বাংলা ব্যাকরণ-১০৪

প্রশ্নঃ নিচের কোনটি প্রতিপদিক শবদর
ক. হাতা
খ. গোলাপি
গ. কলম
ঘ. গরমিল
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা –
ক. ৪৯ টি
খ. ৫১ টি
গ. ৫০ টি
ঘ. ৪৮ টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ রয়েছে ?
ক. ৪টি
খ. ৩ টি
গ. ৬ টি
ঘ. ৫ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ এক থেকে একশ পর্যন্ত গণনার পদ্ধতিকে কি বলা হয় ?
ক. সংখ্যাত্তোর পদ্ধতি
খ. সংখ্যাবাচক পদ্ধতি
গ. অংকবাচক পদ্ধতি
ঘ. দশ গুণোত্তোর পদ্ধতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জানাযা শব্দটি—
ক. তৎসম
খ. তদ্ভব
গ. দেশী
ঘ. বিদেশী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি তৎসম শব্দের উদাহরণ?
ক. মোক্তার
খ. চাহিদা
গ. ক্ষেত্র
ঘ. জ্যোৎস্না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন শব্দটি বিচার বিশ্লেষণ সাপেক্ষ নয়?
ক. বাদাম
খ. করা
গ. সম্যক
ঘ. ভবিতব্য
উত্তরঃ ক

প্রশ্নঃ দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
ক. আইন
খ. দাখিল
গ. এজেন্ট
ঘ. মুচলেকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যৌগিক’ শব্দের উদাহরণ নয় কোনটি?
ক. বাঁশী
খ. গায়ক
গ. গোলাপী
ঘ. মধুর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি তদ্ভব নয়?
ক. লুঙ্গি
খ. হাত
গ. চাঁদ
ঘ. দাঁত
উত্তরঃ ক

প্রশ্নঃ অর্থভেদে শব্দ কয় প্রকার ?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “গীর্জা” কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. ফারসী
খ. পর্তুগিজ
গ. ওলন্দাজ
ঘ. পাঞ্জাবী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘রুইতন’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. ইংরেজি
খ. তুর্কি
গ. চৈনিক
ঘ. ওলন্দাজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ক. আরবি ও ফারসি
খ. বাংলা ও ফারসি
গ. আরবি ও বাংলা
ঘ. বাংলা ও পর্তুগিজ
উত্তরঃ খ

প্রশ্নঃ চাঁদ কোন শ্রেণীর শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. তদ্ভব
ঘ. দেশী
উত্তরঃ গ

প্রশ্নঃ ং এর উচ্চারণ কিসের মতো হয় ?
ক. ঞ এর মতো
খ. ঙ এর মতো
গ. ক্ষ এর মতো
ঘ. ষ এর মতো
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিদেশী শব্দ?
ক. ঢেঁকি
খ. কুলা
গ. ফিতা
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সমাস’ সাধিত পদ কোনটি?
ক. চাষী
খ. বোনাই
গ. মানব
ঘ. দম্পতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
ক. হাত
খ. কর্ণ
গ. মৎস্য
ঘ. কার্য
উত্তরঃ ক

প্রশ্নঃ ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে ?
ক. বর্ণ
খ. ঘোষ
গ. স্বর
ঘ. ব্যঞ্জন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘রূঢ়ি’ শব্দ হিসেবে ‘প্রবীণ’ বর্তমানে কি অর্থ প্রকাশ করে?
ক. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
খ. বীণাবাদ্যকর
গ. প্রকৃষ্ঠরূপে বীণা বাজাতে পারেন যিনি
ঘ. যিনি নবীন নন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘জলধি’-এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
ক. সমুদ্র
খ. জলধারণ করে এমন
গ. কলসী
ঘ. জলাশয়
উত্তরঃ ক

প্রশ্নঃ যৌগিক শব্দ কোনটি?
ক. গায়ক
খ. প্রবীণ
গ. তৈল
ঘ. জলধি
উত্তরঃ ক

প্রশ্নঃ রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. পর্তুগিজ
খ. ওলন্দাজ
গ. জাপানি
ঘ. ফরাসি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
ক. আইন
খ. প্রথা
গ. শুল্ক
ঘ. রাজস্বনীতি
উত্তরঃ খ

প্রশ্নঃ পর্তুগিজ শব্দ কোনটি?
ক. ঢেঁকি
খ. কাগজ
গ. আনারস
ঘ. চিনি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অনীক’ শব্দের অর্থ
ক. সূর্য
খ. সমুদ্র
গ. সৈনিক
ঘ. যুদ্ধক্ষেত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধিত শব্দ কয় প্রকার ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলে ?
ক. মৌলিক শব্দ
খ. যৌগিক শব্দ
গ. সাধিত শব্দ
ঘ. যোগরূঢ় শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি তদ্ভব শব্দ?
ক. ফল
খ. ভিটা
গ. নদী
ঘ. অলাবু
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!