বাংলা ব্যাকরণ-১৪০

প্রশ্নঃ ব্যাপ্তি বোঝালে কোন সমাস হয়?
ক. পঞ্চমী তৎপুরুষ
খ. দ্বিতীয়া তৎপুরুষ
গ. চতুর্থী তৎপুরুষ
ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
ক. মরণ পর্যন্ত – আমরণ
খ. তিন কালের সমাহার – ত্রিকাল
গ. ন জ্ঞান যার – অজ্ঞান
ঘ. দশ আনন যার – দশানন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. বিস্ময় দ্বারা আপন্ন
খ. বিস্ময়ে আপন্ন
গ. বিস্ময়কে আপন্ন
ঘ. বিস্ময়ে যে আপন্ন
উত্তরঃ গ

প্রশ্নঃ হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব?
ক. মিলনার্থে
খ. সমার্থে
গ. বিপরীতার্থে
ঘ. বিয়োদার্থে
উত্তরঃ খ

প্রশ্নঃ ন আদর – অনাদর। এটি কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি
খ. নঞ বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. নঞ তৎপুরুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “ছাত্রবৃন্দ” কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. সপ্তমী তৎপুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ আয়ের উপর কর=আয়কর, কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. বহুব্রীহি সমাস
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক. দা-কুমড়া
খ. আয়-ব্যয়
গ. জমা-খরচ
ঘ. স্বামী-স্ত্রী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
ক. ঘরে-বাইরে
খ. ঘর-বাড়ি
গ. ভাই-বোন
ঘ. আমরা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আশীবিষ’ অর্থ কি ?
ক. ভুজঙ্গ
খ. মার্তন্ড
গ. হুতাশন
ঘ. মাতঙ্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনুতাপ’ (তাপের পশাৎ) কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক

প্রশ্নঃ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. চিরসুখ
খ. সুগন্ধি
গ. খেয়াখাট
ঘ. আজীবন
উত্তরঃ খ

প্রশ্নঃ নিমিত্তার্থে কোন তৎপুরুষ সমাস হয় ?
ক. ২য়া
খ. ৪র্থী
গ. ৩য়া
ঘ. ৫মী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক. ওলকপি
খ. কবিগুরু
গ. আটঘাট
ঘ. ঊনপাঁজুরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
ক. দিগু
খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শতাব্দী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. শতের অব্দী
খ. শত অব্দ যার
গ. শত অব্দের সমাহার
ঘ. শত শত অব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সমাসে ব্যাস বাক্যের প্রয়োজন হয় না ?
ক. উপপদ তৎপুরুষ সমাস
খ. অলুক সমাস
গ. প্রাদি সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জলচর’ কোন সমাস?
ক. উপপদ তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
ক. বেহুস
খ. মুখে ভাত
গ. খেচর
ঘ. গায়ে হলুদ
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রিয়ংবদা শব্দটি কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. উপপদ তৎপুরুষ
গ. রূপক কর্মধারয়
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সোনামুখী’ কোন সমাস?
ক. উপমান
খ. উপমিত
গ. রূপক
ঘ. মধ্যপদলোপী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘লঙ্কা বাটা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. লঙ্কা ও বাটা
খ. যা লঙ্কা তাই বাটা
গ. লঙ্কার বাটা
ঘ. বাটা যে লঙ্কা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পুরুষসিংহ’ কোন সমাস ?
ক. দ্বিগু সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গোফ খেজুরে’ কোন সমাস?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি
খ. ব্যতিহার বহুব্রীহি
গ. ব্যধিকরণ বহুব্রীহি
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের একপদে পরিণত হওয়ার নাম কি ?
ক. সমাস
খ. কারক
গ. বচন
ঘ. বাচ্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সহোদর’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গোবর গণেশ’ কোন সমাস?
ক. উপমান কর্মধারায়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. দ্বন্দ্ব
ঘ. দ্বিগু
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি দ্বিগু সমাস?
ক. পুরুষ সিংহ
খ. চৌরাস্তা
গ. হাটবাজার
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নবপৃথিবী’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. নব ও পৃথিবী
খ. নব পৃথিবী যার
গ. নব পৃথিবীর ন্যায়
ঘ. নব যে পৃথিবী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি প্রাদি সমাস?
ক. অবিমুখ
খ. রক্তাক্ত
গ. প্রতিদিন
ঘ. গরুমারা
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!