প্রশ্নঃ ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ ক
প্রশ্নঃ সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তার নাম কি ?
ক. সরল বাক্য
খ. মিশ্র বাক্য
গ. জটিল বাক্য
ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘উপশহর’ শব্দটি কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. অব্যয়ীভাব
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সমাস’ শব্দের অর্থ হলো-
ক. সংযোজন
খ. বিশ্লেষণ
গ. সংশ্লেষণ
ঘ. সংক্ষেপণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ
খ. পূর্বপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
ক. বিষমাখা
খ. খেচর
গ. সজল
ঘ. তেমাথা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘প্রতিবাদ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. প্রতির বাদ
খ. প্রতির নিমিত্তে বাদ
গ. প্রতি যে বাদ
ঘ. প্রতিকে বাদ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ‘দ্রুতগামী’ শব্দের ব্যাসবাক্য?
ক. দ্রুত যাহা গামী
খ. দ্রুত ও গামী
গ. দ্রুতগামী যে
ঘ. দ্রুত গমন করে যে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমাস ভাষাকে কি করে?
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃত করে
গ. অর্থের রূপান্তর ঘটায়
ঘ. অর্থপূর্ণ করে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সুগন্ধি’ কোন সমাস?
ক. কর্মধারয়
খ. প্রাদি
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ গ
প্রশ্নঃ “বর্ণচোরা” কোন ধরনের সমসা?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. উপপদ তৎপুরুষ
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ
প্রশ্নঃ বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক. জনশ্রুতি
খ. অনমনীয়
গ. খাসমহল
ঘ. তপোবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক. স্বর্গ – নরক
খ. চাল – ডাল
গ. জমা-খরচ
ঘ. চা – বিস্কুট
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক. কম – বেশী
খ. বাপ – বেটা
গ. দয়া -মায়া
ঘ. জলে-স্থলে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ফুলকুমারী’ শব্দটি কোন সামস?
ক. উপমিত
খ. উপমান
গ. রূপক
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘চিরসুখী’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. দ্বিতীয়া তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘খেয়াঘাট’ সমস্তপদটির ব্যাসবাক্য কি?
ক. খেয়ার ঘাট
খ. খেয়া ও ঘাট
গ. খেয়ার নিমিত্ত ঘাট
ঘ. সবগুলো ঠিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ’কদাচার’ শব্দটি কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ দেশান্তর কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমা ও খরচ
খ. জমাকে খরচ
গ. জমা থেকে খরচ
ঘ. জমার খরচ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অসুর’ সমস্ত পদটির ব্যাসবাক্য কি?
ক. সুরের অভাব
খ. দস্যুবিশেষ
গ. তালের অভাব
ঘ. সুরবিরোধী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বইপড়া’ কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. দ্বন্দ্ব
গ. অব্যয়ীভাব
ঘ. দ্বিগু
উত্তরঃ ক
প্রশ্নঃ “ফুলবাগান” কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ গ
প্রশ্নঃ “ঘরেবাইরে” এর সমাস নির্নয় কর?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক
প্রশ্নঃ পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-
ক. রূপক সমাস
খ. নিত্য সমাস
গ. প্রাদী সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ গ
প্রশ্নঃ “করকমল” কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. নিত্য সমাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পদ্মানাভ’ কোন সমাসের উদাহরণ ?
ক. আধারাধিকরণ
খ. সমানাধিকরণ বহুব্রীহি
গ. ব্যধিকরণ বহুব্রীহি
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)