বাংলা ব্যাকরণ-১২২

প্রশ্নঃ ‘বিদ্যুৎ’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. ক্ষণপ্রভা
খ. দিবাকর
গ. প্রভাকর
ঘ. কুলিন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সন্ন্যাসী’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. গৃহী
খ. সাধু
গ. বৈষ্ণবী
ঘ. বৈরাগী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘অশ্ব’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. তুরঙ্গ
খ. বিহগ
গ. দ্বিজ
ঘ. কায়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পালট’ শব্দের অর্থ কি ?
ক. পাইলট
খ. প্রত্যাবর্তন
গ. পায়ের গোড়ালী
ঘ. তত্ত্ববিধান
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মরুত’ শব্দের অর্থ কি?
ক. মরুভূমি
খ. মরুময় স্থান
গ. বায়ু
ঘ. মরীচিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
ক. কিরণ
খ. দিবস
গ. অগ্নি
ঘ. বাতাস
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ-
ক. নীর
খ. সরিৎ
গ. লোর
ঘ. বিধূ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘রাত্রি’ কোন শব্দ দিয়ে বুঝানো হয়েছে?
ক. রক্ত
খ. সরোজ
গ. বৃত্তি
ঘ. নিশীথিনী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইঙ্গিত’ শব্দের সমার্থক কোনটি?
ক. আবাস
খ. আভাস
গ. আভাষ
ঘ. সুবাস
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘জল’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. জলদ
খ. জলধর
গ. সলিল
ঘ. অবনী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বৃত্তান্তর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. গোলাকার
খ. বৃত্তস্থ
গ. বিবরণ
ঘ. ডালপালা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মেদিনি’ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি?
ক. আকাশ
খ. পৃথিবী
গ. সমুদ্র
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ উর্মির প্রতিশব্দ–
ক. সূর্য
খ. চন্দ্র
গ. তরঙ্গ
ঘ. উগ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বিপনী’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. আপন
খ. আত্মীয়
গ. শকট
ঘ. সড়ক
উত্তরঃ গ

প্রশ্নঃ শব্দগুচ্ছ সমার্থক নয়-
ক. অম্বর, গগন, নভঃ, ব্যোম
খ. অচল, আদ্রি, ভূধর, শৈল
গ. অর্ণব, জলদি, পারাবার, রত্নাকর
ঘ. কুঞ্জর, গজ, মাতঙ্গ, তুরঙ্গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সূর্য’ এর প্রতিশব্দ
ক. সুধাংশু
খ. শশাংক
গ. বিধূ
ঘ. আদিত্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘খাদির’ শব্দটির অর্থ কী?
ক. খয়ের
খ. আমলকি
গ. জর্দাপাতা
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘খপোত’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. কবুতর
খ. কুমীর
গ. উড়োজাহাজ
ঘ. বিড়াল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঢেউ’ এর সমার্থক শব্দ নয়-
ক. তরঙ্গ
খ. ঊর্মি
গ. বারিধি
ঘ. বীচি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শম্বর’ শব্দটি নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. হরিণ
খ. যজ্ঞ
গ. অংশু
ঘ. ব্যাঘ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?
ক. সবিতা
খ. অবনী
গ. সুধাকর
ঘ. কলানিধি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অর্ঘ্য’ শব্দের সমার্থক কোনটি?
ক. পূজার উপকরণ
খ. মূল্য
গ. বিনিময়
ঘ. হৃদয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কুঞ্জর’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. হাতি
খ. সাপ
গ. সূর্য
ঘ. চাঁদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ নদী’ এর সমার্থক শব্দ হচ্ছে –
ক. পর্বত
খ. তটিনী
গ. মেদিনী
ঘ. বসন্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সংহারক’ শব্দের অর্থ কি?
ক. বিনাশকারী
খ. সংহারকারী
গ. ক ও খ উভয়ই
ঘ. অনিষ্টকামনা
উত্তরঃ ক

প্রশ্নঃ Wisdom শব্দের বাংলা অর্থ-
ক. জ্ঞান
খ. বুদ্ধি
গ. মেধা
ঘ. প্রজ্ঞা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাদ্যযন্ত্র’ কোন শব্দের অর্থ ?
ক. বিনা
খ. বিণা
গ. বীনা
ঘ. বীণা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আকাশের সমার্থক শব্দ নয়-
ক. গগণ
খ. অন্তরীক্ষ
গ. অম্বর
ঘ. ভুবন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘deadlock’-এর পরিভাষা কোনটি?
ক. অচলাবস্থা
খ. মৃত্যুপথযাত্রী
গ. অন্ধকারাচ্ছন্ন
ঘ. বিশৃঙ্খলা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পরভৃত’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. কাক
খ. দোয়েল
গ. মুরগী
ঘ. কোকিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Horizontal’- এর পরিভাষা কোনটি?
ক. দিগন্ত
খ. অনুভূমিক
গ. প্রান্তিক
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!