বাংলা ব্যাকরণ-২২

প্রশ্নঃ কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয় না?
ক. তৎসম
খ. বিদেশী
গ. সংস্কৃত
ঘ. তদ্ভব
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?
ক. চানক্ক
খ. চাণক্ক
গ. চানক্য
ঘ. চাণক্য
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ণত্ব-বিধান কি?
ক. দেশী শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
খ. বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান
গ. তৎসম শব্দের রীতি
ঘ. বেদ নির্দেশিত রীতি
উত্তরঃ গ

প্রশ্নঃ ষ-ত্ব বিধান অনুযায়ী নিচের কোন বানানটি ভুল?
ক. অভিসেক
খ. ঊষা
গ. মনীষা
ঘ. আষাঢ়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না ?
ক. সন্ধিযুক্ত শব্দে
খ. প্রত্যয়যুক্ত শব্দে
গ. বিদেশী শব্দে
ঘ. অব্যয়যুক্ত শব্দে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পাষাণ’ শব্দটিতে ষ হয়েছে কোন রীতিতে ?
ক. স্বাভাবিক নিয়মে
খ. ষ-ত্ব বিধান
গ. ণ-ত্ব বিধান
ঘ. প -বর্গের পর ষ হয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ‘ষ’-এর প্রয়োগ হয় না?
ক. অ, আ
খ. ই, ঈ
গ. উ, ঊ
ঘ. এ, ঐ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. আষার
খ. আষাঢ়
গ. আশাঢ়
ঘ. আষাড়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?
ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
ক. কষ্ট
খ. উপনিষৎ
গ. কল্যাণীয়েষু
ঘ. আষাঢ়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?
ক. দুর্নীতি
খ. দুর্ণাম
গ. গননা
ঘ. আপোশ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জাতীয় শব্দে ষ এর ব্যবহার হয় না ?
ক. তৎসম
খ. অর্ধতৎসম
গ. বিদেশী
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কি হয়?
ক. ণ
খ. ন
গ. ন্ন
ঘ. ণ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি সঠিক ?
ক. পরিণাম
খ. প্রনয়
গ. প্রনাম
ঘ. প্রবন
উত্তরঃ ক

প্রশ্নঃ ষ -ত্ব বিধানের স্বাভাবিকভাবে ষ হয়েছে কোন শব্দে ?
ক. মানুষ
খ. বর্ষা
গ. নষ্ট
ঘ. বিষয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দে স্বভাবতই ষ হয় ?
ক. বাম
খ. আষাঢ়
গ. সুমনা
ঘ. ষষ্ঠী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দুটি স্বরবর্ণের পরে ‘ষ’ এর প্রয়োগ হয় না ?
ক. অ, আ
খ. ঐ, উ
গ. ই, প
ঘ. এ, ঐ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বানানটি সঠিক?
ক. ধূলিসাৎ
খ. ধুলিসাত
গ. ধূলিশাৎ
ঘ. ধুলিসাৎ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক. পোস্ট অফিস
খ. দর্শণ
গ. গৃহহীণ
ঘ. ষ্টোর
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন বানানটি অশুদ্ধ ?
ক. দর্পণ
খ. সমিচীন
গ. লাবণ্য
ঘ. লবণ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. ষ্টেশন
খ. ষ্টীমার
গ. মাস্টার
ঘ. ষ্টল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘লবণ’ ও ‘অভিলাষ’ শব্দ দুটি গঠিত হয়েছে কোন নিয়মানুসারে ?
ক. ণ -ত্ব বিধানের নিয়মানুসারে
খ. ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
গ. ণ -ত্ব বিধান ও ষ -ত্ব বিধানের নিয়মানুসারে
ঘ. স্বাভাবিক নিয়মনুযায়ী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন জাতীয় ভাষার শব্দের ‘ণ’ থাকলে তা অবিকৃতভাবে রাখতে হয়?
ক. দেশী শব্দে
খ. বিদেশী শব্দে
গ. তৎসম শব্দে
ঘ. অর্ধতৎসম শব্দে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটির ক্ষেত্রে দন্ত্য ‘স’ হবে?
ক. স্টেশন
খ. আবিষ্কার
গ. বিষন্ন
ঘ. কোনটি না
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?
ক. হরিণ, বন্ধন, সোণা
খ. প্রাণ, খ্রিষ্টান, পোসা
গ. কণ্ঠ, ষ্টেশন, জিনিষ
ঘ. ঔষধ, বীণা, ত্রিনয়ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শব্দে মূর্ধন্য ণ ও ষ অবিকৃত অবস্থায় পাওয়া যায়?
ক. তৎসম শব্দে
খ. তদ্ভব শব্দে
গ. দেশী শব্দে
ঘ. বিদেশী শব্দে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কণ্টক’ কোন নিয়মে হয়?
ক. ণ-ত্ব বিধান
খ. বর্ণ বিধান
গ. ষ-ত্ব বিধান
ঘ. কোনটি না
উত্তরঃ ক

প্রশ্নঃ কোথায় ‘ণ’ লেখার প্রয়োজন হয় না ?
ক. খাঁটি বাংলা শব্দে
খ. খাঁটি বাংলা ও দেশী শব্দে
গ. খাঁটি বাংলা ও বিদেশী শব্দে
ঘ. দেশী ও বিদেশী শব্দের ক্ষেত্রে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ব্যাকরন
খ. ব্যকারণ
গ. ব্যাকরণ
ঘ. ব্যাকারণ
উত্তরঃ গ

প্রশ্নঃ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
ক. দেশী
খ. বিদেশী
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!