বাংলা ব্যাকরণ-১৪৮

প্রশ্নঃ অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি ?
ক. তৎ + রূপ = তদ্রুপ
খ. সম + তাপ =সন্তান
গ. রাজ + নী =রাজ্ঞী
ঘ. তদ + কাল = তৎকাল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুজ্‌ঝটিকা’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. কু + ঝটিকা
খ. কুজ্‌ + ঝটিকা
গ. কুৎ + ঝটিকা
ঘ. কুজ্‌ঝ + টিকা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
ক. সহ + চর + র্য
খ. সহচর + ৎ ফলা
গ. সহচর + য
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হিমালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. হিমা+আলয়
খ. হিম+অলয়
গ. হিম+আলয়
ঘ. হিমা+লয়
উত্তরঃ গ

প্রশ্নঃ অলংকার এর সন্ধি বিচ্ছেদ –
ক. অলম্‌ + কার
খ. অলঃ + কার
গ. অল + কার
ঘ. অ + লকার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রাজ্ঞী’ শব্দটি কোন সন্ধির অন্তর্গত ?
ক. স্বরসন্ধির
খ. ব্যঞ্জন সন্ধির
গ. বিসর্গ সন্ধির
ঘ. নিপাতনে সিদ্ধ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুঃ+লোক
খ. দিব্+লোক
গ. দ্বি+লোক
ঘ. দ্বিঃ+লোক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ব্যঞ্জন’ শব্দটি সন্ধির কোন শ্রেণীভুক্ত?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুর্দশা’ একট সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক. দুঃ+দশা
খ. দুর+দশা
গ. দুর্ধ+শা
ঘ. দু+আশা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শয়ন’- এর সন্ধি বিচ্ছেদ –
ক. শে + য়ন
খ. শ + অন
গ. শে +অন
ঘ. শ + য়ন
উত্তরঃ গ

প্রশ্নঃ ক্ষণেক শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ক্ষণ + অক
খ. ক্ষণ + ইক
গ. ক্ষণ + এক
ঘ. ক্ষণ + ঈক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নমস্কার’ কোন সন্ধির উদাহরণ?
ক. স্বরসন্ধির
খ. ব্যঞ্জন সন্ধির
গ. নিপাতনে সিদ্ধ সন্ধির
ঘ. স-জাতবিসর্গ সন্ধির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ত -এর পরে ল থাকলে ত-স্থানে কোনটি হয় ?
ক. উ
খ. দ্ধ
গ. ল্ব
ঘ. ল্ল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দুযোর্গ’-এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. দুহঃ+যোগ
খ. দূর+যোগ
গ. দুঃ+যোগ
ঘ. দুহ+যোগ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
ক. পর্য+আলোচনা
খ. পরি+আলোচনা
গ. পর্যা+লোচনা
ঘ. পর্যা+আলোচনা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জনৈক’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক. জন+ঐক
খ. জন+এক
গ. জনে+এক
ঘ. জন+অক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিচ্ছিন্ন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বিচ+ছিন্ন
খ. বি+ছিন্ন
গ. বিৎ+চ্ছিন্ন
ঘ. বিৎ+ছিন্ন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. জল+একা
খ. জলো+ঐকা
গ. জল+ওকা
ঘ. জল+ঔকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ‘এদ্দুর’ এর সন্ধিবিচ্ছেদ?
ক. এ+দ্দুর
খ. এত+দূর
গ. এৎ+দূর
ঘ. এ+দূর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মহৌষধ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মহা+ওষধ
খ. মহা+ঔষধ
গ. মহা+ওষুধ
ঘ. মহো+ঔষধ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রাজর্ষি’ শব্দটির সন্দি বিচ্ছেদ কোনটি?
ক. রাজা+রিষি
খ. রাজ+ঐষি
গ. রাজা+ঋষি
ঘ. রাজ+ঋষি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পদ্ধতি’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. পদ + দতি
খ. পৎ +দতি
গ. পদ + হতি
ঘ. পৎ+ ধতি
উত্তরঃ গ

প্রশ্নঃ সন্ধিতে ‘ম’ এর পর বর্গীয় বর্ণ আসলে ‘ম’ এর স্থলে কোন বর্ণ হয় ?
ক. গ
খ. ম
গ. ঙ
ঘ. ঘ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মনোভিলাষ’ কোন সন্ধির উদাহরণ?
ক. নিপাতনে সিদ্ধ সন্ধির
খ. ব্যঞ্জন সন্ধির
গ. বিসর্গ ও স্বরের সন্ধির
ঘ. বিসর্গ ও ব্যঞ্জন সন্ধির
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নদ্যম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. নদী + অম্বু
খ. নদী + ওম্বু
গ. নদ + ইয়াম্বু
ঘ. নদী + য়াম্বু
উত্তরঃ ক

প্রশ্নঃ কর্মধারয় সমাসে প্রধানত কোন পদ মাঝে বসে ?
ক. বিশেষ্য পদ
খ. ক্রিয়াপদ
গ. বিশেষণ পদ
ঘ. সর্বনাম পদ
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে
ক. সমীভবনের
খ. বিষমীভবনের
গ. অভিশ্রুতির
ঘ. বিপ্রকর্ষের
উত্তরঃ ক

প্রশ্নঃ আজ্ঞাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. আজ্ঞ + আধীন
খ. আজ্ঞা + অধীন
গ. আজ্ঞা + আধীন
ঘ. আজ্ঞা + ওধীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বাগদান’-এর সন্ধি বিচ্ছেদ কি?
ক. বাগ্+দান
খ. বাগ+দান
গ. বাক+দান
ঘ. বাক্+দান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ র এবং স-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. ‘ং’
খ. ‘ঃ’
গ. ঁ
ঘ. ‘হ’
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!