বাংলা বিবিধ-০৫

প্রশ্নঃ দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত-
ক. কবি
খ. নাট্যকার
গ. গীতিকার
ঘ. উপন্যাসিক
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘পদ্মিনী উপাখ্যান’ কাব্য কে রচনা করেন?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
ঘ. কায়কোবাদ
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা চলচ্চিত্র পরিচালক কে?
ক. Mel Gibson
খ. Barry Jenkins
গ. Damien Chazelle
ঘ. Kenneth Lonergan
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কাসেম বধ কাব্য’ কার রচনা?
ক. মুনীর চৌধুরী
খ. কায়কোবাদ
গ. হামিদ আলী
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ গ

প্রশ্নঃ Curtail
ক. সংক্ষিপ্ত করা
খ. শুরু
গ. চোখ বুলানো
ঘ. প্রচুর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় কার পিতৃদত্ত নাম?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. ভূদেব চৌধুরী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
খ. বঙ্গভাষা ও সাহিত্য
গ. বাংলা সাহিত্যের কথা
ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা
উত্তরঃ খ

প্রশ্নঃ রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ-এই গানটির রচয়িতা কে?
ক. হাছন রাজা
খ. গোলাম মোস্তফা
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সৈয়দ আলী আহসান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
ক. কাজী এমদাদুল হক
খ. মীর মশাররফ হোসেন
গ. মোহাম্মদ নজিবর রহমান
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্নগুলোর কতটি বাক্যের শেষে বসে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্যারডি রচনার পথিকৃৎ কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. গোবিন্দ চন্দ্র দাস
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্যাটলশিপ পটেমকিন
ক. একটি রুশ চলচ্চিত্র
খ. একটি জার্মান চলচ্চিত্র
গ. একটি চেক চলচ্চিত্র
ঘ. একটি হাঙ্গেরীয় চলচ্চিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ এর রচয়িতা কে?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
খ. দোম অ্যান্তোনিও
গ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
ঘ. হেনরী পিটস ফরস্টার
উত্তরঃ খ

প্রশ্নঃ ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-
ক. গবেষনা পত্র
খ. প্রতিবেদন
গ. সার সংক্ষেপ
ঘ. ভাব সম্প্রসারণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘Subjudice’-এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?
ক. বিচারকের বেঞ্চ
খ. বিশেষ আদালত
গ. বিচারাধীন
ঘ. কোনটিই না
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
ক. ভিয়েতনাম সংকট
খ. সাইপ্রাস সংকট
গ. কোরিয়া সংকট
ঘ. প্যালেষ্টাইন সংকট
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আলালী ভাষা’ বলতে নিচের কোনটিকে বুঝায়?
ক. ভাবগাম্ভীর্যপূর্ণ ভাষা
খ. হালকা চটুল ভাষা
গ. গুরুচণ্ডালী ভাষা
ঘ. কলকাতা অঞ্চলের কথ্য ভাষা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ In which year did the Titanic Sink?/টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয় কত সালে?
ক. ১৯১২
খ. ১৯১৩
গ. ১৯১৪
ঘ. ১৯১৫
ঙ.কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের নারীরা পুরুষের চেয়ে কম বাচেঁ?
ক. বাংলাদেশ
খ. জাপান
গ. সুইডেন
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী” রচনাটি?
ক. আবুল হাসানের একটি কবিতা ও গান
খ. আবদুল গাফফার রচিত একটি কবিতা পরে গান
গ. আল মাহমুদের একটি কবিতা
ঘ. আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি ভ্রমনকাহিনী?
ক. রাশিয়ার চিঠি
খ. জাপানযাত্রী
গ. য়ুরোপ প্রবাসীর পত্র
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন-
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. আবদুল কাদির
গ. ফররুখ আহমদ
ঘ. তালিম হোসেন
উত্তরঃ ক

প্রশ্নঃ The South Pole is located in the (দক্ষিণ মেরু অবিস্থিত………………)
ক. Arctic
খ. Antarctic
গ. Antipodes
ঘ. Occident
উত্তরঃ খ

প্রশ্নঃ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কাব্য কোনটি?
ক. কুহু ও কেকা
খ. হসন্তিকা
গ. অভ্র ও আবীর
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র কোনটি?
ক. Tanna (Australia)
খ. A Man Called Ove (Sweden)
গ. The Salesman (Iran)
ঘ. Land of Mine (Denmark)
উত্তরঃ গ

প্রশ্নঃ জাপানের জাতীয় প্রতীক কি?
ক. শ্বেতপদ্ম
খ. গোলাপ
গ. ক্রিসানথিয়াম
ঘ. শাপলা
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন খ্যাতিমান লেখক যুগ সন্ধিক্ষনের কবি হিসেবে পরিচিত?
ক. ভারতচন্দ্র রায়
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. মধুসূদন দত্ত
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?
ক. মমতাজ উদদীন আহমেদ
খ. আব্দুল্লাহ আল মামুন
গ. সেলিম আল দীন
ঘ. রামেন্দু মজুমদার
উত্তরঃ গ

প্রশ্নঃ অমৃতলাল বসুর কোন প্রহসনে হিন্দু নিচু জাতির ইংরেজি শিক্ষার বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়েছে?
ক. কালাপানি
খ. বাবু
গ. নীলদর্পণ
ঘ. একাকার
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!