বাংলা ব্যাকরণ-৩৬

প্রশ্নঃ সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ?
ক. স্বরধ্বনির ক্ষেত্রে
খ. ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে
গ. ব্যঞ্জনের ক্ষেত্রে
ঘ. কোনটিতেই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
ক. স্বরসঙ্গতি
খ. অপিনিহিতি
গ. মধ্যস্বরাগম
ঘ. মধ্যগত
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিতউচ্চারণরণ পরিস্ফুট?
ক. বাহান্ন
খ. বায়ান্ন
গ. বাউন্নো
ঘ. বাহান্নো
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?
ক. গ্লাস > গেলাস
খ. মারি > মাইর
গ. স্কুল > ইস্কুল
ঘ. রিকশা > রিশকা
উত্তরঃ গ

প্রশ্নঃ তৎ
হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?
ক. সম্প্রকর্ষ
খ. বিষমীভবন
গ. স্বরসঙ্গতি
ঘ. সমীভবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ?
ক. শব্দ পরিবর্তন
খ. ধ্বনি পরিবর্তন
গ. ধ্বনি রূপ পরিবর্তন
ঘ. পদ পরিবর্তন
উত্তরঃ খ

প্রশ্নঃ র-কারের বিলোপ ঘটেছে কোনটিতে ?
ক. করতে > কত্তে
খ. কাঁদনা > কান্না
গ. লাফ > ফাল
ঘ. লক্ষ্য > লইখ্যা
উত্তরঃ ক

প্রশ্নঃ ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?
ক. শব্দ পরিবর্তনে
খ. পদ পরিবর্তনে
গ. ধ্বনি পরিবর্তনে
ঘ. বাক্য পরিবর্তনে
উত্তরঃ গ

প্রশ্নঃ আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?
ক. অপিনিহিত
খ. সমীভবন
গ. বিপ্রকর্ষ
ঘ. বর্ণ বিপর্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কোন সময় উচ্চারণের সুবিধাত্রে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ?
ক. মধ্যস্বরাগম
খ. আদিস্বরাগম
গ. অন্তস্বরাগম
ঘ. অসমীভবন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
ক. কান্না > কাঁদনা
খ. তৎজন্য > তজ্জন্য
গ. সত্য > সচ্চ
ঘ. আজি > আজ
উত্তরঃ খ

প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ?
ক. পিসাচ > পিচাশ
খ. বাকস > বাসক
গ. লাবু > আলাবু
ঘ. তরোয়াল > তলোয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. স্বরভক্তি
খ. অপিনিহিতি
গ. স্বরসঙ্গতি
ঘ. বর্ণদ্বিত্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
ক. প্রাতিপদিক
খ. অভিশ্রুতি
গ. অপিনিহিতি
ঘ. ধ্বনি-বিপর্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ?
ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্লাশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?
ক. অপিনিহিতি
খ. আদি স্বরাগম
গ. মধ্য স্বরাগম
ঘ. অন্ত্য স্বরাগম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ?
ক. বিলাতি-বিলিতি
খ. স্বপ্ন-স্বপন
গ. ইস্কুল
ঘ. ছোট্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?
ক. বক্তার হাসিমুখে কথা বলা
খ. বক্তার মৃদু আওয়াজ
গ. বক্তার জিহ্বার জড়তা
ঘ. বক্তার কম কথা বলা
উত্তরঃ গ

প্রশ্নঃ তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. বর্ণদ্বিত্ব
খ. র-কারের লোপ
গ. স্বরলোপ
ঘ. অভিশ্রুতি
উত্তরঃ খ

প্রশ্নঃ উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’ কে কি ধ্বনি বলে ?
ক. বিবৃতি স্বরধ্বনি
খ. সস্মুখ স্বরধ্বনি
গ. স্বরধ্বনি
ঘ. পশ্চাৎ স্বরধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ?
ক. ধ্বনিলোপ
খ. ধ্বনির আকার
গ. ধ্বনির বিস্তার
ঘ. শব্দের প্রসারতা
উত্তরঃ ক

প্রশ্নঃ করিয়া > কইর‌্যা > করে- কিসের উদাহরণ?
ক. অভিশ্রুতির
খ. স্বরাগমের
গ. অপিনিহিতির
ঘ. অন্ত্য স্বরাগমের
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মগজ’ শব্দের উচ্চারণ-
ক. মোগজ
খ. মগোজ
গ. মগজ
ঘ. মোগোজ
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ?
ক. Vowel harmony
খ. Umlaut
গ. Vowel apenthesis
ঘ. Vowel sequence
উত্তরঃ ক

প্রশ্নঃ মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
ক. অভিশ্রুতি
খ. বিষমীভবন
গ. সমীভবন
ঘ. ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকরে সাধারণউচ্চারণরণের সময় তার পূর্বে একটি স্বরের আগমন ঘটলে তাকে কি বলা হয়?
ক. স্বরভক্তি
খ. স্বরাগম
গ. সমীভবন
ঘ. সবকয়টি
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ক. অপগত
খ. পরাগত
গ. সমীভবন
ঘ. অসমীভবন
ঙ.বিষমীভবন
উত্তরঃ ঙ

প্রশ্নঃ কোনটি স্বরসঙ্গতি ?
ক. লিখক > লেখক
খ. কর্ম > করম
গ. লেপ > নেপ
ঘ. আশু > আউশ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?
ক. পিশাচ > পিচাশ
খ. বিলাতি > বিলিতি
গ. মোজা > মুজো
ঘ. কাঁদনা > কান্না
উত্তরঃ ক

প্রশ্নঃ দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
ক. সমীভবন
খ. অসমীকরণ
গ. মধ্যস্বর লোপ
ঘ. পরাগত সমীভবন
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!