বাংলা ব্যাকরণ-৫৬

প্রশ্নঃ তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
ক. বিশেষণ প্রকৃতি
খ. বিশেষ্য প্রকৃতি
গ. নাম প্রকৃতি
ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ গ

প্রশ্নঃ উক্তি -শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. বচ
ক্ত
খ. উক
তি
গ. বচ
ক্তি
ঘ. বচ
তি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কানাই, নিমাই কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ?
ক. আদরার্থে
খ. উপজীবিকা অর্থে
গ. ভাব অর্থে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় ?
ক. প্রকৃতি
খ. ধাতু
গ. প্রাতিপাদিক
ঘ. কৃদন্ত পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রত্যয় শব্দের কোথায় বসে ?
ক. পূর্বে
খ. পরে
গ. মাঝে
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বিশেষ নিয়মে প্রত্যয়যোগে সাধিত শব্দ ?
ক. গতি
খ. সিক্ত
গ. মতে
ঘ. দুগ্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নেতা’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. নৈ
তা
খ. নে
তা
গ. নেঃ
এতা
ঘ. নী
তা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনা’ প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. জানা
খ. শোনা
গ. অচেনা
ঘ. দোলনা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
ক. নামপদ
খ. উপপদ
গ. প্রাতিপদিক
ঘ. উপমিত
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দ প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
ক. নিমাই
খ. কেষ্টা
গ. ঘুটে
ঘ. কানাই
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জনক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. জন+এক
খ. জনক+আ
গ. জন+ইক
ঘ. জনি+অক
ঙ.জন্‌+অক
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কৃদন্ত পদ গঠনে যদি আদিস্বর পরিবর্তিত হয়, তবে তাকে কি বলে ?
ক. গুণ
খ. ভাগ
গ. যোগ
ঘ. বিয়োগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শ্রবণ – শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. শ্রবণ+অ
খ. শ্রী+অন
গ. শ্রব+অন
ঘ. শ্রু+অন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ ?
ক. ডুবন্ত
খ. চড়াই
গ. শৈশব
ঘ. নিমাই
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়–
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ. কৃৎ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দ্রাঘিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. দীর্ঘ+ইমন
খ. দীর্ঘ+ইমা
গ. দীর্ঘ+ইলিশা
ঘ. দ্রাঘ+ইমা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
ক. প্রলয়
খ. খণ্ডিত
গ. নিঃশ্বাস
ঘ. অনুপম
উত্তরঃ খ

প্রশ্নঃ ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি ?
ক. ভাষা সংক্ষেপণ
খ. শব্দের মিলন
গ. নতুন শব্দ গঠন
ঘ. বাক্যে অলংকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়-
ক. তদ্ধিতান্ত শব্দ
খ. কৃদন্ত শব্দ
গ. যোগরূঢ় শব্দ
ঘ. সমাসবদ্ধ শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয় ?
ক. আই প্রত্যয়
খ. অন্ত প্রত্যয়
গ. আও প্রত্যয়
ঘ. অনি প্রত্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তাকে বলে –
ক. ক্রিয়া
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চৌকিদার’ শব্দের দার কোন ভাষা থেকে এসেছে ?
ক. হিন্দি
খ. ইংরেজি
গ. ফারসি
ঘ. আরবি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. ধেনো
খ. জেলে
গ. গেছো
ঘ. জমিদার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নন্দন’ এর সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি ?
ক. √নন্দ+অন
খ. √নন+অন
গ. √নন+দোন
ঘ. √নন্দি+অন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্রিয়ামূলকে কি বলা হয় ?
ক. প্রকৃতি
খ. প্রত্যয়
গ. ধাতু
ঘ. কৃদন্ত পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কান্না’ শব্দটির প্রকৃতি প্রত্যয় কি হবে?
ক. কাঁদন+আ
খ. কান+না
গ. কাঁদ+না
ঘ. কাঁদা+না
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!