বাংলা ব্যাকরণ-২৩

প্রশ্নঃ কোন বর্গের ধ্বনির আগের ন, ণ হয় ?
ক. ক-বর্গীয়
খ. চ-বর্গীয়
গ. ট-বর্গীয়
ঘ. ত-বর্গীয়
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বানানটি ঠিক?
ক. অনুষঙ্গ
খ. আবিস্কার
গ. বিষন্ন
ঘ. স্টেশন
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে যুক্ত হয় –
ক. ষ
খ. শ
গ. ণ
ঘ. স
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. ত-বর্গ সংযুক্ত ‘ন’ ‘ণ’ হয়
খ. বিদেশী শব্দে ‘ন’ ‘ণ’ হয়
গ. ঋ-কারের পর তৎসম শব্দে ‘স’ ‘ষ’ হয়
ঘ. খাঁটি বাংলা শব্দে ‘স’ ‘ষ’ হয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ঋ -কার ও র এর পরে কোনটি হয় ?
ক. শ
খ. স
গ. ণ
ঘ. ন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?
ক. পণ
খ. চিক্কণ
গ. দুর্ণাম
ঘ. গ্রন্থ
উত্তরঃ গ

প্রশ্নঃ কখণ ‘ণ’ হয় না ?
ক. ক -বর্গের আগে
খ. ট -বর্গের আগে
গ. ত -বর্গের আগে
ঘ. চ -বর্গের আগে
উত্তরঃ গ

প্রশ্নঃ অভিষেক এবং সুষুপ্ত ষ -ত্ব বিধানের কোন নিয়মে পড়েছে ?
ক. স্বভাবতই ষ হয়েছে
খ. স্বরবর্ণের পরে ষ হয়েছে
গ. ই- কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক-এর পর ষ- এর প্রয়োগ হলে তা কি হয়?
ক. স হয়
খ. অবিকৃত থাকে
গ. বিকৃত হয়
ঘ. ম হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই –
ক. ণ হয়
খ. ন হয়
গ. মাঝে মাঝে ণ হয়
ঘ. ণ ও ন উভয়ই হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ তদ্ভব শব্দে সর্বদা নিচের কোনটি ব্যবহৃত হয় ?
ক. ণ
খ. ন
গ. ন্ন
ঘ. ন্য
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন শব্দে ণ ব্যবহার হয় ?
ক. খাঁটি বাংলা
খ. বিদেশী
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ গ

প্রশ্নঃ অভিষেক ও সুযুপ্ত শব্দদ্বয় ষ-ত্ব বিধানের কোন বিধান অনুযায়ী সাধিত হয়েছে?
ক. স্বভাবতই ষ হয়েছে
খ. ব্যঞ্জনবর্ণের পরে ষ স্থান করে নিয়েছে
গ. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ষ হয়েছে
ঘ. বাংলা ক্রিয়াপদ অনুযায়ী ষ ব্যবহৃত হয়েছে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য ?
ক. তদ্ভব
খ. তৎসম
গ. দেশী
ঘ. বিদেশী
উত্তরঃ খ

প্রশ্নঃ অ,আ, ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পর ষ এর প্রয়োগ হলে, তা কি হয় ?
ক. স হয়
খ. অবিকৃত থাকে
গ. বিকৃত হয়
ঘ. শ হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বনানটি শুদ্ধ ?
ক. কৃপণ
খ. হরিন
গ. ইরালা
ঘ. লক্ষন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. শুণ্য
খ. পুণ্য
গ. গূণ্য
ঘ. মাণ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি সঠিক?
ক. ঝর্না
খ. করুনা
গ. প্রমান
ঘ. করেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে বিধানে তৎসম শব্দে ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলে ?
ক. ণ-ত্ব বিধান
খ. ষ-ত্ব বিধান
গ. র-ত্ব বিধান
ঘ. মর্ধূনীভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ণ -ত্ব ও ষ -ত্ব বিধানের নিয়ম সঠিক প্রয়োগ না হলে কি ঘটে ?
ক. অর্থের পার্থক্য ঘটে না
খ. অর্থের পার্থক্য ঘটে
গ. অর্থের রূপ পরিবর্তিত হয়
ঘ. বর্ণের রূপ পরিবর্তিত হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
ক. মূর্ধন্য
খ. মূর্ধণ
গ. মুর্ধন্য
ঘ. মুর্ধণ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দটির বেলায় স্বভাবতই ণ হয় ?
ক. রামায়ণ
খ. দন্ত
গ. লাবণ্য, কণিকা
ঘ. বর্ণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. তৃহায়ন
খ. তৃহায়ণ
গ. ত্রিহায়ন
ঘ. ত্রিহায়ণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. পাষাণ
খ. পাষান
গ. পাসান
ঘ. পাশান
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ নয় ?
ক. ফণী
খ. বেণী
গ. বাণী
ঘ. কল্যান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি ণ-ত্ব বিধানের উদাহরণ নয়?
ক. পূর্বাহ্ন
খ. বণ্টন
গ. পরায়ণ
ঘ. প্রনষ্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খাঁটি বাংলা শব্দে ষ হয় না।এর উদাহরণ কোনটি ?
ক. অগ্নিসাৎ, ধুলিসাৎ
খ. কষ্ট, কাষ্ট
গ. করিস, বাস
ঘ. পোশাক, জিনিস
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. ফনী
খ. কলুশ
গ. বানি
ঘ. প্রণাশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. ধূলিষাৎ
খ. ভূমিষাৎ
গ. ভবিষ্যৎ
ঘ. অভিলাস
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দের ণ এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ?
ক. তৎসম
খ. দেশী
গ. বিদেশী
ঘ. তদ্ভব
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!