প্রশ্নঃ খাঁটি বাংলা ভাষায় নিচের কোনটির ব্যবহার নেই ?
ক. ন, স
খ. ণ, ষ
গ. ঙ, ঞ
ঘ. ঋ, র
উত্তরঃ খ
প্রশ্নঃ তদ্ভব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
ক. লিঙ্গান্তর
খ. বিশেষণ
গ. ণ-ত্ব বিধান
ঘ. সবকটি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন শব্দে মূর্ধন্য- ‘ষ’ হবে?
ক. মাস্টার
খ. হেডমাস্টার
গ. পরিষ্কার
ঘ. পুরস্কার
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয় ?
ক. ক, খ, গ
খ. য, র, ল, ব
গ. শ, ষ, স
ঘ. ঋ, র, ষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় ?
ক. ন
খ. ন্য
গ. ণ
ঘ. ন্ন
উত্তরঃ গ
প্রশ্নঃ প্র, পরা উপসর্গ নিয়ে যে বিধান হয় তার নাম কি?
ক. সমাস
খ. সন্ধি
গ. উপসর্গ
ঘ. ণ-ত্ব বিধান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ণ-ত্ব ও ষ-ত্ব বিধির প্রাচীন পরিভাষা কি?
ক. নম
খ. নিত্য
গ. নতি
ঘ. ণ-ত্ব ও ষ-ত্ব জ্ঞান
উত্তরঃ গ
প্রশ্নঃ কোথায় ষ হয় না ?
ক. তৎসম শব্দে
খ. তদ্ভব শব্দে
গ. অর্ধতৎসম শব্দে
ঘ. খাঁটি বাংলা শব্দে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কৃষ্ণ’ ও ‘বিষ্ণু’ এ দুটি শব্দে নিচের কোনটি ব্যবহৃত হয়েছে ?
ক. ণ
খ. ন
গ. ন্ন
ঘ. ণ্ন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য ষ হয় ?
ক. ই, উ
খ. ক, প
গ. ঋ, র
ঘ. ন, ন
উত্তরঃ গ
প্রশ্নঃ ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে কি হয় ?
ক. স
খ. ষ
গ. উ
ঘ. ই
উত্তরঃ খ
প্রশ্নঃ ত -বর্গীয় ধ্বনির সাথে কোনটি যুক্ত হয় ?
ক. ণ
খ. ষ
গ. স
ঘ. ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তৎসম শব্দে ঋ, র এর পরে কোনটি বসবে ?
ক. স
খ. ন
গ. ষ
ঘ. য়
উত্তরঃ গ
প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে কি যুক্ত হয় না?
ক. স
খ. ষ
গ. ণ
ঘ. ন
উত্তরঃ খ
দ্বিরুক্ত শব্দ:
প্রশ্নঃ বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কি বলা হয় ?
ক. ধনাত্নক দ্বিরুক্তি
খ. পদাত্নক দ্বিরুক্তি
গ. ঋণাত্নক দ্বিরুক্তি
ঘ. বিশেষণের দ্বিরুক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি ভিন্নার্থক শব্দযোগে কোনটি ?
ক. তালা চাবি
খ. শীত শীত
গ. হেসে হেসে
ঘ. মারা মারি
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্ত হয়েছে ?
ক. ছি ছি তুমি কি করেছ ?
খ. গরম গরম জিলাপী
গ. ধীরে ধীরে যায়
ঘ. উড়ু উড়ু ভাব
উত্তরঃ ক
প্রশ্নঃ কৃষক হলেও তার আছে (রাশি রাশি) ধন – বাক্যে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. সামান্য
খ. গভীরতা
গ. আধিক্য
ঘ. তীব্রতা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা ভাষায় নিচের কোন শব্দের দ্বিরুক্তি হয় ?
ক. যে কোনো শব্দের
খ. বহুবচন শব্দের
গ. একবচন শব্দের
ঘ. সমষ্টিবাচক শব্দের
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মাথা-মুণ্ডু’ কোন ধরনের শব্দ?
ক. ধ্বন্যাত্মক শব্দ
খ. মিশ্রশব্দ
গ. জটিল শব্দ
ঘ. যুগ্মশব্দ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘চিকচিক’ করে বালি কোথা নাহি কাদা – বাক্যের ধ্বন্যাত্নক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশক করছে ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. ক্রিয়া – বিশেষণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ধ্বনির ব্যঞ্জনা বোঝাতে দ্বিরুক্তির উদাহরণ কোনটি ?
ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খ. ও দাদা দাদা বলে কাঁদছে
গ. বাতি জ্বলে মিটির মিটির
ঘ. ভয়ে গা ছম ছম করছে
উত্তরঃ ক
প্রশ্নঃ একই বিভক্তি প্রয়োগে দ্বিরুক্তি কোনটি?
ক. ঘরে-ঘরে
খ. বড়-বড়
গ. ছোট-বড়
ঘ. দিন-দিন
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবতৃণ গটে দ্বিরুক্তি শব্দ হয়েছে কোনটি?
ক. ধনী গরীবের ব্যবধান চিরদিনই থাকবে
খ. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
গ. মনে মনে আমিও এ কথাই ভেবেছি
ঘ. চোরে চোরে মাসতুতো ভাই
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন বাক্যের দ্বিরুক্তি পৌনঃপুনিকতা বোঝাচ্ছে ?
ক. ভয়ে গা ছম ছম করছে
খ. আমি জ্বর জ্বর বোধ করছি
গ. ধীরে ধীরে যায়
ঘ. ডেকে ডেকে হয়রান হয়েছে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ছেলেটি মা মা বলে কাঁদছে। এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. তীব্রতা
খ. গভীরতা
গ. আধিক্য
ঘ. আগ্রহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন বাক্যে বিশেষ্য পদের দ্বিরুক্ত হয়েছে ?
ক. সে হেসে হেসে কথা বলে
খ. তাকে চোর চোর মনে হয় ?
গ. কাকে কাকে তুমি সন্দেহ কর
ঘ. ঝিরঝির বাতাসে
উত্তরঃ খ
প্রশ্নঃ সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে ?
ক. ভাল – মন্দ
খ. তোড় – জোড়
গ. ধন – দৌলত
ঘ. আমীর – ফকির
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্রিয়া বিশেষণ বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি ?
ক. দেখতে দেখতে বৃষ্টি এল
খ. ধীরে ধীরে যাও
গ. কালো কালো মেঘ জমেছে
ঘ. বেশ কবি কবি ভাব
উত্তরঃ খ
প্রশ্নঃ একই শব্দ অবিকৃত রেখে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক. ভাল-ভাল ফল
খ. ফিট-ফাট বাবু
গ. বলা-কওয়া নেই
ঘ. খোঁজ-খবর নেই
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)