বাংলা ব্যাকরণ-১১৩

প্রশ্নঃ শুদ্ধ বানানটি কোনটি?
ক. কিম্বদন্তী
খ. কিংবদন্তী
গ. কিম্বদন্তি
ঘ. কিংবধন্তি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ব্যতত
খ. ব্যাতীত
গ. ব্যতীত
ঘ. বেতিত
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন বাননটি শুদ্ধ?
ক. শুশ্রুষা
খ. সুশ্রুষা
গ. শুশ্রূষা
ঘ. সুশ্রুসা
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদিত হয়েছে
খ. আমার টাকার আবশ্যক নেই
গ. জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করে
ঘ. ধৈর্যতা, সহিষ্ণুতা মহত্ত্বের লক্ষণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. তদ্ধিৎ
খ. তদ্ধিত
গ. তদ্বিত
ঘ. তদ্বিৎ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ. জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
গ. জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ. জ্ঞানী মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. শ্রদ্ধাঞ্জলি
খ. শ্রদ্ধাঞ্জলি
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. শ্রদ্ধেয়াঞ্জলী
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বানান কোনটি?
ক. দুরাবস্তা
খ. দুরাবস্থা
গ. দুরবস্থা
ঘ. দুরবস্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. বীনাপানি
খ. বিণাপানি
গ. বীণাপাণি
ঘ. বীণাপানি
উত্তরঃ গ

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুণ-
ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
খ. বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ তা নির্দেশ করুন।
ক. মাদ্রাসা
খ. মাদ্রাছা
গ. মাদ্‌রাসা
ঘ. মদরাছা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. লজ্জাস্কর
খ. রজ্জ্বাস্কর
গ. লজ্জাকর
ঘ. লজ্জাষ্কর
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশুদ্ধ বানান কোনটি?
ক. নৈর্ঋত
খ. নৈঝিত
গ. নৈখত
ঘ. নৈহৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. গীতাঞ্জলী
খ. গিতাঞ্জলী
গ. গীতাঞ্জলি
ঘ. গিতাঞ্জলি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. সর্বাঙ্গীণ
খ. সর্বাঙ্গিন
গ. সার্বাঙ্গিন
ঘ. সর্বাঙ্গিণ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. এ কথা প্রমান হয়েছে
খ. এ কথা প্রমাণ হয়েছে
গ. এ কথা প্রমানিত হয়েছে
ঘ. এ কথা প্রমাণিত হয়েছে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি নির্ভুল?
ক. দুর্ধসামগ্রস্থ
খ. দূর্দশাগ্রস্ত
গ. দুর্দশাগ্রস্থ
ঘ. দুরদশাগ্রস্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. ‘গীতাঞ্জালী’ পড়েছ কি?
খ. এ কথা প্রমাণ হয়েছে
গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
ঘ. আবশ্যক ব্যয়ে কাপর্ণ্য করা অনুচিত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. প্রমাদদ্যোন
খ. প্রমোদোদ্যান
গ. প্রমোদ্যদান
ঘ. প্রমোদুধ্যান
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষীকা
খ. বিভীষিকা
গ. বীভিষিকা
ঘ. বীভিষীকা
উত্তরঃ খ

প্রশ্নঃ অনাথিনী শব্দটির শুদ্ধরূপ কোনটি?
ক. অনাথিনী
খ. অনাথিনি
গ. অনাথা
ঘ. অনাথীনি
উত্তরঃ গ

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. ভীতু
খ. ভিতু
গ. ভিতূ
ঘ. কোনটাই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. উর্মি
খ. উর্মী
গ. ঊর্মি
ঘ. ঊর্মী
উত্তরঃ গ

প্রশ্নঃ “টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না।” – বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ১টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ. সায়াহ্নে সবাই বাড়ি ফিরছে
গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ. দারিদ্রতা কেউ চায় না
উত্তরঃ ক

প্রশ্নঃ সঠিক বানান কোনটি?
ক. শ্বাসুড়ি
খ. শ্বাশুড়ী
গ. শাশুড়ি
ঘ. শাশুড়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. ঝজ্ঞাট
খ. ঝঞ্ঝাট
গ. জঞ্জাট
ঘ. জঞ্চাট
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. শুশ্রুষা
খ. সুশ্রুষা
গ. শুশ্রূষা
ঘ. সুশ্রুসা
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
ক. এখানে সে ফিরে আসেনি
খ. তিনি মূর্চিত হয়ে পড়েছেন
গ. সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
ঘ. তুমি তার কথা বিশ্বাস করো না
উত্তরঃ গ

প্রশ্নঃ ভুল বাক্য কোনটি?
ক. রাগিদ অত্যন্ত মেধাবী
খ. দারিদ্র্যতার মধ্যেও মহত্ব আছে
গ. শশিভূষণ কি আসে নাই?
ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!