বাংলা ব্যাকরণ-৩৭

প্রশ্নঃ নব্য ব্যাকরণবিদদের বড় অবদান মূলত –
ক. ধ্বনি ও পদের রূপ পরিবর্তন
খ. ধ্বনি পরিবর্তন আলোচনায়
গ. বাক্যের আলোচনায়
ঘ. পদের আলোচনায়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অন্তস্বরাগমের উদাহারণ ?
ক. সাউট
খ. আস্পর্ধা
গ. স্বপন
ঘ. বেঞ্চি
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত
ক. ফাল্গুন > ফাগুন
খ. বউদিদি > বউদি
গ. ধরিতে > ধরতে
ঘ. ধোবা > ধোপা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ স্পর্ধা > আস্পর্ধা কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. স্বরাগম
খ. স্বরসঙ্গতি
গ. র- কারের লোপ
ঘ. অভিশ্রুতি
উত্তরঃ ক

প্রশ্নঃ লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?
ক. বিষমীভবন
খ. ধ্বনি বিপর্যয়
গ. ধ্বনিলোপ
ঘ. ব্যঞ্জনাগম
উত্তরঃ খ

প্রশ্নঃ ফলাহার>ফলার হয়েছে, তাকে বলে–
ক. অন্তর্হতি
খ. ব্যঞ্জনচ্যুতি
গ. ব্যঞ্জন চ্যুতি
ঘ. বিষমীভবন
উত্তরঃ ক

প্রশ্নঃ সমীভবনের উদাহরণ কোনটি?
ক. কান্না > কাঁদনা
খ. রান্না > বান্না
গ. চুলো > চুলা
ঘ. জন্ম > জন্ম
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ?
ক. পরাগত
খ. অন্যোন্য
গ. স্বরলোপ
ঘ. প্রগত
ঙ.স্বরসঙ্গতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহরন কোনটি ?
ক. আজি-> আইজ
খ. পিশাচ-> পিচাশ
গ. পাকা-> পাক্কা
ঘ. স্কুল-> ইস্কুল
উত্তরঃ খ

প্রশ্নঃ শব্দ মধ্যস্থিত দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তার সমতা লাভ করে, একে কি বলা হয় ?
ক. সমীভবন
খ. অসমীভবন
গ. মধ্যস্বরলোপ
ঘ. অপিনিহিতি
উত্তরঃ ক

প্রশ্নঃ যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
ক. অভিকর্ষ
খ. বিপ্রকর্ষ
গ. স্বরাগম
ঘ. অভিশ্রুতি
উত্তরঃ খ

প্রশ্নঃ ধ্বনি পরিবর্তনে মূলত কয়টি সূত্র বিশেষভাবে মান্য ?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক

প্রশ্নঃ যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে ?
ক. অপিনিহিতি
খ. সমীভবন
গ. বিসমীভবন
ঘ. অন্যোন্য সমীভবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি সমীভবনের উদাহরণ ?
ক. পক্কা > পকক
খ. শরীর > শরীল
গ. পাকা > পাক্কা
ঘ. কাঁদনা > কান্না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. স্বরাগম
ঘ. স্বরলোপ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনগুলো চলিত বাংলায় স্বরসঙ্গতি ?
ক. বসতি > বসতি
খ. বিলাতি > বিলিতি
গ. গিলা > গেলা, মিঠা > মিঠে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি প্রগত স্বরসঙ্গতি ?
ক. মূলা > মুলো
খ. মোজা > মুজো
গ. দেশি > দিশি
ঘ. বিলাতি > বিলিতি
উত্তরঃ ক

প্রশ্নঃ অপিনিহিতি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে সে অনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে ?
ক. সমীভবন
খ. অসমীভবন
গ. অভিশ্রুতি
ঘ. ধ্বনি বিপর্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ?
ক. সম্প্রকর্ষ
খ. পরাগত
গ. স্বরসঙ্গতি
ঘ. অসমীকরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ?
ক. পরাগত
খ. স্বরসঙ্গতি
গ. সমীভবন
ঘ. অসমীভবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি অভিশ্রুতি?
ক. অলাবু > লাউ
খ. ধপ ধপ > ধপাধপ
গ. আসিয়া > আইসা > এসে
ঘ. বড় দাদা > বড়দা
উত্তরঃ গ

প্রশ্নঃ ড় ও ঢ় ধ্বনিকে কি বাল হয় ?
ক. অঘোষধ্বনি
খ. কল্পনাজাত ধ্বনি
গ. তাড়নজাত ধ্বনি
ঘ. শিশধবনি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনগুলো আদি স্বরাগম?
ক. স্নেহ > সিনেহ, দর্শন > দরিশন
খ. রত্ন > রতন, ধর্ম > ধরম
গ. স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল
ঘ. গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
উত্তরঃ গ

প্রশ্নঃ হুক্কা > হুকো কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. স্বরভক্তি
খ. অভিশ্রুতি
গ. স্বরসঙ্গতি
ঘ. বর্ণদ্বিত্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ বলিব > বইলব > বলব -কোন ধরনের ধ্বনির পরিবর্তন ?
ক. অসমীকরণ
খ. অভিশ্রুতি
গ. অপিনিহিতি
ঘ. স্বরভক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?
ক. ব্যঞ্জন বিকৃতি
খ. ধ্বনি বিপর্যয়
গ. অপিনিহিতি
ঘ. বিপ্রকর্ষ
উত্তরঃ খ

প্রশ্নঃ সমীভবনের সঙ্গে মিল রয়েছে ?
ক. স্বরভক্তির
খ. সমীকরণের
গ. স্বরসঙ্গতির
ঘ. অসমীকরণের
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
ক. সমীভবন
খ. সম্প্রকর্ষ
গ. স্বরাগম
ঘ. সবকয়টি
উত্তরঃ খ

প্রশ্নঃ রিকশা > রিশকা, বাসক এগুলো কিসের উদাহারণ ?
ক. ব্যঞ্জন বিকৃতি
খ. ব্যঞ্জনচ্যুতি
গ. ধ্বনি বিপর্যয়
ঘ. বিসমীভবন
উত্তরঃ গ

প্রশ্নঃ যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে কি বলে?
ক. বিষমীভবন
খ. সমীভবন
গ. প্রগত সমীভবন
ঘ. অন্যোন্য সমীভবন
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!