বাংলা ব্যাকরণ-০২

প্রশ্নঃ কোনটি আরবি উপসর্গ ?
ক. নিম
খ. বাজে
গ. পরা
ঘ. সম
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি?
ক. সুগম
খ. লবণ
গ. নিখুঁত
ঘ. সুখবর
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি বিভক্তিসূচক অনুসর্গের উদাহরণ ?
ক. দ্বারা
খ. পর্যন্ত
গ. পণ্য
ঘ. ব্যতীত
উত্তরঃ ক

প্রশ্নঃ উপসর্গ কোনটি?
ক. অতি
খ. থেকে
গ. চেয়ে
ঘ. দ্বারা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আকাঠ’-এর ‘আ’ কোন অর্থ প্রকাশক?
ক. নিন্দিত
খ. মন্দ
গ. বিশিষ্ট
ঘ. বক্স
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নিবৃত্তী শব্দটির ‘নি’ কোন প্রকার উপসর্গ?
ক. বাংলা
খ. তৎসম
গ. আরবি
ঘ. ফারসি
উত্তরঃ খ

প্রশ্নঃ নিখুঁত শব্দটির ‘নি’ উপসর্গটি কোন প্রকার ?
ক. অর্ধতৎসম
খ. বিদেশী
গ. সংস্কৃত
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘খাস’ উপসর্গ কি অর্থজ্ঞাপক?
ক. অভাব
খ. খারাপ
গ. নিজের
ঘ. ভাল
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গ পাওয়া যায় ?
ক. সু বি নি
খ. সু সম অপ
গ. সু সা আন
ঘ. সু কু অ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘দর’ কোন শ্রেণীর উপসর্গ?
ক. ইংরেজি
খ. বিদেশী
গ. তৎসম
ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. বিপরীত
খ. নিকৃষ্ট
গ. বিকৃত
ঘ. অভাব
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি তৎসম উপর্সগ?
ক. প্র
খ. গর
গ. বে
ঘ. লা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি উপসর্গ নয়?
ক. অতি
খ. অভি
গ. অনু
ঘ. অপু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?
ক. তৎসম
খ. খাঁটি বাংলা
গ. বিদেশী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘অঘারাম’-এর ‘অঘা’ কিঅর্থ প্রকাশ করে?
ক. নিন্দিত
খ. অপদার্থ
গ. খাঁটি
ঘ. খারাপ
উত্তরঃ খ

প্রশ্নঃ সুনিপুণ শব্দে ‘সু’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. আতিশয্য
খ. বিশেষ্য
গ. অতিশয়
ঘ. নিশ্চয়
উত্তরঃ গ

প্রশ্নঃ কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের ‘কার’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. স্থান
খ. অধীন
গ. সহিত
ঘ. কাজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অনুসর্গের কাজ কি ?
ক. বিভক্তিরূপে বসে পদের অর্থ সুস্পষ্ট করা
খ. স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করা
গ. পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা
ঘ. ক ও খ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্তে ব্যবহৃত হয়েছে
খ. শব্দ দুটিতে উপসগয়টি একই অর্থে ব্যবহৃত হয়েছে
গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দু’টি বিদেশী উপসর্গ?
ক. নিম, গর
খ. আন, ইতি
গ. প্র, পরা
ঘ. লা, ইতি
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইতিকথা’ এর ‘ইতি’ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
ক. পূর্ব
খ. বিশিষ্ট
গ. অস্পষ্ট
ঘ. নিন্দা
উত্তরঃ খ

প্রশ্নঃ হররোজ, হরকিসিম, হরহামেশা – এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. পূর্ণ অর্থে
খ. আধা অর্থে
গ. প্রত্যেক অর্থে
ঘ. মধ্যস্থ অর্থে
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?
ক. আ উপসর্গ
খ. আব উপসর্গ
গ. অ উপসর্গ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. আন উপসর্গ
খ. অনা উপসর্গ
গ. অ উপসর্গ
ঘ. আ উপসর্গ
উত্তরঃ ক

প্রশ্নঃ খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
ক. অ
খ. অঘা
গ. অভি
ঘ. পাতি
উত্তরঃ গ

প্রশ্নঃ উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয় ?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. বিশেষণ
ঘ. অব্যয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ ?
ক. ইতিহাস
খ. অনুবাদ
গ. অভিযান
ঘ. গরমিল
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে?
ক. ফারসি
খ. আরবি
গ. বাংলা
ঘ. সংস্কৃত
উত্তরঃ ক

প্রশ্নঃ অপমান ও অপবাদ শব্দ দুটি ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক. নিকৃষ্ট
খ. বিপরীত
গ. নিশ্চয়
ঘ. প্রতিকূল
উত্তরঃ খ

প্রশ্নঃ অনুসর্গ কি করে ?
ক. বিভক্তির কাজ করে
খ. শব্দের অর্থের পরিবর্তন করে
গ. শব্দের অর্থ স্পষ্ট করে
ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!