বাংলা ব্যাকরণ-৫৭

প্রশ্নঃ বাংলা কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. চামার
খ. মোড়ক
গ. ধারালো
ঘ. পোষ্টাই
উত্তরঃ খ

প্রশ্নঃ উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
ক. ড্যাশ (-)
খ. কমা (,)
গ. ধাতু চিহ্ন (√)
ঘ. কোলন (ঃ)
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘জীবন্ত’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. জীবন

খ. জীবন
অন্ত
গ. জীব
অন্ত
ঘ. জীয়
অন্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেধাবী’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মেধা
বী
খ. মেধা
বীন
গ. মেধা

ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন ই/ঈ প্রত্যয় বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নেপালি
খ. রাখালি
গ. সরকারি
ঘ. বাহাদুরি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাঁধুনী’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. রাঁধ
আনি
খ. রাঁধন
নি
গ. রাঁধ
উনি
ঘ. রাধ
আনি
উত্তরঃ গ

প্রশ্নঃ অন প্রত্যয় যোগে সাধারণত কোন শব্দ গঠিত হয় ?
ক. বিশ্লেষণ
খ. গুণবাচক
গ. ক্রিয়াপদ
ঘ. ক্রিয়াবাচক বিশেষ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মহিমা’ -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. মহিম

খ. মহি
মা
গ. মহৎ
ইমন
ঘ. মহা
ইমন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যৌবন’ শব্দের সঠিক প্রত্যয় কোনটি ?
ক. যৌ
অন
খ. যু
অন
গ. যৌব

ঘ. যুব
অন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটিতে বিশেষ্য পদ গঠনে ‘র’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে ?
ক. ডাক্তার
খ. আমার
গ. মধুর
ঘ. কিশোর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি কর্তৃবাচ্য কৃৎপ্রত্যয়ের উদাহরণ ?
ক. √রাধ
আ (রাধা)
খ. √পড়
উয়া (পড়ুয়া)
গ. √চাল
উনি (চালুনি)
ঘ. √দা
অনীয় (দানী)
উত্তরঃ খ

প্রশ্নঃ যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয তার নাম কি?
ক. কারক
খ. প্রকৃতি
গ. বিভক্তি
ঘ. যতি
উত্তরঃ খ

প্রশ্নঃ সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি ?
ক. বাঘা
খ. চোরা
গ. ডিঙ্গা
ঘ. চাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি বিশেষ নিয়মের প্রত্যয় যোগে সাধিত শব্দ ?
ক. মতি
খ. সিক্ত
গ. গতি
ঘ. দুগ্ধ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মেধাবী’ শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?
ক. মেধা
বি
খ. মেধাবি

গ. মেধা
ইন
ঘ. মেধা
বিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ ?
ক. শৈব
খ. সৌর
গ. দৈব
ঘ. চৈত্র
উত্তরঃ খ

প্রশ্নঃ “পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?
ক. সংস্কৃত
খ. খাটি বাংলা
গ. দেশী
ঘ. বিদেশী
উত্তরঃ ক

প্রশ্নঃ উড়ন্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √উর
অন্ত
খ. √ঊড়
অন্ত
গ. √উর
আন্ত
ঘ. √উড়
আন্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ তদ্ধিত প্রত্যয় কয় প্রকার ?
ক. ৪
খ. ৩
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ খ

প্রশ্নঃ চোর শব্দে আ প্রত্যয় যুক্ত করলে কি অর্থ প্রকাশ করে ?
ক. সামান্য
খ. সাদৃশ্য
গ. অবজ্ঞা
ঘ. শ্রদ্ধা
উত্তরঃ গ

প্রশ্নঃ শুধুমাত্র কোন বাচ্যে অ প্রত্যয় যুক্ত হয় ?
ক. কর্মবাচ্যে
খ. কর্তৃবাচ্যে
গ. ভাববাচ্যে
ঘ. কর্তৃ ও কর্মবাচ্যে
উত্তরঃ গ

প্রশ্নঃ ই, ঈ, এর স্থলে এ; উ, ঊ এর স্থলে ও এবং ঋ এর স্থলে অর হলে তাকে কি বলে ?
ক. গুণ
খ. বৃদ্ধি
গ. প্রকৃতি
ঘ. প্রত্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে?
ক. কর্তা
খ. কর্ম
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মাধ্যমিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. মাধ্যমিক

খ. মাধ্য
ষ্ণিক
গ. মাধ্যম
ষ্ণিক
ঘ. মাধ্য
মিক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নীলিমা’ শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?
ক. নীল
ইমা
খ. নীল
ইমন
গ. নীঃ
ইমন
ঘ. নীল
ঈমা
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!