প্রশ্নঃ কোন উপসর্গযোগে ‘নিরেট’ শব্দটি গঠিত হয়েছে?
ক. নির
খ. নি
গ. নিম
ঘ. না
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন উপসর্গ ‘খ্যাতি’ অর্থে ব্যবহৃত?
ক. অপ
খ. পরা
গ. সম
ঘ. প্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ খাসমহল, লাপাত্তা, বাজে কথা প্রভৃতি শব্দগুলো কোন উপসর্গ যোগে গঠিত ?
ক. ফারসি উপসর্গ
খ. খাঁটি বাংলা উপসর্গ
গ. তৎসম উপসর্গ
ঘ. আরবি উপসর্গ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আম’ কোন ভাষার উপসর্গ?
ক. আরবি
খ. ফারসি
গ. বাংলা
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আধোয়া’ শব্দের ‘আ’-এর অর্থ কি?
ক. মন্দ
খ. পর্যন্ত
গ. অভাব
ঘ. বিশিষ্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দুর্ভাগা’ শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. ভালো
খ. মন্দ
গ. সুখ
ঘ. কষ্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?
ক. পরিহার
খ. হাভাতে
গ. উৎকর্ষ
ঘ. বেশরম
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় ?
ক. কা, বি, নি, সি
খ. নি, সি, তা, আ
গ. আ, সু, বি, নি
ঘ. তা, আ
উত্তরঃ গ
প্রশ্নঃ পরি, প্রতি, প্র প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ ?
ক. খাঁটি বাংলা উপসর্গ
খ. তৎসম উপসর্গ
গ. বিদেশী
ঘ. অনুসর্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘শরতের পর আসে বসন্ত’ -এখানে ‘পর’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
ক. দীর্ঘবিরতি
খ. বিরতি
গ. অল্পবিরতি
ঘ. প্রসঙ্গ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘প্রতিবাদ’-এর ‘প্রতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
ক. প্রত্যার্পণ
খ. সাদৃশ্য
গ. বিরোধ
ঘ. বিপ্সা
উত্তরঃ গ
প্রশ্নঃ তৎসম উপসর্গ কোনটি?
ক. ভর
খ. প্র
গ. হা
ঘ. লা
উত্তরঃ খ
প্রশ্নঃ উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দের –
ক. পূর্বে
খ. মধ্যে
গ. পরে
ঘ. পূর্বে ও পরে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?
ক. প্র, পরা, আজ, সা
খ. নির, পরি, আন, সু
গ. আ, নি, বি, সু
ঘ. অতি, অপি, অনা, অ
উত্তরঃ গ
প্রশ্নঃ বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
ক. বিদেশী
খ. খাঁটি বাংলা
গ. তৎসম
ঘ. আরবি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আড়’ কোন্ উপসর্গ?
ক. তৎসম
খ. বিদেশী
গ. খাঁটি বাংলা
ঘ. আরবি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাহির
খ. পশ্চাৎ
গ. সাদৃশ্য
ঘ. সাথে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পাতি, বি, ভর, রাম’-এগুলো কোন ধরনের উপসর্গ?
ক. খাঁটি বাংলা উপসর্গ
খ. তৎসম উপসর্গ
গ. বিদেশী উপসর্গ
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
ক. আরবি
খ. তুর্কী
গ. সংস্কৃত
ঘ. ফারসি
উত্তরঃ গ
প্রশ্নঃ অকেজো, অচেনা, প্রভৃতি শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিতান্ত (মন্দ)
খ. নিন্দিত
গ. অশুভ
ঘ. ক্রমাগত
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোনটি শব্দের আগে বসে?
ক. অনুসর্গ
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ইতিকথা’-এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?
ক. পূর্ব
খ. বিশিষ্ট
গ. অস্পষ্ট
ঘ. নিন্দা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি উপসর্গের বিভাগ বর্হিভূত ?
ক. সংস্কৃত
খ. সাধিত
গ. দেশী
ঘ. বিদেশী
উত্তরঃ খ
প্রশ্নঃ আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে বাক্যে অবেলা শব্দের কোন উপসর্গ ?
ক. খাঁটি বাংলা
খ. বিদেশী
গ. সংস্কৃত
ঘ. তৎসম
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. নিখুঁত
খ. আনমনা
গ. অবহেলা
ঘ. নিমরাজী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি?
ক. পরিপূর্ণ
খ. অকাজ
গ. অঝোর
ঘ. আবছায়া
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে?
ক. অনু, নির, দুর
খ. আন, আব, ইতি
গ. পরা,সু, হা
ঘ. অপি, অতি, আ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা’ এখানে ‘বিনে’ কি অর্থ প্রকাশ করছে ?
ক. সঙ্গে
খ. প্রয়োজনে
গ. ব্যতিরেকে
ঘ. আবশ্যিকতা
উত্তরঃ গ
প্রশ্নঃ অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে –
ক. খাঁটি বাংলা উপসর্গ
খ. তৎসম উপসর্গ
গ. ইংরেজি উপসর্গ
ঘ. হিন্দি উপসর্গ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনগুলো বিদেশী উপসর্গ?
ক. আড়, আন
খ. প্র, পরা
গ. নি, অব
ঘ. গর, মিল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শব্দের পূর্বে বসে কোনটি ?
ক. বিভক্তি
খ. প্রত্যয়
গ. উপসর্গ
ঘ. অনুসর্গ
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)