বাংলা ব্যাকরণ-০৩

প্রশ্নঃ ‘ইতিকথা’ এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক. পূর্ব
খ. বিশিষ্ট
গ. অস্পষ্ট
ঘ. নিন্দা
উত্তরঃ খ

প্রশ্নঃ হররোজ, হরকিসিম, হরহামেশা – এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. পূর্ণ অর্থে
খ. আধা অর্থে
গ. প্রত্যেক অর্থে
ঘ. মধ্যস্থ অর্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?
ক. আ উপসর্গ
খ. আব উপসর্গ
গ. অ উপসর্গ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. আন উপসর্গ
খ. অনা উপসর্গ
গ. অ উপসর্গ
ঘ. আ উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
ক. অ
খ. অঘা
গ. অভি
ঘ. পাতি
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয় ?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. বিশেষণ
ঘ. অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?
ক. ইতিহাস
খ. অনুবাদ
গ. অভিযান
ঘ. গরমিল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি
খ. আরবি
গ. বাংলা
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ অপমান ও অপবাদ শব্দ দুটি ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক. নিকৃষ্ট
খ. বিপরীত
গ. নিশ্চয়
ঘ. প্রতিকূল
উত্তরঃ খ

প্রশ্নঃ অনুসর্গ কি করে ?
ক. বিভক্তির কাজ করে
খ. শব্দের অর্থের পরিবর্তন করে
গ. শব্দের অর্থ স্পষ্ট করে
ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আদান, আগমন শব্দে ‘আ’ কোন উপসর্গ ?
ক. বাংলা
খ. তৎসম
গ. অর্ধতৎসম
ঘ. তদ্ভব
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি উপসর্গ নয়?
ক. প্র
খ. পরা
গ. পরি
ঘ. আমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. কারকের
খ. অনুসর্গের
গ. উপসর্গের
ঘ. সমাসের
উত্তরঃ গ

প্রশ্নঃ হর কোন উপসর্গ ?
ক. আরবি
খ. হিন্দি
গ. উর্দু
ঘ. খ ও গ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বাহির
খ. পশ্চাৎ
গ. সাদৃশ্য
ঘ. সাথে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
ক. ১২
খ. ২০
গ. ২৪
ঘ. ৩২
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘শরতের পর আসে বসন্ত’ -এখানে ‘পর’ অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
ক. স্বল্পবিরতি অর্থে
খ. দীর্ঘবিরতি অর্থে
গ. পর্যন্ত অর্থে
ঘ. পানে অর্থে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অথৈ’ শব্দে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. রাগ
খ. সীমাহীন
গ. নিন্দা
ঘ. অভাব
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘লা’ কোন উপসর্গের উদাহরণ
ক. হিন্দি
খ. ফারসি
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি বিদেশী উপসর্গ?
ক. অ-ভাব
খ. নি-র্দোষ
গ. বি-রাগ
ঘ. বে-সামাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. নেতিবাচক
খ. বিয়োগান্তক
গ. নঞর্তক
ঘ. অজানা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. নিকৃষ্ট
খ. বিকৃত
গ. বিপরীত
ঘ. দূর্নাম
উত্তরঃ ক

প্রশ্নঃ সত্যবই মিথ্যে বলবো না। এখানে ‘বই’-
ক. বিশেষ্য
খ. উপসর্গ
গ. অনুসর্গ
ঘ. প্রত্যয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন শব্দটি বিদেশী উপসর্গযোগে গঠিত হয়েছে?
ক. বিদেশ
খ. সুখ্যাতি
গ. অনাবৃষ্টি
ঘ. হরেক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘অন্তঃপুর’-এর ‘অন্তঃ’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত উপসর্গ
খ. বাংলা উপসর্গ
গ. তুর্কী উপসর্গ
ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
ক. নিম্নে
খ. অল্পতা
গ. প্রতিকুল
ঘ. সম্যকভাবে
উত্তরঃ খ

প্রশ্নঃ অবজ্ঞা ও অবমাননা শব্দ দুটি ‘অব’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক. বিপরীত
খ. নিম্নে
গ. প্রতিকূল
ঘ. নিষেধ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
ক. আনকোরা
খ. সাজিয়া
গ. গরমিল
ঘ. অবসান
উত্তরঃ গ

প্রশ্নঃ নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের ‘নি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক. উওম
খ. পূর্ণতা
গ. নাই
ঘ. উৎকৃষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ খাঁটি বাংলায় উপসর্গ মোট কয়টি ?
ক. ১০ টি
খ. ১৫ টি
গ. ২১ টি
ঘ. ২০ টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top