বাংলা ব্যাকরণ-১০২

প্রশ্নঃ কারক কয় প্রকার ?
ক. ৪ প্রকার
খ. ৬ প্রকার
গ. ৫ প্রকার
ঘ. ৭ প্রকার
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কিন্ডার গার্ডেন’ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
ক. জার্মান
খ. জাপানী
গ. পর্তুগিজ
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে কয়টিতে ?
ক. ৭ টি
খ. ৮ টি
গ. ৯ টি
ঘ. ১০ টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক
খ. রূঢ়
গ. দেশী
ঘ. যোগরূঢ়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি রূঢ় শব্দ ?
ক. বাঁশি
খ. জলধি
গ. কর্তব্য
ঘ. মহাযাত্রা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন ধরনের শব্দের ‘প্রতিশব্দ’ দেয়া কঠিন?
ক. যৌগিক শব্দের
খ. বিদেশী শব্দের
গ. মৌলিক শব্দের
ঘ. সমাসবদ্ধ শব্দের
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ?
ক. কলম
খ. ফুল
গ. বাড়ি
ঘ. চন্দন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে কি বলে?
ক. দেশী শব্দ
খ. অর্ধ-তৎসম শব্দ
গ. তদ্ভব শব্দ
ঘ. তৎসম শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে-
ক. যৌগিক শব্দ
খ. যোগরূঢ় শব্দ
গ. রূঢ়ি শব্দ
ঘ. মৌলিক শব্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শব্দটি তদ্ভব নয়?
ক. বেও
খ. দুই
গ. নাচ
ঘ. পুস্তক
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রাকৃত কথার অর্থ কোনটি?
ক. প্রকৃত
খ. পুরাতন
গ. স্বাভাবিক
ঘ. যা করা হয়েছে
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ নয়?
ক. ভবন
খ. ধর্ম
গ. পাত্র
ঘ. চামার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি দেশী শব্দের আওতাভুক্ত নয়?
ক. কুলা
খ. পেট
গ. ঢেঁকি
ঘ. হাত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘উকিল’ ও ‘মক্কেল’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করছে-
ক. তুর্কি ভাষা থেকে
খ. আরবি ভাষা থেকে
গ. ফরাসি ভাষা থেকে
ঘ. পর্তুগীজ ভাষা থেকে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
ক. চাকু, চাকর
খ. খদ্দর, হরতাল
গ. চা, চিনি
ঘ. রিক্সা, রেস্তোঁরা
উত্তরঃ গ

প্রশ্নঃ যে শব্দ সংস্কৃত ভাষা হতে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তাকে কি বলে?
ক. দেশী শব্দ
খ. তদ্ভব শব্দ
গ. রূঢ়ি শব্দ
ঘ. প্রাকৃত শব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ?
ক. তৎসম
খ. অর্ধ-তৎসম
গ. বিদেশী
ঘ. তদ্ভব
উত্তরঃ খ

প্রশ্নঃ ইংরেজি ভাষা থেকে আগত শব্দগুচ্ছ–
ক. কুর্সি, কেতলি, কাবাব
খ. বকেয়া, বাহাদুর, রেস্তোরাঁ
গ. কমা, লন্ঠন, বোতল
ঘ. দারোগা, কেদারা, ক্লাব
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘চকোলেট’ কোন দেশের ভাষার শব্দ?
ক. অষ্ট্রেলিয়া
খ. ইটালী
গ. জার্মানি
ঘ. মেক্সিকো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাক্যের একক কোনটি?
ক. উক্তি
খ. বিভক্তি
গ. উপসর্গ
ঘ. শব্দ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ নয় ?
ক. হারাম
খ. চন্দ্র
গ. নক্ষত্র
ঘ. সূর্য
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন শব্দটি সমাস নিস্পন্ন শব্দ ?
ক. হাতপাখা
খ. রান্না
গ. প্রহার
ঘ. উপকার
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের কোনটি আরবি শব্দ নয়?
ক. আল্লাহ
খ. ঈমান
গ. হালাল
ঘ. বেহেশত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দকে কি বলে ?
ক. যৌগিক শব্দ
খ. কৃদন্তপদ
গ. প্রত্যয়সাধিত শব্দ
ঘ. অনুশব্দ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
ক. সমাস দ্বারা
খ. লিঙ্গ পরিবর্তন দ্বারা
গ. উপসর্গ দ্বারা
ঘ. ক,খ ও গ তিন উপায়েই হয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তৈল’ শব্দটি কোন শ্রেণীর?
ক. যৌগিক
খ. রূঢ়
গ. যোগরূঢ়
ঘ. মৌলিক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘চকমক’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. চীনা
খ. তুর্কী
গ. উর্দু
ঘ. হিন্দি
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রকৃতি – প্রত্যয়ের অনুসারী হয় না কোন শব্দ ?
ক. যৌগিক
খ. রূঢ়ি
গ. যোগরূঢ়
ঘ. মৌলিক
উত্তরঃ খ

প্রশ্নঃ তদ্ভব-এর অর্থ হলো-
ক. তার সমান
খ. তার থেকে ভাবনা
গ. তার থেকে উৎপন্ন
ঘ. তার ভুবন
উত্তরঃ গ

প্রশ্নঃ শব্দকে গঠনমূলক দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায় ?
ক. ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৬ ভাগে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!