বাংলা ব্যাকরণ-১৩০

প্রশ্নঃ ‘সূর্য’ শব্দের সমার্থ শব্দ কোনটি?
ক. অর্ণব
খ. অর্ক
গ. প্রসূন
ঘ. পল্লব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রসূন’ শব্দটির প্রতিশব্দ–
ক. ভ্রমর
খ. পক্ষী
গ. পুষ্প
ঘ. ফল
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘Frace’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো–
ক. ভূমিকা
খ. চিত্রগ্রহণ
গ. লোকসাহিত্য
ঘ. প্রহসন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Quota’ এর পরিভাষা কী?
ক. উদ্ধৃতি-চিহ্ন
খ. যথাংশ
গ. প্রশ্ন
ঘ. জাতি বিদ্বেষ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কলহ’ -কোনটি প্রতিশব্দ নয়?
ক. ঝগড়া
খ. বিবাদ
গ. কাটরা
ঘ. কোন্দল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হল-
ক. কুয়াশা
খ. অনুকার
গ. প্রভাকর
ঘ. শৈল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘স্বামী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কান্ত
খ. দয়িত
গ. নাথ
ঘ. ক, খ, গ সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মৃত্যু’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. পঞ্চত্বপ্রাপ্ত
খ. সর্বগ্রাসী
গ. অম্বুদ
ঘ. অভঞ্জন
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি ‘ময়ূর’ এর প্রতিশব্দ নয় ?
ক. কলাপী
খ. শিখী
গ. শিখণ্ডী
ঘ. পাদপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. অদ্রি
খ. অশ্ম
গ. ক্ষিতি
ঘ. অংশু
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘তক্ষক’ শব্দের অর্থ-
ক. চোর
খ. কাঠুরে
গ. প্রবঞ্চক
ঘ. ছুতার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কিরণ’ এর সমার্থক শব্দ নয়-
ক. রবি
খ. রশ্মি
গ. প্রভা
ঘ. কর
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
ক. বহুধান
খ. বহু গম
গ. বহু পাট
ঘ. বহু চাল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জব’ শব্দের অর্থ-
ক. গতিবেগ
খ. শস্যবিশেষ
গ. জবান
ঘ. নাম জপ করা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কোকিল’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. কেশ
খ. অহি
গ. পিক
ঘ. কুম্ভল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঝিনুক’ কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে?
ক. মুড়ি
খ. সুক্তি
গ. শ্রুতি
ঘ. মুক্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উচ্ছাস শব্দের প্রতিশব্দ নয়?
ক. বিকাশ
খ. পুলক
গ. উল্লাস
ঘ. স্ফুরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লোচন এর প্রতিশব্দ কোনটি ?
ক. চোখ
খ. কান
গ. পানি
ঘ. কাচ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ভিষক’ শব্দের সটিক অর্থ কোনটি?
ক. দরবেশ
খ. চিকিৎসক
গ. ওঝা
ঘ. কবিরাজ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে-
ক. প্রথা অনুসারে
খ. বিখ্যাত
গ. যা পুতে রাখা হচ্ছে
ঘ. যা প্রার্থনা
উত্তরঃ খ

প্রশ্নঃ লোহিত
ক. মিষ্টি
খ. হলুদ রং
গ. লাল রং
ঘ. লবণাক্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আপণ’ শব্দের অর্থ কোনটি ?
ক. দোকান
খ. অঙ্গ
গ. প্রকাশ
ঘ. আত্নীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পর্বত’ এর সমার্থক শব্দ-
ক. মরুৎ
খ. শীর্ষদেশ
গ. গজানন
ঘ. ক্ষিতিধর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘দুহিতা’ কোন শব্দের প্রতিশব্দ ?
ক. কন্যা
খ. ছেলে
গ. পিতা
ঘ. মাতা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সিংহ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. শাবক
খ. ম্বাপদ
গ. শ্বস্বর
ঘ. পশুরাজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কালকূট’ শব্দের অর্থ কি?
ক. চক্রান্তকারী
খ. ইন্ধনদাতা
গ. তীব্র বিষ
ঘ. কুটিল চরিত্র সম্পন্ন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পাথর’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
ক. অশ্ম
খ. মণি
গ. পাষাণ
ঘ. নগ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
ক. মধূলেহ
খ. ভোমরা
গ. মৌমাছি
ঘ. মধুময়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কপাল ও কপোল’ শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. ললাট ও গাল
খ. ললাট ও ঠোঁট
গ. গাল ও শিশুর ঠোঁট
ঘ. কাপালিক ও কপালকুন্ডলা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ক্ষিতিতল’ শব্দের অর্থ কি?
ক. কেঁচো
খ. লাঙ্গল
গ. ভূতল
ঘ. নভোতল
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!