বাংলা ব্যাকরণ-৫০

প্রশ্নঃ যে সকল অব্যয়সূচক শব্দাংশ বা প্রত্যয় পদের আশ্রয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে তাকে কি বলে ?
ক. যতিচিহ্ন
খ. পদাশ্রিত নির্দেশক
গ. নির্দিষ্টতা নির্দেশক
ঘ. সবগুলো
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশেষ অর্থে নিদিষ্টতা বুঝায় কোনটি ?
ক. টি
খ. টুকু
গ. পাটি
ঘ. খানা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বাক্যে পদাশ্রিত নির্দেশক, নির্দেশক ও অনির্দেশক উভয় অর্থেই প্রযোজ্য ?
ক. গোটা সাতেক আম আন
খ. এক যে ছিল রাজা
গ. আমটা দাও
ঘ. একটি কলম দিন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাচ্চাটাকে দুধ দাও – এ বাক্যে ‘টাক’ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. অনির্দিষ্টতা
খ. নির্দিষ্টতা
গ. পরিমাণগত
ঘ. সুনির্দিষ্টতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ছুঁয়ো না ছুঁয়ো না ওটি লজ্জাবতী লতা- কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক. ছুঁয়োনা
খ. ওটি
গ. লজ্জাবতী
ঘ. লতা
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক ব্যবহৃত পদাশ্রিত নির্দেশকের উদাহরণ কোনটি ?
ক. সবটুকু ওষুধই খেয়ে ফেল
খ. দশ তা কাগজ দাও
গ. একটি বই কিনবে
ঘ. এটি আমার প্রিয় বস্তু
উত্তরঃ খ

প্রশ্নঃ খানা বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে ?
ক. আগে
খ. পরে
গ. মাঝে
ঘ. আগে এবং সাথে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় নির্দিষ্টতাজ্ঞাপক প্রত্যয় ইংরেজি কোন Article -এর স্থানীয় –
ক. Indefinite article
খ. a
গ. an
ঘ. the
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নির্দেশক সর্বনাম এর সঙ্গে টা -টি যুক্ত হয় ?
ক. ঊৎকৃষ্ট
খ. নিকৃষ্ট
গ. সুনির্দিষ্ট
ঘ. অস্পষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ সবটুকু ওষুধই খেয়ে ফেল – এ বাক্যে ‘টুকু’ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিরর্থক
খ. নির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা
ঘ. অনির্দিষ্টতা
উত্তরঃ খ

প্রশ্নঃ এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে কি বুঝ ?
ক. নির্দিষ্টতা
খ. অনির্দিষ্টতা
গ. নিরর্থক
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। – এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নির্দিষ্টতা
খ. অনির্দিষ্টতা
গ. গুন
ঘ. সংখ্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ যে প্রত্যয় নির্দিষ্টতা বুঝায়, তাকে কি বলে ?
ক. সংখ্যা
খ. পদাশ্রিত নির্দেশক
গ. লিঙ্গ
ঘ. অনুসর্গ
উত্তরঃ খ

প্রশ্নঃ আমি আভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি – এই বাক্যে খানি পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নির্দিষ্ট অর্থে
খ. অনির্দিষ্ট অর্থে
গ. নিরর্থক অর্থে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ টা, টি, খানা ইত্যাদি-
ক. পদাশ্রিত নির্দেশক
খ. প্রকৃতি
গ. বিভক্তি
ঘ. উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ সারাটি সকাল তোমার আশায় বসে আছি – এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিরর্থকভাবে
খ. নির্দিষ্টতা
গ. সুনির্দিষ্ট
ঘ. অনির্দিষ্টতা
উত্তরঃ ক

প্রশ্নঃ নির্দিষ্টতা বুঝাতে সংখ্যাবাচক শব্দের সাথে কোনটি যুক্ত হয়?
ক. এক
খ. দুই
গ. টি
ঘ. টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কবিতার ক্ষেত্রে খানি প্রযুক্ত হলে কি বুঝায় ?
ক. অনির্দিষ্টার্থে
খ. সুনির্দিষ্টার্থে
গ. নিরর্থকতা
ঘ. নির্দিষ্টার্থে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এক যে ছিল রাজা’ এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. অনির্দিষ্টতা
খ. নির্দিষ্টতা
গ. নিরর্থকভাবে
ঘ. বিশেষ অর্থে নির্দিষ্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ করেছে, করেছো, করেছেন– বাংলা ক্রিয়ার এ তিনটি রূপ কেন ব্যবহৃত হয়?
ক. লিঙ্গভেদের কারণে
খ. মর্যাদাভেদের কারণে
গ. কারক বিভক্তির কারণে
ঘ. সমাসের কারণে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ক. ওরা কি করে?
খ. আপনি আসবেন
গ. আমরা যাচ্ছি
ঘ. তোরা খাসনে
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাকরণে পুরুষ কাকে বলে?
ক. বিশেষ্যর বিভিন্ন প্রকৃতিকে
খ. বিশেষ্য ও অব্যয়ের বিভিন্ন প্রকৃতিকে
গ. সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
ঘ. বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে-
ক. উত্তম পুরুষ
খ. নাম পুরুষ
গ. ক ও খ
ঘ. মধ্যম পুরুষ
উত্তরঃ ঘ

প্রত্যয়:

প্রশ্নঃ অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি ?
ক. সাপুড়ে
খ. লোনা
গ. লেজুড়ে
ঘ. মিঠাই
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় ?
ক. জন
অক
খ. রাঁধ
উনি
গ. কাঁদ
না
ঘ. ছাপা
খানা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ডিঙি
আ=ডিঙা-এখানে ‘আ’ প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সামান্যতা বোঝাতে
খ. অবজ্ঞার্থে
গ. বৃহদার্থে
ঘ. সাদৃশ্য অর্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ “সর্বাঙ্গীণ” শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-
ক. সর্বঙ্গ
ঈন
খ. সর্ব
আঙ্গীন
গ. সর্ব
ঙ্গীন
ঘ. সর্বাঙ্গ
ঈন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্রয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়?
ক. শ্রদ্ধা
খ. অবজ্ঞা
গ. সাদৃশ্য
ঘ. সামীপ্য
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!