সমার্থক শব্দ:
প্রশ্নঃ ‘সমীর’ শব্দের অর্থ কি?
ক. সমুদ্র
খ. কুয়াশা
গ. উত্তরীয়
ঘ. বাতাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কুল’ এর প্রতিশব্দ –
ক. যুথ
খ. পুলিন
গ. তট
ঘ. পিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অংশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কুটুম
খ. দীপ্তি
গ. দৃষ্টি
ঘ. উজ্জ্বল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পাবক’ কার প্রতিশব্দ–
ক. চন্দ্র
খ. সমুদ্র
গ. জল
ঘ. আগুন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শব্দটি ‘রাত্রি’ শব্দের সমার্থক নয়?
ক. ত্রিযামা
খ. নীরদ
গ. যামিনী
ঘ. শর্বরী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অনিল’ শব্দের অর্থ কি?
ক. বাতাস
খ. যা নলি নয়
গ. কোকিল
ঘ. কারো নাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কলাপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কবুতর
খ. কাক
গ. কোকিল
ঘ. ময়ূর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নীরদ
খ. উদধি
গ. কানন
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘তটিনি’ এর সমার্থক শব্দ কোনটি ?
ক. জলধি
খ. নদী
গ. সলিল
ঘ. আকাশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারীদ
খ. পাথার
গ. অটবী
ঘ. সলিল
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বসুমতি’ শব্দটির একার্থক কোনটি?
ক. পত্রিকা
খ. পার্থিব
গ. সুমতি
ঘ. মেদিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চন্দ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. নেত্র
খ. সুধাংশু
গ. তনু
ঘ. হৃদয়
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটি ‘পদ্ম’ এর প্রতিশব্দ নয় ?
ক. মুহী
খ. পংকজ
গ. সরোজ
ঘ. সরোবর
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘উচাটন’ শব্দের সমার্থক শব্দ?
ক. উৎপাটিত
খ. উৎকণ্ঠা
গ. উদ্দীপন
ঘ. বন্ধনহীন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পুষ্প’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. তৃণ
খ. তরু
গ. রঙ্গন
ঘ. পবন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আভরণ’ শব্দের অর্থ কি?
ক. অলংকার
খ. আচ্ছাদন
গ. রমনীয়
ঘ. অনবরত
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল?
ক. অগ্নি
খ. অনল
গ. বেগম
ঘ. পাবক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মুখচোরা’ -এর সঠিক অর্থ কোনটি?
ক. লাজুক
খ. ভীরু
গ. সংযত
ঘ. নিশ্চুপ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়–
ক. হর্ষ
খ. পুলক
গ. সুখ
ঘ. বিষাদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চক্ষু’ এর সমার্থক শব্দ নয়-
ক. নয়ন
খ. লোচন
গ. অক্ষি
ঘ. সলিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘Phonology’ এর বাংলা প্রতিশব্দ কী?
ক. ভাষাতত্ত্ব
খ. দর্শন তত্ত্ব
গ. প্রান্তিক
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘হাতি’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক. কুঞ্জর
খ. বারণ
গ. হস্তী
ঘ. উরগ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আপন’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঘর
খ. দোকান
গ. চেয়ার
ঘ. টেবিল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কলাপী
খ. নীরধি
গ. বিটপী
ঘ. অবনী
উত্তরঃ গ
প্রশ্নঃ সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অসার’ শব্দের অর্থ কি ?
ক. মাস বিশেষ
খ. জলাধার
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তঃসার শুন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ শশাংক শব্দের অর্থ কী?
ক. খরগোশ
খ. সমুদ্র
গ. চন্দ্র
ঘ. কপাল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. সংযুক্ত
খ. আঁটবাঁধা
গ. অন্তর্ভূক্ত
ঘ. দুই বা তার অধিকের মিলন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পাবক’ নিচের কোন শব্দের প্রতিশব্দ কোনটি ?
ক. কিরণ
খ. দিবস
গ. অগ্নি
ঘ. বাতাস
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বৃক্ষ’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. সম্পা
খ. অম্বু
গ. দ্রুম
ঘ. অভ্র
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)