বাংলা ব্যাকরণ-৫১

প্রশ্নঃ তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় ?
ক. সান্ধ্য প্রকৃতি
খ. ক্রিয়া প্রকৃতি
গ. নাম প্রকৃতি
ঘ. নৈশ প্রকৃতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ধাতুর পরে সাধারণত কোন প্রত্যয় যুক্ত করে ক্রিয়াবাচক বিশেষ্য গঠন করা হয় ?
ক. অনা প্রত্যয়
খ. অক প্রত্যয়
গ. অনি প্রত্যয়
ঘ. অন প্রত্যয়
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘মানব’ কোন ধরনের প্রত্যয় ?
ক. বাংলা কৃৎ প্রত্যয়
খ. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
গ. সংস্কৃত কৃৎ প্রত্যয়
ঘ. বাংলা তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কৃদন্ত পদ গঠনে যদি নতুন স্বরের আগমন হয়, তবে তাকে কি বলে ?
ক. হ্রাস
খ. বৃদ্ধি
গ. গতি
ঘ. যতি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যেয় যুক্ত ?
ক. আটুনি
খ. ঝরনা
গ. মাতাল
ঘ. টেকো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পাকড়াও’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. পাক
ড়াও
খ. পা
কড়াও
গ. পাকড়
আও
ঘ. পাকড়

উত্তরঃ গ

প্রশ্নঃ ভৌগলিক শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. ভূগোল
ষিক
খ. ভূগোল
ষ্ণিক
গ. ভূগোল
ষীক
ঘ. ভূগোল
ষ্ণীক
উত্তরঃ খ

প্রশ্নঃ সূর্য শব্দটিতে নিচের কোন প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক. অ
খ. ষ্ণ্য
গ. ষ্ণ
ঘ. ষ্ণু
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ‘মানব’ এর সঠিক প্রত্যয় ?
ক. মনু
ষ্ণ
খ. মনু
ষ্ণু
গ. মানব

ঘ. মানুষ
ষ্ণ
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রকৃতি বলতে কি বোঝায়?
ক. ধাতুর মূল
খ. শব্দের মূল
গ. প্রত্যয়যুক্ত শব্দ
ঘ. শব্দ ও ধাতুর মূল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে ?
ক. কারক
খ. বিভক্তি
গ. প্রকৃতি
ঘ. যতি
উত্তরঃ গ

প্রশ্নঃ সিক্ত শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √সিচ
ক্ত
খ. √সিচ্‌
ক্ত
গ. √শিচ্‌
ক্ত
ঘ. √শিচ
ইক্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়?
ক. পাথুরে
খ. মেঝো
গ. গেঁয়ো
ঘ. নেয়ে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘চলন্ত’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. চলন

খ. চল
ন্ত
গ. চল
অন্ত
ঘ. চলন

উত্তরঃ গ

প্রশ্নঃ চরণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √চর
আন
খ. √চড়
অন
গ. √চর
অন
ঘ. √চর

উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাতিপাদিক এর অপর নাম কি ?
ক. মূল শব্দ
খ. শব্দ প্রকৃতি
গ. ধাতু প্রকৃতি
ঘ. ক্রিয়া প্রকৃতি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গেঁয়ো
খ. মেছো
গ. টেকো
ঘ. গেছো
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মনু
ষ্ণ’-এর মূলভাব কোনটি?
ক. মানুষ
খ. মালয়
গ. মানয়
ঘ. মানব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন শব্দের ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক. গৌরব
খ. শৈশব
গ. পঠিত
ঘ. মহিমা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘উক্ত’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক. √শক
ক্তি
খ. √শম
ক্তি
গ. √শান
ক্তি
ঘ. √শা
আহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরী হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে কি বলে ?
ক. প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতি
খ. প্রত্যয়
গ. সাধিত ধাতু
ঘ. নিজন্ত ধাতু
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
ক. ডুবন্ত
খ. ঢাকাই
গ. নিমাই
ঘ. ঘরোয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনি আগের ধ্বনির নাম কি ?
ক. উপধা
খ. অনুধা
গ. ব্যবধা
ঘ. মতধা
উত্তরঃ ক

প্রশ্নঃ ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয় ?
ক. কৃৎ প্রত্যয়
খ. তদ্ধিত প্রত্যয়
গ. স্ত্রী প্রত্যয়
ঘ. বচন প্রত্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘লাজুক’ -এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
ক. লাজ
উক
খ. লা
জুক
গ. লা
উক
ঘ. লাজু
উক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পৈতৃক’ এর সঠিক প্রত্যয় কোনটি ?
ক. পিতা
ইক
খ. পিতা
উক
গ. পিতা
এক
ঘ. পিতা
ঋক
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!