সন্ধি:
প্রশ্নঃ কোনটি নির্ভুল?
ক. দূঃ + ঘটনা = দূর্ঘটনা
খ. দূর + ঘটনা = দূর্ঘটনা
গ. দুর + ঘটনা = দূর্ঘটনা
ঘ. দুঃ + ঘটনা = দূর্ঘটনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পর্যন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পর+যন্ত
খ. পরি+অন্ত
গ. পর্য+অন্ত
ঘ. পর্য+ন্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কথামৃত’ শব্দটি কোন সুত্রানুযায়ী হয়েছে ?
ক. আ-কারের পর অ-কার যুক্ত হয়ে
খ. অ-কারের পর অ -কার যুক্ত হয়েছে
গ. আ-কারের পর আ-কার যুক্ত হয়ে
ঘ. অ-কারের পর আকার যুক্ত হয়ে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অন্য+আন্য
খ. অন্যা+অন্য
গ. অন্য+অন্য
ঘ. অন্যা+অন্যা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘উত্থাপন’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. উৎ + স্থাপন
খ. উথ + আপন
গ. উথঃ + পন
ঘ. উথ্ + পণ
উত্তরঃ ক
প্রশ্নঃ স্বাধীনতা ‘এর সন্ধি বিচ্ছেদ –
ক. সু + অধীনতা
খ. স + অধীনতা
গ. শ + অধীনতা
ঘ. স্ব +অধীনতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কানটি?
ক. জল+একা
খ. জলো+ঐকা
গ. জল+ওকা
ঘ. জল+ঔকা
উত্তরঃ গ
প্রশ্নঃ দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে?
ক. সন্ধি
খ. সমাস
গ. পদ
ঘ. পদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তন্বী’ শব্দের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক. তন্ব+ঈ
খ. তন্ব+ই
গ. তনু+ই
ঘ. তনু+ঈ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শারদোৎসব শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. শরদ + উৎসব
খ. শারদ + উৎসব
গ. শারদ + ৎসব
ঘ. শরদ + ৎসব
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বিচ্ছিন্ন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বিচ+ছিন্ন
খ. বি+ছিন্ন
গ. বিৎ+চ্ছিন্ন
ঘ. বিৎ+ছিন্ন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দম্ + শন
খ. দম + সন
গ. দম + যন
ঘ. দঙ + শন
উত্তরঃ ক
প্রশ্নঃ সন্ধি ভাষাকে –
ক. জটিল করে
খ. দুর্বোধ্য করে
গ. সংক্ষিপ্ত করে
ঘ. শ্রুতিমধুর করে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘মনীষা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মনস্+ঈষা
খ. মনি+ইষা
গ. মনী+ইষ
ঘ. মন+ইষা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সীমান্ত’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. সীমা + অন্ত
খ. সীম + অন্ত
গ. সিমঃ + অন্ত
ঘ. সী + অন্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?
ক. বৃষ্ + টি
খ. বৃষ্ + টী
গ. বৃ + টি
ঘ. বৃষ্ + তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা বুঝায় কোন সমাসে ?
ক. মধ্যেপদলোপী কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রূপক কর্মধারয়
ঘ. উপমান কর্মধারয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কৃষ্টি’ শব্দটি কোন্ সন্ধির উদাহরণ?
ক. স্বরসন্ধির
খ. ব্যঞ্জন সন্ধির
গ. বিসর্গ সন্ধির
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধির
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পাগলামী শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায়
ক. পাগল+লামি
খ. পাগল+মি
গ. পাগল+আমি
ঘ. পাগল+মি
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
ক. ধনু+বিদ্যা
খ. ধনুঃ+বিদ্যা
গ. ধনুর+বিদ্যা
ঘ. ধনূঃ+বিদ্যা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ ?
ক. যজ্ঞ
খ. ভাবুক
গ. সম্মান
ঘ. তত্ত্ব
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দ্বীপ+আয়ন
খ. দ্বীপ+অয়ন
গ. দ্বিপ+অনট
ঘ. দ্বীপ+অনট
উত্তরঃ খ
প্রশ্নঃ সন্ধির মাধ্যমে কিসের লাঘব হয় ?
ক. আয়াসের
খ. জড়তার
গ. ধ্বনির
ঘ. মাধুর্যের
উত্তরঃ ক
প্রশ্নঃ একচ্ছত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. এক + চ্ছত্র
খ. এক + ছত্র
গ. এক + চত্র
ঘ. একা + চত্র
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গ্রন্থাগার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গ্রন্থ+গর
খ. গ্রন্থ+আগার
গ. গ্রন্থ+গার
ঘ. গ্রন্থ+ঘর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অন্বেষণ’ এর সন্ধি বিচ্ছেদ –
ক. অনু + ষণ
খ. অনু + এষণ
গ. অন্বে + ষণ
ঘ. অন্বে + এষণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মনঃকষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ-
ক. মনস+কষ্ট
খ. মনো+কষ্ট
গ. মনোহ+কষ্ট
ঘ. মনঃ+কষ্ট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘প্রৌঢ়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রো+উঢ়
খ. প্রৌ+উঢ়
গ. প্র+ঊড়
ঘ. প্র+উঢ়
উত্তরঃ গ
প্রশ্নঃ সন্ধিতে হসন্ত ত এর পর স উভয় মিলে কি হয় ?
ক. চ্ছ
খ. জ
গ. স্ত
ঘ. স
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক + দান = বাগদান
খ. উৎ + ছেদ = উচ্ছেদ
গ. পর + পর = পরস্পর
ঘ. সম + সার = সংসার
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)