বাংলা ব্যাকরণ-৫৪

প্রশ্নঃ মানব শব্দটি কোন প্রত্যয় ?
ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
খ. বাংলা প্রত্যয়
গ. সংস্কৃত কৃ প্রত্যয়
ঘ. বাংলা কৃ প্রত্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে?
ক. প্রত্যয়
খ. প্রকৃতি
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘চালান’ – এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. চালান

খ. চাল
আন
গ. চালান

ঘ. চালা
আন
উত্তরঃ খ

প্রশ্নঃ বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে ?
ক. ডিঙা
খ. ডিঙ্গি
গ. ডাঙগা
ঘ. ডোঙা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পাহারাদার’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. পাহারা
দার
খ. পাহার
দার
গ. পাহারা
আদার
ঘ. পাহারা
দারা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বর্ধিষ্ণু’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. বী
অন
খ. বৃধ
ইষ্ণু
গ. বর্ধি
ষ্ণু
ঘ. বর্ধ
ইষ্ণু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কার্য’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ঠিক?
ক. কৃ
র্য
খ. র্ক
য্য
গ. কৃ

ঘ. র্ক
য্য
উত্তরঃ গ

প্রশ্নঃ বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. বর্ষ
সীক
খ. বর্ষ
শীক
গ. বর্ষ
ষ্ণিক
ঘ. বর্ষ
ষিক
উত্তরঃ গ

প্রশ্নঃ দর্শন – শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. দশন
অন
খ. দৃশ
অনট
গ. দর্শ

ঘ. দর
শন
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিদেশী প্রত্যযযুক্ত শব্দ নয়?
ক. দারোয়ান
খ. জমিদারী
গ. কারিগর
ঘ. গিন্নীপনা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘অনা’ প্রত্যয় গঠিত শব্দ?
ক. চড়াই
খ. খেলনা
গ. ডুবুরি
ঘ. লেখিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঢাকাই’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে-
ক. ঢাকা

খ. ঢাক

গ. ঢাকা
আই
ঘ. ঢাক
আই
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঘ
আ=বাঘা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বৃহদার্থে
খ. অবজ্ঞার্থে
গ. সাদৃশ্য অর্থে
ঘ. সামান্যতা বোঝাতে
উত্তরঃ গ

প্রশ্নঃ বহতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. বহু
তা
খ. বহা
তা
গ. বহ
তা
ঘ. বহি
তা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হৈমন্তিক’ -এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. হেম
ষ্ণিক
খ. হৈমন্ত
ষ্ণিক
গ. হেম
ন্তিক
ঘ. হেমন্ত
ষ্ণিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘খোদা
আই’ কোন প্রত্যয়?
ক. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
খ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
গ. বাংলা কৃৎ প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি ?
ক. কারক
খ. বাচ্য
গ. প্রত্যয়
ঘ. সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ধাতু বা শব্দের শেষে পত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ক. বাক্যে অলংকার
খ. শব্দের মিলন
গ. ভাষা সংশোধন
ঘ. নতুন শব্দ গঠন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঘটকালি – শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. ঘট
আলি
খ. ঘটক
আলি
গ. ঘট
কালি
ঘ. ঘটক
লি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি সঠিক সংস্কৃত কৃৎ প্রত্যয়?
ক. কৃ
তব্য
খ. কর
তব্য
গ. কার
তব্য
ঘ. করি
তব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ফেনিল শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. ফেন
ঈল
খ. ফন
ইল
গ. ফেন
ইল
ঘ. ফেন
ইলো
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রত্যয় কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ উয়া/ও প্রত্যয়যোগে বিশেষণ কোনটি?
ক. টেকো
খ. মেটে
গ. জেলে
ঘ. শহুরে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!