঘ. টা
উত্তরঃ ক

প্রশ্নঃ যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক সংখ্যার ধারণা হয়, তাকে কি বলে ?
ক. সংখ্যা
খ. বচন
গ. একবচন
ঘ. বহুবচন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক. সকল
খ. বৃন্দ
গ. রাজি
ঘ. পাল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক. নিচয়
খ. দাস
গ. মালা
ঘ. রাজি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কিছুর পর্যায় বা ক্রম বুঝালে তাকে কি বলে?
ক. কারক
খ. বাচ্য
গ. বচন
ঘ. পূরণবাচক শব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টি, টা, খানা, খানি – কোন বচনে ব্যবহৃত হয় ?
ক. একবচন
খ. দ্বিবচন
গ. সংখ্যা
ঘ. বহুবচন
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ‘কাগজ’ এর বহুবচন ?
ক. কাগজাত
খ. কাগজগুলো
গ. কাগজসমূহ
ঘ. কাগজাদী
উত্তরঃ ক

প্রশ্নঃ “ছেলেটা কোথায়”-টা যুক্ত শব্দ কি অর্থ প্রকাশক?
ক. নিরর্থক ভাব
খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা
ঘ. বিশেষ অর্থে নির্দিষ্টতা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লাল লাল ফুল।’ -এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
ক. বিশেষণ ও বিশেষণ
খ. বিশেষ্য ও বিশেষ্য
গ. ক্রিয়া ও বিশেষ্য
ঘ. অব্যয় ও ক্রিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ষোল’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. ষোড়শ
খ. ষোলই
গ. ষোলতম
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!