বাংলা ব্যাকরণ-১৩১

প্রশ্নঃ সুপ্ত শব্দের অর্থ কী?
ক. সুহৃদ
খ. সুন্দর
গ. গরমিল
ঘ. নিদ্রিত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি সুন্দরের সমার্থক শব্দ নয়?
ক. সুচারু
খ. সুকান্ত
গ. সুবর্ণ
ঘ. শোভন
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ইঙ্গিত’ অর্থটি কোন শব্দের ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন শব্দটি ‘বৃক্ষ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অটবি
খ. কলাপী
গ. পল্লবী
ঘ. বিটপী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দাখিলা’ শব্দের অর্থ-
ক. মাদ্রাসার পরীক্ষা
খ. দখলদার
গ. খাজনার রশিদ
ঘ. অন্যের জমি দখল
উত্তরঃ গ

প্রশ্নঃ পত্র শব্দটির আভিধানিক অর্থ কি?
ক. চিহ্ন বা স্মারক
খ. বিনিময়
গ. সংযোগ
ঘ. যোগাযোগ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নীর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অগ্নী
খ. চন্দ্র
গ. লোর
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঘোটক’ শব্দটির অর্থ কি ?
ক. ঘটক
খ. ঘোড়া
গ. উপদেশ
ঘ. গতি
উত্তরঃ খ

প্রশ্নঃ উর্মি এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঢেউ
খ. চঞ্চল
গ. চন্দ্র
ঘ. উগ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘শিতিতল’ শব্দের অর্থ কি?
ক. কেঁচো
খ. লাঙ্গল
গ. ভূতল
ঘ. নভোতল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পাখি’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. বিহগ
খ. কুবনায়
গ. পরভুৎ
ঘ. বায়স
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তটিনী’ শব্দের অর্থ কী?
ক. সাগর
খ. মহাসাগর
গ. নদী
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

সমাস:

প্রশ্নঃ ‘আশীবিষ’ কোন সমাস
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি দ্বিগু সমাস?
ক. আপাদমস্তক
খ. রুই কাতলা
গ. একরোখা
ঘ. সেতার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?
ক. ৩য়া তৎপুরুষ
খ. ৪র্থী তৎপুরুষ
গ. ৫মী তৎপুরুষ
ঘ. ৭মী তৎপুরুষ
উত্তরঃ খ

প্রশ্নঃ কূলের সমীপে = উপকুল -এটা কোন সমাস?
ক. দ্বিগু সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ খ

প্রশ্নঃ সমাস কত প্রকার
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ৮ প্রকার
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গায়ে হলুদ’ কোন সমাস?
ক. অলুক দ্বন্দ্ব
খ. অলুক তৎপুরুষ
গ. অলুক বহুব্রীহি
ঘ. ব্যতিহার বহুব্রীহি
উত্তরঃ গ

প্রশ্নঃ সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষণের যে সমাস হয়, তাকে কি সমাস বলে ?
ক. তৎপুরুষ
খ. দ্বিগু
গ. অ-প্রধান
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। কাজলের মত কালো-
ক. উপমিত কর্মধারয়
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. উপমান কর্মধারয়
ঘ. উপমান বহুব্রীহি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস ?
ক. তেমাথা
খ. প্রতিকূল
গ. নির্জল
ঘ. পকেটমার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিগু সমাসে পূর্বপদ কি হয় ?
ক. নামবাচক বিশেষ্য
খ. সংখ্যাবাচক বিশেষ্য
গ. সমস্যমান পদ
ঘ. সমস্তপদ
উত্তরঃ খ

প্রশ্নঃ “যুগান্তর” কোন ধরনের সমাস?
ক. দ্বিতীয়া তৎপুরুষ
খ. নিত্য সমাস
গ. ষষ্ঠী তৎপুরুষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে?
ক. অলুক বহুব্রীহি
খ. সংখ্যাবাচক বহুব্রীহি
গ. মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ. ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘নির্দয়’ কোন সমাসের উদাহরণ ?
ক. নঞ বহুব্রীহি সমাস
খ. কর্মধারয় সমাস
গ. নঞ তৎপুরুষ সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নামপদযোগে সৃষ্ট হয়-
ক. নিত্য সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. প্রাদী সমাস
ঘ. উপমিত কর্মধারয় সমাস
উত্তরঃ গ

প্রশ্নঃ তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ
খ. পূর্বপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. ইন্দ্রজিৎ
খ. একরোখা
গ. কালান্তর
ঘ. ইহকাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ ?
ক. ক্রিয়া
খ. সর্বনাম
গ. বিষেশ্য
ঘ. বিশেষণ
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. গায়ে হলুদ
খ. চালকুমড়া
গ. ছয়নি
ঘ. ছায়াছবি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!