বাংলা ব্যাকরণ-০৩

প্রশ্নঃ ‘ইতিকথা’ এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক. পূর্ব
খ. বিশিষ্ট
গ. অস্পষ্ট
ঘ. নিন্দা
উত্তরঃ খ

প্রশ্নঃ হররোজ, হরকিসিম, হরহামেশা – এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. পূর্ণ অর্থে
খ. আধা অর্থে
গ. প্রত্যেক অর্থে
ঘ. মধ্যস্থ অর্থে
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?
ক. আ উপসর্গ
খ. আব উপসর্গ
গ. অ উপসর্গ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. আন উপসর্গ
খ. অনা উপসর্গ
গ. অ উপসর্গ
ঘ. আ উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
ক. অ
খ. অঘা
গ. অভি
ঘ. পাতি
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয় ?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. বিশেষণ
ঘ. অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?
ক. ইতিহাস
খ. অনুবাদ
গ. অভিযান
ঘ. গরমিল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি
খ. আরবি
গ. বাংলা
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ অপমান ও অপবাদ শব্দ দুটি ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক. নিকৃষ্ট
খ. বিপরীত
গ. নিশ্চয়
ঘ. প্রতিকূল
উত্তরঃ খ

প্রশ্নঃ অনুসর্গ কি করে ?
ক. বিভক্তির কাজ করে
খ. শব্দের অর্থের পরিবর্তন করে
গ. শব্দের অর্থ স্পষ্ট করে
ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আদান, আগমন শব্দে ‘আ’ কোন উপসর্গ ?
ক. বাংলা
খ. তৎসম
গ. অর্ধতৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উপসর্গ নয়?
ক. প্র
খ. পরা
গ. পরি
ঘ. আমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. কারকের
খ. অনুসর্গের
গ. উপসর্গের
ঘ. সমাসের
উত্তরঃ গ

প্রশ্নঃ হর কোন উপসর্গ ?
ক. আরবি
খ. হিন্দি
গ. উর্দু
ঘ. খ ও গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বাহির
খ. পশ্চাৎ
গ. সাদৃশ্য
ঘ. সাথে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক. ১২
খ. ২০
গ. ২৪
ঘ. ৩২
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শরতের পর আসে বসন্ত’ -এখানে ‘পর’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
ক. স্বল্পবিরতি অর্থে
খ. দীর্ঘবিরতি অর্থে
গ. পর্যন্ত অর্থে
ঘ. পানে অর্থে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অথৈ’ শব্দে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. রাগ
খ. সীমাহীন
গ. নিন্দা
ঘ. অভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লা’ কোন উপসর্গের উদাহরণ
ক. হিন্দি
খ. ফারসি
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী উপসর্গ?
ক. অ-ভাব
খ. নি-র্দোষ
গ. বি-রাগ
ঘ. বে-সামাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. নেতিবাচক
খ. বিয়োগান্তক
গ. নঞর্তক
ঘ. অজানা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিকৃষ্ট
খ. বিকৃত
গ. বিপরীত
ঘ. দূর্নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ সত্যবই মিথ্যে বলবো না। এখানে ‘বই’-
ক. বিশেষ্য
খ. উপসর্গ
গ. অনুসর্গ
ঘ. প্রত্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে?
ক. বিদেশ
খ. সুখ্যাতি
গ. অনাবৃষ্টি
ঘ. হরেক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত উপসর্গ
খ. বাংলা উপসর্গ
গ. তুর্কী উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
ক. নিম্নে
খ. অল্পতা
গ. প্রতিকুল
ঘ. সম্যকভাবে
উত্তরঃ খ

প্রশ্নঃ অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটি ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক. বিপরীত
খ. নিম্নে
গ. প্রতিকূল
ঘ. নিষেধ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
ক. আনকোরা
খ. সাজিয়া
গ. গরমিল
ঘ. অবসান
উত্তরঃ গ

প্রশ্নঃ নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের ‘নি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক. উওম
খ. পূর্ণতা
গ. নাই
ঘ. উৎকৃষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ খাঁটি বাংলায় উপসর্গ মোট কয়টি ?
ক. ১০ টি
খ. ১৫ টি
গ. ২১ টি
ঘ. ২০ টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!