বাংলা ব্যাকরণ-১৩৫

প্রশ্নঃ ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. রূপক কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. কর্মধারয়
উত্তরঃ ক

প্রশ্নঃ সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তার নাম কি ?
ক. সরল বাক্য
খ. মিশ্র বাক্য
গ. জটিল বাক্য
ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘উপশহর’ শব্দটি কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. অব্যয়ীভাব
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সমাস’ শব্দের অর্থ হলো-
ক. সংযোজন
খ. বিশ্লেষণ
গ. সংশ্লেষণ
ঘ. সংক্ষেপণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ
খ. পূর্বপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
ক. বিষমাখা
খ. খেচর
গ. সজল
ঘ. তেমাথা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রতিবাদ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
ক. প্রতির বাদ
খ. প্রতির নিমিত্তে বাদ
গ. প্রতি যে বাদ
ঘ. প্রতিকে বাদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি ‘দ্রুতগামী’ শব্দের ব্যাসবাক্য?
ক. দ্রুত যাহা গামী
খ. দ্রুত ও গামী
গ. দ্রুতগামী যে
ঘ. দ্রুত গমন করে যে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সমাস ভাষাকে কি করে?
ক. সংক্ষেপ করে
খ. বিস্তৃত করে
গ. অর্থের রূপান্তর ঘটায়
ঘ. অর্থপূর্ণ করে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সুগন্ধি’ কোন সমাস?
ক. কর্মধারয়
খ. প্রাদি
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ গ

প্রশ্নঃ “বর্ণচোরা” কোন ধরনের সমসা?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. উপপদ তৎপুরুষ
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক. জনশ্রুতি
খ. অনমনীয়
গ. খাসমহল
ঘ. তপোবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক. স্বর্গ – নরক
খ. চাল – ডাল
গ. জমা-খরচ
ঘ. চা – বিস্কুট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
ক. কম – বেশী
খ. বাপ – বেটা
গ. দয়া -মায়া
ঘ. জলে-স্থলে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ফুলকুমারী’ শব্দটি কোন সামস?
ক. উপমিত
খ. উপমান
গ. রূপক
ঘ. ষষ্ঠী তৎপুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চিরসুখী’ কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. দ্বিতীয়া তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘খেয়াঘাট’ সমস্তপদটির ব্যাসবাক্য কি?
ক. খেয়ার ঘাট
খ. খেয়া ও ঘাট
গ. খেয়ার নিমিত্ত ঘাট
ঘ. সবগুলো ঠিক
উত্তরঃ ক

প্রশ্নঃ ’কদাচার’ শব্দটি কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশান্তর কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমা ও খরচ
খ. জমাকে খরচ
গ. জমা থেকে খরচ
ঘ. জমার খরচ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অসুর’ সমস্ত পদটির ব্যাসবাক্য কি?
ক. সুরের অভাব
খ. দস্যুবিশেষ
গ. তালের অভাব
ঘ. সুরবিরোধী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বইপড়া’ কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. দ্বন্দ্ব
গ. অব্যয়ীভাব
ঘ. দ্বিগু
উত্তরঃ ক

প্রশ্নঃ “ফুলবাগান” কোন সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. চতুর্থী তৎপুরুষ
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ গ

প্রশ্নঃ “ঘরেবাইরে” এর সমাস নির্নয় কর?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে-
ক. রূপক সমাস
খ. নিত্য সমাস
গ. প্রাদী সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ “করকমল” কোন সমাস?
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. নিত্য সমাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পদ্মানাভ’ কোন সমাসের উদাহরণ ?
ক. আধারাধিকরণ
খ. সমানাধিকরণ বহুব্রীহি
গ. ব্যধিকরণ বহুব্রীহি
ঘ. কর্মধারয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top