বাংলা ব্যাকরণ-১৪৭

প্রশ্নঃ ‘অলঙ্কার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেণষণ কোনটি?
ক. অলম + কার
খ. অলং + কার
গ. অ + লঙ্কার
ঘ. অলঙ্ক + কার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন্ নিয়ম অনুসারে হয়েছে?
ক. ত+ঝ = জ্জ
খ. ত+জ = জ্জ
গ. দ+জ = জ্জ
ঘ. দ+ঝ = জ্জ
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সূর্যোদয়’ একটি সন্ধিবদ্ধ শব্দ্ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সূ+উদয়
খ. সূর্য+উদয়
গ. সূর+উদয়
ঘ. সূর্য্য+উদয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?
ক. গবাক্ষ
খ. অন্যান্য
গ. পতঞ্জলি
ঘ. তৎসম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘দৈনিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দৈ+এক
খ. দৈ+নিক
গ. দৈঃ+নিক
ঘ. দিন+এক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘গবেষণা’-এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
ক. গো+এষণা
খ. গ+এষণা
গ. গব+এষণা
ঘ. গবে+ষণা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মহা+ঐশ্চর্য’-এর সন্ধিবদ্ধ কোনটি?
ক. মহেশ্চর্যা
খ. মহাঐশ্চর্য
গ. মহশ্বৈর্য
ঘ. মহোশ্বর্য
উত্তরঃ গ

প্রশ্নঃ সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সং+বিধান
খ. সং+অবিধান
গ. সম+বিধান
ঘ. সম+ধান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ষোড়শ’ শব্দটির কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক. ষ্‌ট+ দশ
খ. ষঢ়+অশ
গ. ষট+ড়শ
ঘ. ষড+দশ
উত্তরঃ ক

প্রশ্নঃ সংসদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. সম + সদ
খ. সং + সদ
গ. সম্‌ + সদ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যথার্থ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. যথ + অর্থ
খ. যথা + অর্থ
গ. যথ + থ
ঘ. যথা + থ
উত্তরঃ খ

প্রশ্নঃ অল্প স্বরবিশিষ্ট পদ পূর্বপদে বসে কোন সমাসে ?
ক. কর্মধারয়
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. দ্বিগু
উত্তরঃ খ

প্রশ্নঃ ঈশ্বরেচ্ছা শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. ঈশ্বর + ঈচ্ছা
খ. ইশ্বর + ইচ্ছা
গ. ঈশ্বর + ইচ্ছা
ঘ. ইশ্বর + ঈচ্ছা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই ?
ক. ধ্বনি মাধুর্য রক্ষিত হলে
খ. ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে
গ. মিলন ঘটলে
ঘ. উচ্চারণ সহজ হলে
উত্তরঃ খ

প্রশ্নঃ একই সূত্রের বাইরের সন্ধি কোনটি ?
ক. অভ্যুত্থান
খ. অগ্ন্যুৎপাত
গ. অত্যুচ্চ
ঘ. অতীত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বৃহস্পতি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
ক. বৃহস্+পতি
খ. বৃহৎ+পতি
গ. বৃহঃ+পতি
ঘ. বৃহস্পত+ই
উত্তরঃ খ

প্রশ্নঃ অ-বর্ণের পরে এ থাকলে উভয় মিলে কি হয় ?
ক. ও-কার
খ. এ -কার
গ. ঔ -কার
ঘ. ঊ -কার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অন্য+আন্য
খ. অন্যা+অন্য
গ. অন্য+অন্য
ঘ. অন্যা+অন্যা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
ক. নিরা+ময়
খ. নির+ময়
গ. নির+আময়
ঘ. নিঃ+ময়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বনৌষধি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বন+ওষধি
খ. বন+ঔষধ
গ. বন+ঔষধি
ঘ. বন+ওষোধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুচ্চার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দুচ+ছার
খ. দুৎ+চার
গ. দুই+চার
ঘ. দুঃ+চার
উত্তরঃ খ

প্রশ্নঃ একাদশ’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. একা + দশ
খ. একা + আদশ
গ. একা + দেশ
ঘ. এক + দশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাগদত্তা’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. বাগ + দত্তা
খ. বাক + ত্তা
গ. বাক + দত্তা
ঘ. বাকদ + তা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মনোযোগ’ শব্দটি কোন সন্ধিতে গঠিত?
ক. নিপাতনে সিদ্ধ
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. স্বরসন্ধি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ণিজন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নিজ+আন্ত
খ. নিজ+অন্ত
গ. নিচ্+অন্ত
ঘ. নিচ+অন্তর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষার ব্যবহৃত সন্ধি কত প্রকার (বাংলায় মূলত সংস্কৃত সন্ধি প্রচলিত) ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. নি + রস
খ. নী + রস
গ. নিঃ + রস
ঘ. নীঃ + রস
উত্তরঃ গ

প্রশ্নঃ বন্যার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. বন্য + আর্ত
খ. বন্যা + ঋত
গ. বন্য + ঋত
ঘ. বন্যা + র্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ তত্ত্ব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. তদ + ত্ত্ব
খ. তদ্‌ + ত্ব
গ. তদ্‌ + ত্ত্ব
ঘ. তদ + ত্ব
উত্তরঃ খ

প্রশ্নঃ সন্ধিতে কোনটির মিলন ঘটে ?
ক. শব্দের
খ. বাক্যের
গ. অর্থের
ঘ. ধ্বনির
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!