বাংলা ব্যাকরণ-১১৯

প্রশ্নঃ লোকটি অত্যন্ত-পানির মাছ।
ক. কম
খ. বেশি
গ. লোনা
ঘ. গভীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এমন —– লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।
ক. আক্কেল গুড়ুম
খ. এলোপাতাড়ি
গ. উড়নচণ্ডী
ঘ. গনেশ উলটানো
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ যেমন বর, তেমন কনে একেবারে—-
ক. দহরম মহরম
খ. ঘাটের মড়া
গ. মনিকাঞ্চন যোগ
ঘ. চাঁদের হাট
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কি আঁচল বিছায়েছ—— নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
ক. শান্ত ছায়ায়
খ. বটের মূলে
গ. সাগর তলে
ঘ. গাছের তলে
উত্তরঃ খ

প্রশ্নঃ নিজের নাক কেটে পরের —- ভঙ্গ করা।
ক. যাত্রা
খ. আশা
গ. উপকার
ঘ. আগমন
উত্তরঃ ক

প্রশ্নঃ মুর্খের সঙ্গে তর্ক করা—-
ক. নিরর্থক
খ. অযৌক্তিক
গ. অন্যায়
ঘ. বৃথা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্যাবসা সূত্রে তার —– ফিরে গেল।
ক. সম্পদ
খ. ধন
গ. কপাল
ঘ. সংসার
উত্তরঃ গ

প্রশ্নঃ তিনি একজন —— মানুষ।
ক. মাটির
খ. খাঁটি
গ. রক্তমাংসের
ঘ. নরম
উত্তরঃ ক

প্রশ্নঃ আকাশে — কেটে গেছে।
ক. মেঘ
খ. পানি
গ. বাতাস
ঘ. ঝড়
উত্তরঃ ক

প্রশ্নঃ কৃপনের নিকট টাকা চাওয়া —- মাত্র।
ক. আক্কেল সেলামি
খ. অনধিকার চর্চা
গ. অরন্যে রোদন
ঘ. অগস্ত্য যাত্রা
উত্তরঃ গ

প্রশ্নঃ কানে কি —- দিয়ে বসে আছ?
ক. খড়ি
খ. তুলো
গ. ডগা
ঘ. কার্পাস
উত্তরঃ খ

প্রশ্নঃ অল্পবিদ্যা ভয়ংকরী, কথায় কথায় বলে—-
ক. ইংরেজী
খ. ফারসি
গ. ডিকশনারি
ঘ. বাহাদুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ সস্তার ——- অবস্থা।
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘কৃষ্ণকুমারী’ একটি ——
ক. উপন্যাস
খ. নাটক
গ. কাব্যগ্রন্থ
ঘ. কাব্যনাট্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শেষের কবিতা’ একটি —-
ক. কাব্যনাট্য
খ. নাটক
গ. কাব্যগ্রন্থ
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুঃখ বিনা সুখ লাভ হয় কি ——
ক. কখোন
খ. তব
গ. মহীতে
ঘ. ভুবনে
উত্তরঃ গ

প্রশ্নঃ আদার বেপারীর —- খবর।
ক. বিশ্বের
খ. জাহাজের
গ. ব্যবসার
ঘ. দুনিয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ শয়তানটাকে —— দিয়ে বিদায় করে দাও?
ক. টাকা
খ. অর্ধচন্দ্র
গ. থাপ্পড়
ঘ. ধাক্কা
উত্তরঃ খ

প্রশ্নঃ অল্প বিদ্যা ভয়ংকরী, কথায় কথায়————
ক. ইংরেজি
খ. ফরাসি
গ. বাহাদুরী
ঘ. ডিকশনারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ছেলেটি কোন কর্মের নয়, কুড়ের —–
ক. পাত্র
খ. আখড়া
গ. আড্ডা
ঘ. বাদশা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঝিকে মেরে ———– শেখানো।
ক. মাকে
খ. ননদকে
গ. বৌকে
ঘ. নানীকে
উত্তরঃ গ

প্রশ্নঃ পরের কারণে —– দিয়া বলি।
ক. অর্থ
খ. মান
গ. মন
ঘ. স্বার্থ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সকলের —— সকলে আমরা?
ক. সাথে
খ. জন্য
গ. মতো
ঘ. তরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এই খানে তোর দাদির কবর —- গাছের তলে।
ক. ডুমুর
খ. ডালিয়া
গ. ডালিম
ঘ. পেয়ারা
উত্তরঃ গ

প্রশ্নঃ চোখে —— দেখা।
ক. আগুনের ফুলকি
খ. ধাঁধা
গ. সর্ষেফুল
ঘ. তাঁরা
উত্তরঃ গ

প্রশ্নঃ লোভের —- পড়ে জীবনটা মাটি করো না।
ক. খাড়ায়
খ. টানে
গ. টোপে
ঘ. ছাঁচে
উত্তরঃ গ

প্রশ্নঃ গুরুজনে কর —– ।
ক. শ্রদ্ধা
খ. নতি
গ. সালাম
ঘ. প্রণাম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মা তোর বদন খানি মলিন হলে, আমি……ভাসি’ শূন্যস্থান পূরণ করুন।
ক. চোখের জলে
খ. নয়ন জলে
গ. বুকের জলে
ঘ. নদীর জলে
উত্তরঃ খ

প্রশ্নঃ গেয়ে যায় কোন উদাসী —– গান।
ক. এ মধুর
খ. এ সুন্দর
গ. বেলা শেষের
ঘ. এ হতাশ
উত্তরঃ গ

প্রশ্নঃ জীবন মানেই ——।
ক. দুঃখ
খ. সংগ্রাম
গ. কষ্ট
ঘ. আনন্দ
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!