বাংলা ব্যাকরণ-৫৫

প্রশ্নঃ ‘মানী’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. মান
ঈন
খ. মান

গ. মান
নী
ঘ. মা
ইনি
উত্তরঃ ক

প্রশ্নঃ বুদ্ধিমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় –
ক. বুদ্ধি
মান
খ. বুদ্ধি
বধুপ
গ. বুধাই
মান
ঘ. বুদ্ধি
মতুপ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দ কোনটি ?
ক. মিশুক
খ. মেঘনা
গ. বড়াই
ঘ. পানসে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গমন’ শব্দের মূল ধাতু কোনটি?
ক. গতি
খ. গত
গ. গম্য
ঘ. গম্
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ নয়?
ক. ভাস্কর
খ. দেদীপ্যমান
গ. ডিঙা
ঘ. বাচ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. আন
খ. আই
গ. আল
ঘ. আও
উত্তরঃ খ

প্রশ্নঃ ছুটি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √ছুট

খ. √ছুট্‌

গ. √ছুট

ঘ. √ছুট্‌

উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ‘শক’ ‘শোক’ এর সঠিক প্রকৃতি -প্তায় ?
ক. √শু

খ. শো
অক
গ. √শুচ
ঘঞ
ঘ. শুচ

উত্তরঃ গ

প্রশ্নঃ ডিঙা শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. ডিঙি

খ. ডিঙি

গ. ডিঙা

ঘ. ডিঙ

উত্তরঃ খ

প্রশ্নঃ কৃৎ প্রত্যয় কাকে বলে?
ক. শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
খ. অর্থের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
গ. ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
ঘ. উপসর্গের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী
খ. পানাস
গ. পাঠক
ঘ. সেলামী
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গ ও প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
ক. ড্যাশ (-)
খ. কমা >
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √ইশ
বর
খ. √ঈশ্‌
বর
গ. √ঈস
বর
ঘ. √ইস
বর
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ ?
ক. তাঁবেদার
খ. বাহাদুরি
গ. কনকনে
ঘ. হাজিরা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘হিংসুক’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. হিঃ
সুক
খ. হিং
সুক
গ. হিংস
উক
ঘ. হিংসা
উক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয় ?
ক. অ
খ. আ
গ. ই
ঘ. ঈ
উত্তরঃ ক

প্রশ্নঃ শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে –
ক. শব্দ প্রত্যয়
খ. কৃ প্রত্যয়
গ. অন্ত প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চোর
আই = চোরাই-‘আই’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অবজ্ঞার্থে
খ. বৃহদার্থে
গ. সামান্যতা বোঝাতে
ঘ. বিশেষণ গঠনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয় ?
ক. বিশেষণ
খ. ক্রিয়া
গ. বিশেষ্য
ঘ. অব্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দাতব্য’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. দাত
তব্য
খ. দা
ঘঞ
গ. দা
ব্য
ঘ. দা
তব্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘যশস্বী’ এর সঠিক প্রত্যয় কোনটি ?
ক. যশ
বিন
খ. যশঃ
বিন
গ. যশো
শি
ঘ. যশোঃ
শী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি
ক. উৎকর্ষতা
খ. উৎকর্ষ
গ. উৎকৃষ্ট
ঘ. উৎকৃষ্টতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
ক. মাছ

খ. মেছ

গ. মাছি
উয়া > ও
ঘ. মাছ
উয়া > ও
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দের উদাহরণ ?
ক. মুক্তি
খ. চিরনি
গ. বহতা
ঘ. কান্না
উত্তরঃ ক

প্রশ্নঃ তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. দর্শন
খ. ঘর্ষণ
গ. বর্ষণ
ঘ. বাংলাদেশী
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!