প্রশ্নঃ ব্যাপ্তি বোঝালে কোন সমাস হয়?
ক. পঞ্চমী তৎপুরুষ
খ. দ্বিতীয়া তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ
ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
ক. মরণ পর্যন্ত – আমরণ
খ. তিন কালের সমাহার – ত্রিকাল
গ. ন জ্ঞান যার – অজ্ঞান
ঘ. দশ আনন যার – দশানন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. বিস্ময় দ্বারা আপন্ন
খ. বিস্ময়ে আপন্ন
গ. বিস্ময়কে আপন্ন
ঘ. বিস্ময়ে যে আপন্ন
উত্তরঃ গ
প্রশ্নঃ হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
ক. মিলনার্থে
খ. সমার্থে
গ. বিপরীতার্থে
ঘ. বিয়োদার্থে
উত্তরঃ খ
প্রশ্নঃ ন আদর – অনাদর। এটি কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ. নঞ বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. নঞ তৎপুরুষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “ছাত্রবৃন্দ” কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ গ
প্রশ্নঃ আয়ের উপর কর=আয়কর, কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. বহুব্রীহি সমাস
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক. দা-কুমড়া
খ. আয়-ব্যয়
গ. জমা-খরচ
ঘ. স্বামী-স্ত্রী
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
ক. ঘরে-বাইরে
খ. ঘর-বাড়ি
গ. ভাই-বোন
ঘ. আমরা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আশীবিষ’ অর্থ কি ?
ক. ভুজঙ্গ
খ. মার্তন্ড
গ. হুতাশন
ঘ. মাতঙ্গ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অনুতাপ’ (তাপের পশাৎ) কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক
প্রশ্নঃ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. চিরসুখ
খ. সুগন্ধি
গ. খেয়াখাট
ঘ. আজীবন
উত্তরঃ খ
প্রশ্নঃ নিমিত্তার্থে কোন তৎপুরুষ সমাস হয় ?
ক. ২য়া
খ. ৪র্থী
গ. ৩য়া
ঘ. ৫মী
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. ওলকপি
খ. কবিগুরু
গ. আটঘাট
ঘ. ঊনপাঁজুরে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
ক. দিগু
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শতাব্দী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. শতের অব্দী
খ. শত অব্দ যার
গ. শত অব্দের সমাহার
ঘ. শত শত অব্দ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না ?
ক. উপপদ তৎপুরুষ সমাস
খ. অলুক সমাস
গ. প্রাদি সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জলচর’ কোন সমাস?
ক. উপপদ তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
ক. বেহুস
খ. মুখে ভাত
গ. খেচর
ঘ. গায়ে হলুদ
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রিয়ংবদা শব্দটি কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. উপপদ তৎপুরুষ
গ. রূপক কর্মধারয়
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সোনামুখী’ কোন সমাস?
ক. উপমান
খ. উপমিত
গ. রূপক
ঘ. মধ্যপদলোপী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘লঙ্কা বাটা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. লঙ্কা ও বাটা
খ. যা লঙ্কা তাই বাটা
গ. লঙ্কার বাটা
ঘ. বাটা যে লঙ্কা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পুরুষসিংহ’ কোন সমাস ?
ক. দ্বিগু সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গোফ খেজুরে’ কোন সমাস?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. ব্যধিকরণ বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ক
প্রশ্নঃ অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের একপদে পরিণত হওয়ার নাম কি ?
ক. সমাস
খ. কারক
গ. বচন
ঘ. বাচ্য
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সহোদর’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘গোবর গণেশ’ কোন সমাস?
ক. উপমান কর্মধারায়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. দ্বিগু
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি দ্বিগু সমাস?
ক. পুরুষ সিংহ
খ. চৌরাস্তা
গ. হাটবাজার
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নবপৃথিবী’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. নব ও পৃথিবী
খ. নব পৃথিবী যার
গ. নব পৃথিবীর ন্যায়
ঘ. নব যে পৃথিবী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি প্রাদি সমাস?
ক. অবিমুখ
খ. রক্তাক্ত
গ. প্রতিদিন
ঘ. গরুমারা
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)