প্রশ্নঃ সমীভবন হয় মূলত কোন ক্ষেত্রে ?
ক. স্বরধ্বনির ক্ষেত্রে
খ. ব্যঞ্জন ও স্বরের ক্ষেত্রে
গ. ব্যঞ্জনের ক্ষেত্রে
ঘ. কোনটিতেই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ মারি > মাইর উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
ক. স্বরসঙ্গতি
খ. অপিনিহিতি
গ. মধ্যস্বরাগম
ঘ. মধ্যগত
উত্তরঃ খ
প্রশ্নঃ ৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিতউচ্চারণরণ পরিস্ফুট?
ক. বাহান্ন
খ. বায়ান্ন
গ. বাউন্নো
ঘ. বাহান্নো
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ ?
ক. গ্লাস > গেলাস
খ. মারি > মাইর
গ. স্কুল > ইস্কুল
ঘ. রিকশা > রিশকা
উত্তরঃ গ
প্রশ্নঃ তৎ
হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?
ক. সম্প্রকর্ষ
খ. বিষমীভবন
গ. স্বরসঙ্গতি
ঘ. সমীভবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সময়ের পরিক্রমায় ধ্বনি পরিবর্তন হওয়াকে বলা হয় ?
ক. শব্দ পরিবর্তন
খ. ধ্বনি পরিবর্তন
গ. ধ্বনি রূপ পরিবর্তন
ঘ. পদ পরিবর্তন
উত্তরঃ খ
প্রশ্নঃ র-কারের বিলোপ ঘটেছে কোনটিতে ?
ক. করতে > কত্তে
খ. কাঁদনা > কান্না
গ. লাফ > ফাল
ঘ. লক্ষ্য > লইখ্যা
উত্তরঃ ক
প্রশ্নঃ ভৌগোলিক অবস্থান মাঝে মাঝে কোনটিতে প্রভাব বিস্তার করে ?
ক. শব্দ পরিবর্তনে
খ. পদ পরিবর্তনে
গ. ধ্বনি পরিবর্তনে
ঘ. বাক্য পরিবর্তনে
উত্তরঃ গ
প্রশ্নঃ আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?
ক. অপিনিহিত
খ. সমীভবন
গ. বিপ্রকর্ষ
ঘ. বর্ণ বিপর্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন কোন সময় উচ্চারণের সুবিধাত্রে শব্দান্তে স্বরধ্বনি, তাকে কি বলে ?
ক. মধ্যস্বরাগম
খ. আদিস্বরাগম
গ. অন্তস্বরাগম
ঘ. অসমীভবন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি পরাগত সমীভবনের উদাহরণ?
ক. কান্না > কাঁদনা
খ. তৎজন্য > তজ্জন্য
গ. সত্য > সচ্চ
ঘ. আজি > আজ
উত্তরঃ খ
প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহারণ কোনটি ?
ক. পিসাচ > পিচাশ
খ. বাকস > বাসক
গ. লাবু > আলাবু
ঘ. তরোয়াল > তলোয়ার
উত্তরঃ খ
প্রশ্নঃ শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. স্বরভক্তি
খ. অপিনিহিতি
গ. স্বরসঙ্গতি
ঘ. বর্ণদ্বিত্ব
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
ক. প্রাতিপদিক
খ. অভিশ্রুতি
গ. অপিনিহিতি
ঘ. ধ্বনি-বিপর্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগমের উদাহারণ?
ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্লাশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস এগুলো কিসের উদাহরণ?
ক. অপিনিহিতি
খ. আদি স্বরাগম
গ. মধ্য স্বরাগম
ঘ. অন্ত্য স্বরাগম
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ ?
ক. বিলাতি-বিলিতি
খ. স্বপ্ন-স্বপন
গ. ইস্কুল
ঘ. ছোট্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তনের সাথে সম্পৃক্ত ?
ক. বক্তার হাসিমুখে কথা বলা
খ. বক্তার মৃদু আওয়াজ
গ. বক্তার জিহ্বার জড়তা
ঘ. বক্তার কম কথা বলা
উত্তরঃ গ
প্রশ্নঃ তর্ক > তক্ক কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. বর্ণদ্বিত্ব
খ. র-কারের লোপ
গ. স্বরলোপ
ঘ. অভিশ্রুতি
উত্তরঃ খ
প্রশ্নঃ উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’ কে কি ধ্বনি বলে ?
ক. বিবৃতি স্বরধ্বনি
খ. সস্মুখ স্বরধ্বনি
গ. স্বরধ্বনি
ঘ. পশ্চাৎ স্বরধ্বনি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে গণ্য ?
ক. ধ্বনিলোপ
খ. ধ্বনির আকার
গ. ধ্বনির বিস্তার
ঘ. শব্দের প্রসারতা
উত্তরঃ ক
প্রশ্নঃ করিয়া > কইর্যা > করে- কিসের উদাহরণ?
ক. অভিশ্রুতির
খ. স্বরাগমের
গ. অপিনিহিতির
ঘ. অন্ত্য স্বরাগমের
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মগজ’ শব্দের উচ্চারণ-
ক. মোগজ
খ. মগোজ
গ. মগজ
ঘ. মোগোজ
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে ?
ক. Vowel harmony
খ. Umlaut
গ. Vowel apenthesis
ঘ. Vowel sequence
উত্তরঃ ক
প্রশ্নঃ মাছুয়া > মেছো উদাহরণটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?
ক. অভিশ্রুতি
খ. বিষমীভবন
গ. সমীভবন
ঘ. ধ্বনি বিপর্যয়
উত্তরঃ ক
প্রশ্নঃ শব্দের আদিতে যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকরে সাধারণউচ্চারণরণের সময় তার পূর্বে একটি স্বরের আগমন ঘটলে তাকে কি বলা হয়?
ক. স্বরভক্তি
খ. স্বরাগম
গ. সমীভবন
ঘ. সবকয়টি
উত্তরঃ খ
প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ক. অপগত
খ. পরাগত
গ. সমীভবন
ঘ. অসমীভবন
ঙ.বিষমীভবন
উত্তরঃ ঙ
প্রশ্নঃ কোনটি স্বরসঙ্গতি ?
ক. লিখক > লেখক
খ. কর্ম > করম
গ. লেপ > নেপ
ঘ. আশু > আউশ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ?
ক. পিশাচ > পিচাশ
খ. বিলাতি > বিলিতি
গ. মোজা > মুজো
ঘ. কাঁদনা > কান্না
উত্তরঃ ক
প্রশ্নঃ দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
ক. সমীভবন
খ. অসমীকরণ
গ. মধ্যস্বর লোপ
ঘ. পরাগত সমীভবন
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)