প্রশ্নঃ বাংলা একাডেমী চরিতাভিধান -এর সম্পাদনা করেছেন কে?
ক. হায়াৎ মামুদ
খ. শিবপ্রসন্ন লাহিড়ী
গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘স্বপনপশারী, বিস্মরণী, স্বরগরল,’ -কার রচনা?
ক. মোহিতলাল মজুমদার
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
ক. বঙ্গদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সবুজপত্র
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সীমান্তের চিঠি’ নামক ভ্রমণকাহিনীর লেখক কে?
ক. নূরুল মোমেন
খ. সানাউল হক
গ. ইব্রাহিম খলিল
ঘ. মোহাম্মদ জাফর ইকবাল
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বগ্রাম (Global Village) ধারণার প্রবক্তা কে?
ক. রবার্ট ম্যাকরামারা
খ. ম্যাকলুহান
গ. টনি বেয়ার
ঘ. অলব্রাইট
উত্তরঃ খ
প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাটিয়ালী ও মরফতী গান এখন ভাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি?
ক. শহুরে গানের প্রভাব
খ. রবীন্দ্র সঙ্গীতের প্রভাব
গ. নজরুল সঙ্গীতের প্রভাব
ঘ. বিদেশী গানের আবেদন
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’- আমাদের জাতীয় সংগীতের রচয়ীতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জসীমউদ্দীন
ঘ. মাহবুব-উল-আলম চোধুরী
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-
ক. পত্রগর্ভ
খ. শিরোনাম
গ. সম্ভাষণ
ঘ. মূলবক্তব্য
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনি রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
ক. আলো ও ছায়া
খ. মাল্য ও নির্মাল্য
গ. অশোক সঙ্গীত
ঘ. কুসুমাঞ্জলী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অবাঞ্ছিত’ কার রচনা?
ক. আনোয়ার পাশা
খ. আকবর হোসেন
গ. আবু জাফর শামসুদ্দীন
ঘ. রাবেয়া খাতুন
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটির শিল্পী কে?
ক. মান্না দে
খ. মোহাম্মদ রফি
গ. ভুপেন হাজারিকা
ঘ. কিশোর কুমার
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন কাব্যটি দেবেন্দ্রনাথ সেন রচিত?
ক. নির্ঝরিণী
খ. শঙ্খ
গ. এষা
ঘ. ভুল
উত্তরঃ ক
প্রশ্নঃ Scarctity
ক. স্থূল
খ. প্রাচুর্য
গ. স্বল্পতা
ঘ. কর্কশ
উত্তরঃ গ
প্রশ্নঃ গাড়ি চলে না, চলে না, নারে………… গানের গীতিকার কে?
ক. সঞ্জীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. শাহ আব্দুল করিম
ঘ. দাশরথি রায়
উত্তরঃ গ
প্রশ্নঃ বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. এস এন বোস
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. রামমোহন রায়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গ্যালিলিও’ কি?
ক. মঙ্গলগ্রহের একটি উপগ্রহ
খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
গ. শনি গ্রহের একটি উপগ্রহ
ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ?
ক. প্রথম ১০টি চরণ
খ. শেষ ১২টি চরণ
গ. প্রথম ১২টি চরণ
ঘ. শেষ ১০টি চরণ
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক. একাত্তরের দিনগুলি
খ. বিরহ বিলাপ
গ. আমি বীরাঙ্গনা বলছি
ঘ. বকুলপুরের স্বাধীনতা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক. কেশব চন্দ্র সেন
খ. গিরিশ চন্দ্র সেন
গ. মওলানা আকরাম খাঁ
ঘ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ খ
প্রশ্নঃ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
ক. বিস্ময়
খ. দাঁড়ি
গ. কমা
ঘ. হাইফেন
উত্তরঃ ক
প্রশ্নঃ বিষ্ণু দে’র প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. চোরাবালি
খ. উর্বশী ও আর্টেমিস
গ. দিবানিশি
ঘ. সাত ভাই চম্পা
উত্তরঃ খ
প্রশ্নঃ তৃতীয় বিশ্ব বলতে বোঝায়
ক. উন্নত দেশসমূহ
খ. উন্নয়নশীল দেশসমূহ
গ. তেলপ্রধান দেশসমূহ
ঘ. এশিয়ার দেশসমূহ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দৃষ্টিপাত’-এর লেখক ‘যাযাবর’-এর প্রকৃত নাম কি?
ক. ভূদেব মুখোপাধ্যায়
খ. বিনয় মুখোপাধ্যায়
গ. আশুতোষ মুখোপাধ্যায়
ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ
প্রশ্নঃ আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. মোজাম্মেল হক
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
ক. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
খ. সমাজ বিরোধী দল এখানে বেশ বড়
গ. সমাজ বিরোধীরা এখন বেশ দূরে
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি ‘কোলন’?
ক. ;
খ. :
গ. =
ঘ. ” “
উত্তরঃ খ
প্রশ্নঃ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ‘খাঁটি বাঙালি কবি’ হিসেবে অভিহিত করেছেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মধুসূদন দত্ত
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)