বাংলা ব্যাকরণ-২৫

প্রশ্নঃ নিচের কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তির উদাহরণ ?
ক. গরম গরম
খ. মিটির মিটির
গ. চোর চোর
ঘ. ঢং ঢং
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভয়ে তার গা ছম ছম করছে।’ এখানে ‘ছম ছম’ এখানে ‘ছম ছম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ভাবের গভীরতা
খ. অনুভূতি
গ. তীব্রতা
ঘ. সল্পকাল স্থায়ী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মানুষের ধ্বনি অনুকার, জীব-জন্তুর ধ্বনি অনুকার, বস্তুর ধ্বনি অনুকার এবং অনুভুতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোন দ্বিরুক্তি অন্তর্গত ?
ক. পদাত্নক দ্বিরুক্তি
খ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
গ. মানুষের হাসার ধ্বনি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ডেকে ডেকে হয়রান হয়েছি’— এখানে ‘ডেকে ‘ডেকে’ দ্বিরুক্তিটি কোন অর্থে?
ক. স্বল্পকাল স্থায়ী
খ. দীর্ঘকাল স্থায়ী
গ. অস্থিরতা
ঘ. পৌনঃপুনিকতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির কিরূপ পরিবর্তন হয় ?
ক. সম্পূর্ণ
খ. অর্ধেক
গ. আংশিক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ যুগ্মরীতিতে দ্বিরুক্তি গঠন কয়টি নিয়ম রয়েছে ?
ক. ৮টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৩টি
উত্তরঃ খ

প্রশ্নঃ লোকটা হাড়ে হাড়ে শয়তান -বাক্যের দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশক ?
ক. সতর্কতা
খ. আধিক্য
গ. বিস্তার
ঘ. সংকীর্ণতা
উত্তরঃ খ

প্রশ্নঃ সে (হাড়ে হাড়ে) বদমায়েশ – এখানে হাড়ে হাড়ে দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. তীব্রতা
খ. আধিক্য
গ. প্রগাঢ়তা
ঘ. সামান্য
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি যুগ্ম দ্বিরুক্তি শব্দের উদাহরণ?
ক. মিটমিট
খ. ঘরে ঘরে
গ. হাতাহাতি
ঘ. সরাসরি
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ?
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন শব্দগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ক. বিন্দু-বিন্দু, ফোঁটা-ফোঁটা, বছর-বছর
খ. ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল
গ. ভাত-টাত, রস-কষ, হিজি-বিজি, লেন-দেন
ঘ. কাঁচু-মাচু, আই-টাই, নট-খট, উস্-খুস্
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ছি!ছি! তুমি এত খারাপ?’ এখানে “ছি! ছি!” কি অর্থ প্রকাশ করেছে?
ক. পৌনঃপুনিকতা
খ. ভাবের গভীরতা
গ. অনুভূতি ভাব
ঘ. তীব্রতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ছেলেটি দাদা দাদা বলে অস্থির হয়ে গেল। ‘ ‘দাদা দাদা’ কি অর্থ প্রকাশ করেছে ?
ক. আধিক্য
খ. ধারাবাহিকতা
গ. উপহাস
ঘ. পুনরাবৃত্তি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লোকটি হাড়ে হাড়ে বদমায়েশ।’ এখানে ‘হাড়ে হাড়ে’ দ্বিরুক্ত শব্দটি কি অর্থ প্রকাশ করছে?
ক. আধিক্য
খ. ভাবে রপ্রগাঢ়তা
গ. কালের বিস্তার
ঘ. সতর্কতা
উত্তরঃ ক

প্রশ্নঃ তীব্রতা বুঝাতে কোন বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ হয়েছে ?
ক. এদিকে রোগী তো যায় যায় অবস্থা
খ. বার বার কামান গর্জে উঠল
গ. আমি জ্বর জ্বর বোধ করছি
ঘ. সে গরম গরম জিলাপী খাচ্ছে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
ক. ধনী-গরিব
খ. টাকা-পয়সা
গ. লেন-দেন
ঘ. দেনা-পাওনা
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন প্রত্যয় যোগে বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় ?
ক. আনী
খ. অ
গ. আরী
ঘ. আই
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি শূন্যতাজ্ঞাপক শব্দ ?
ক. ঠন ঠন
খ. টন টন
গ. বিড় বিড়
ঘ. বা বা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি দ্বিরুক্ত শব্দ?
ক. মান্য
খ. স্মরণ
গ. শন শন
ঘ. স্বতন্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে কি বলে ?
ক. পদাত্নক দ্বিরুক্তি
খ. যুগ্ম দ্বিরুক্তি
গ. শব্দের দ্বিরুক্তি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ পড় পড় – কোন ধ্বনির অনুকার ?
ক. শব্দ দ্বিরুক্তি
খ. পদ দ্বিরুক্তি
গ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শিশুটি মা মা বলে কাঁদছে।’ -এখানে ‘মা মা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. স্বল্পকাল স্থায়ী
খ. আগ্রহ
গ. আধিক্য
ঘ. তীব্রতা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’ এখানে ‘থেকে থেকে’ কো্ন অর্থ প্রকাশ করেছে?
ক. কালের বিস্তার
খ. ভাবের প্রগাঢ়তা
গ. শালীনতা
ঘ. সাধারণ বর্ণনা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক ?
ক. মিউ মিউ
খ. ঝম ঝম
গ. শন শন
ঘ. কে কে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিভক্তিযুক্ত শব্দ দুবার উক্ত হলে তাকে কি বলা হয় ?
ক. শব্দ দ্বিরুক্তি
খ. অনুকার দ্বিরুক্তি
গ. পদের দ্বিরুক্তি
ঘ. ধ্বন্যাত্নক দ্বিরুক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ তার আছে রাশি রাশি ধন। -এখানে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. সামান্য
খ. আধিক্য
গ. পরিমাণমত
ঘ. প্রয়োজনের কম
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটির দ্বিরুক্ত শব্দ পারস্পরিকতা অর্থ বুঝাচ্ছে?
ক. ঝাঁকে-ঝাঁকে পাখি উড়ে গেল
খ. ভালয়-ভালয় বিয়েটা হয়ে গেলে বাঁচি
গ. তোমার খাই-খাই ভাব আর গের না
ঘ. দূরে-দূরে এক ঝাঁক বক খাবার খাচ্ছে
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি ?
ক. জ্বর জ্বর লাগছে
খ. চোরে চোরে ঝগড়া
গ. লাল লাল গোলাপ
ঘ. কাকে কাকে ডাকব
উত্তরঃ গ

প্রশ্নঃ ডালভাত কোন অর্থের শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে ?
ক. সমার্থক
খ. মিলনার্থক
গ. বিপরীতার্থক
ঘ. ভিন্নার্থক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এক শব্দ দুবার ব্যবহৃত হয়ে অর্থের সম্প্রসারণ ও বিশেষ গুরুত্ব প্রকাশ করলে তাকে কি বলে ?
ক. শব্দ
খ. পদ
গ. দ্বিরুক্ত শব্দ
ঘ. বাক্য
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!