প্রশ্নঃ ‘দরিদ্র’ এর বিশেষ্য পদ কোনটি ?
ক. অভাবগ্রস্থ
খ. দারিদ্রতা
গ. দারিদ্র
ঘ. দীনতা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?
ক. সে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে
খ. সে চট্টগ্রাম গিয়েছে
গ. সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
ঘ. সে খুব আরামের ঘুম ঘুমিয়েছে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশেষ্য, বিশেষণ এবং ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে বিভিন্ন ধাতুযোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বলা হয়?
ক. সমধাতুজ
খ. যৌগিক
গ. নামধাতু
ঘ. মিশ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গটিত হয়?
ক. মিশ্র ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. সমাপিকা ক্রিয়া
ঘ. অসমাপিকা ক্রিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ গঠনের দিক থেকে ন্যূনতম একক কোন ধাতু?
ক. বিদেশী ধাতু
খ. মৌলিক ধাতু
গ. সংস্কৃত ধাতু
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সমুচ্চয়ী’ অব্যয়ের অপর নাম কি?
ক. সম্বন্ধবাচক অব্যয়
খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুসর্গ অব্যয়
ঘ. অনুকার অব্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ভাববাচক বিশেষ্য?
ক. বিশ্বনবী
খ. ভোজন
গ. সৌন্দর্য
ঘ. জনতা
উত্তরঃ খ
প্রশ্নঃ তর ও তম প্রত্যয় দুটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
ক. তৎসম বিশেষণ
খ. বিশেষণের অতিশায়ন
গ. ক্রিয়াবাচক বিশেষণ
ঘ. ভাব বিশেষণ
উত্তরঃ খ
প্রশ্নঃ যে পদ দ্বারা কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিশেষিত হয়, তাকে বলা হয় –
ক. বস্তুবাচক বিশেষ্য
খ. জাতিবাচক বিশেষ্য
গ. সংজ্ঞাবাচক বিশেষ্য
ঘ. গুণবাচক বিশেষ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন শব্দটি বিশেষ্য?
ক. আধুনিক
খ. অরণ্য
গ. অধুনা
ঘ. বিশ্বস্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ বাক্যের অপরিহার্য পদ কোনটি?
ক. নামপদ
খ. ক্রিয়াপদ
গ. কর্মপদ
ঘ. কর্তৃপদ
উত্তরঃ খ
প্রশ্নঃ আপন ভালো সবাই চায় -এই বাক্যে ভালো কোন পদ ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. অব্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমরা বই পড়ি’ এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ ?
ক. সাপেক্ষ ভাব
খ. উপদেশাত্নক ভাব
গ. প্রশ্নজিজ্ঞাসা ভাব
ঘ. সাধারণ নির্দেশক ভাব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ক্রিয়ার ভাব বা ধরন কত প্রকার ?
ক. ৬ প্রকার
খ. ২ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ?
ক. সমাপিকা ক্রিয়া
খ. অসমাপিকা ক্রিয়া
গ. মিশ্রে ক্রিয়া
ঘ. যৌগিক ক্রিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি বর্তমান অনুজ্ঞার উদাহরণ ?
ক. আজ একবার এস
খ. চেষ্টা কর, সবই বুঝতে পারবে
গ. কাজটি করে ফেল
ঘ. রোগ হলে ওষুধ খাবে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি
খ. হিন্দি
গ. আরবি
ঘ. উর্দু
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মন’-এর বিশেষণ পদ কোনটি?
ক. মানসিক
খ. মানুষিক
গ. মনন
ঘ. মানস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দিন’-এর বিশেষণ পদ কোনটি?
ক. দিনমণি
খ. দৈনিক
গ. দেনা
ঘ. দিনু
উত্তরঃ খ
প্রশ্নঃ মরি! মরি! কি সুন্দুর প্রভাতের রূপ – বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয় ?
ক. সমন্বয়ী
খ. অনন্বয়ী
গ. পদান্বয়ী
ঘ. অনুকার
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বহুত’, ‘খুব’ প্রভৃতি কোন শ্রেণীর অব্যয় ?
ক. তৎসম অব্যয়
খ. তদ্ভব অব্যয়
গ. সংস্কৃত অব্যয়
ঘ. বিদেশী অব্যয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তুই কি কাজ করবি, না মার খাবি?- এই বাক্যের ‘কি’ অব্যয়ের ব্যবহার হয়েছে-
ক. প্রশ্ন জিজ্ঞাসা
খ. শাসন করায়
গ. বিরক্তি প্রকাশে
ঘ. ক্রোধ প্রকাশে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘মোগো’ আঞ্চলিক রূপের শিষ্ট গদ্যরূপ-
ক. আমাদিগের
খ. মোদের
গ. আমরা
ঘ. আমাদের
উত্তরঃ খ
প্রশ্নঃ ইচ্ছা বিশেষ্যের বিশেষণটি নির্দেশ করুন।
ক. ইচ্ছাময়
খ. ঐচ্ছিক
গ. ইচ্ছুক
ঘ. অনিচ্ছা
উত্তরঃ খ
প্রশ্নঃ গৌণ কর্ম সাধারণত মুখ্য কর্মের কোথায় বসে ?
ক. পরে
খ. পূর্বে
গ. মাঝে
ঘ. যে কোন স্থানে
উত্তরঃ খ
প্রশ্নঃ লোকটা কানে শুনে না – বাক্যটিতে ক্রিয়াপদের বৈশিষ্ট্য কি ?
ক. প্রযোজক ক্রিয়ার ব্যবহার
খ. সমধাতুক কর্মের ব্যবহার
গ. সকর্মক কর্মের ব্যবহার
ঘ. সকর্মক ক্রিয়া অকর্মক ব্যবহার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘লোকটা চোখে দেখে না’ -এ বাক্যটির ক্রিয়াপদের বৈশিষ্ট্য কি?
ক. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপে ব্যবহার
খ. সকর্মক ক্রিয়ার ব্যবহার
গ. প্রযোজকক্রিয়ার ব্যবহার
ঘ. নামধাতুর ব্যবহার
উত্তরঃ ক
প্রশ্নঃ ভূগোল শব্দটির বিশেষন পদ কোনটি?
ক. ভূগোলক
খ. ভৌগোলিক
গ. ভৌগলিক
ঘ. ভূগোলিক
উত্তরঃ খ
প্রশ্নঃ অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
ক. এক প্রকার
খ. দু’প্রকার
গ. তিন প্রকার
ঘ. চার প্রকার
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশেষ্য, বিশেষণ এবং ধ্বন্যাত্নক অব্যয়ের সাথে বিভিন্ন ধাতুযোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বলা হয় ?
ক. নাম ধাতু
খ. সমধাতুজ কর্ম
গ. যৌগিক
ঘ. মৌলিক
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)