বাংলা ব্যাকরণ-১০৩

প্রশ্নঃ কোনটি মৌলিক শব্দ?
ক. মানব
খ. গোলাপ
গ. একাঙ্ক
ঘ. ধাতব
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনগুলো কন্ঠধ্বনি ?
ক. ত,থ,দ,ধ,ন
খ. প,ফ,ভ,ব,ম
গ. ক,খ,গ,ঘ,ঙ
ঘ. চ,ছ,জ,ঝ,ঞ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি ফারসি ভাষার শব্দ?
ক. শহীদ
খ. বাদশাহ
গ. আলমীরা
ঘ. হরতাল
উত্তরঃ খ

প্রশ্নঃ হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ?
ক. দেশী
খ. বিদেশী
গ. তদ্ভব
ঘ. তৎসম
উত্তরঃ গ

প্রশ্নঃ তৎসম শব্দের শব্দগত অর্থ কি?
ক. তার সমান
খ. তৎ যে সম
গ. বাংলা ভাষার সমান
ঘ. সংস্কৃত থেকে উৎপন্ন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত আছে, সেগুলোকে কি শব্দ নামে অভিহিত করা যায়?
ক. তদ্ভব শব্দ
খ. দেশী শব্দ
গ. তৎসম শব্দ
ঘ. বিদেশী শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ সমাস নিস্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, সে সকল শব্দকে কি বলে ?
ক. যোগরূঢ় শব্দ
খ. রূঢ়ি শব্দ
গ. মৌলিক শব্দ
ঘ. তৎসম শব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?
ক. অঘোষধ্বনি
খ. ঘোষধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অরুন্তদ’ শব্দের অর্থ–
ক. ভয়ংকর
খ. মর্মান্তিক
গ. রাজকীয়
ঘ. পিপাসিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ৎ’ বর্ণটি নিচের কোনটির খন্ডরূপ ?
ক. দ
খ. থ
গ. ত
ঘ. ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘প্যাগোডা’ কোন ভাষার শব্দ?
ক. জাপানি
খ. ইতালি
গ. চীনা
ঘ. বর্মী
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি মৌলিক শব্দ?
ক. লোনা
খ. ডিঙা
গ. ফুল
ঘ. চাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি ইংরেজি শব্দ?
ক. ম্যাজেন্টা
খ. পিস্তল
গ. আলমারি
ঘ. কমা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘জানালা’ শব্দটি-
ক. ফারসি
খ. পর্তুগিজ
গ. হিব্রু
ঘ. তুর্কি
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় ?
ক. প্রসারিত আকারে
খ. অর্ধ প্রসারিত আকারে
গ. সংক্ষিপ্ত আকারে
ঘ. অর্ধ সংক্ষিপ্ত আকারে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ?
ক. যৌগিক
খ. রূঢ়ি
গ. যোগ রূঢ়
ঘ. অব্যয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দুনিয়া’ শব্দটি কোন ভাষার?
ক. আরবি
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. উর্দু
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
ক. বাংলা
ফারসি
খ. সংস্কৃত
ফারসি
গ. ফারসি
আরবি
ঘ. সংস্কৃত
আরবি
উত্তরঃ গ

প্রশ্নঃ সংস্কৃত ভাষা থেকে যেসব শব্ত সোজাসোজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে?
ক. দেশী শব্দ
খ. অর্ধ-তৎসম শব্দ
গ. তৎসম শব্দ
ঘ. তদ্ভব শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে?
ক. যোগরূঢ় শব্দ
খ. যৌগিক শব্দ
গ. রূঢ়ি শব্দ
ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ক. ব
ন্‌

ন্‌
খ. বন্‌
ধন্‌
গ. ব
ন্ধ

ঘ. বান্‌
ধন্‌
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি প্রত্যয় নিস্পন্ন শব্দ ?
ক. অনুকূল
খ. আজীবন
গ. চলন্ত
ঘ. মহানবী
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজপুত শব্দের বুৎপত্তিগত অর্থ কোনটি ?
ক. পুত্রের রাজা
খ. রাজারপুত্র
গ. রাজা যে পুত্র
ঘ. জাতিবিশেষ
উত্তরঃ খ

প্রশ্নঃ সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন-
ক. আম্মা
খ. মা
গ. মাতা
ঘ. মাত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ?
ক. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
খ. মুখবিবর ও জিহ্বা
গ. কণ্ঠ,ও ওণ্ঠ, ও জিহ্বা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অনুকার’ শব্দগুলো কোন্ শ্রেণীর শব্দ?
ক. তৎসম
খ. দেশী
গ. তদ্ভব
ঘ. বিদেশী
উত্তরঃ ক

প্রশ্নঃ বিদেশী শব্দ কাকে বলে?
ক. সংস্কৃত ভাষা থেকে আগত শব্দকে
খ. সংস্কৃত ব্যতীত বিভিন্ন ভাষা থেকে আগত শব্দকে
গ. বাংলা ভাষায় অব্যবহৃত শব্দকে
ঘ. বহুকাল ধরে এদেশে প্রচলিত শব্দকে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি তদ্ভব শব্দ?
ক. চাঁদ
খ. সূর্য
গ. নক্ষত্র
ঘ. গগণ
উত্তরঃ ক

প্রশ্নঃ উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় ?
ক. গ স্বরধ্বনি
খ. অ স্বরধ্বনি
গ. ট স্বরধ্বনি
ঘ. আ স্বরধ্বনি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!