বাংলা বিবিধ-০২

প্রশ্নঃ বাংলা একাডেমী চরিতাভিধান -এর সম্পাদনা করেছেন কে?
ক. হায়াৎ মামুদ
খ. শিবপ্রসন্ন লাহিড়ী
গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘স্বপনপশারী, বিস্মরণী, স্বরগরল,’ -কার রচনা?
ক. মোহিতলাল মজুমদার
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
ক. বঙ্গদর্শন
খ. সমাচার দর্পণ
গ. সবুজপত্র
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘সীমান্তের চিঠি’ নামক ভ্রমণকাহিনীর লেখক কে?
ক. নূরুল মোমেন
খ. সানাউল হক
গ. ইব্রাহিম খলিল
ঘ. মোহাম্মদ জাফর ইকবাল
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বগ্রাম (Global Village) ধারণার প্রবক্তা কে?
ক. রবার্ট ম্যাকরামারা
খ. ম্যাকলুহান
গ. টনি বেয়ার
ঘ. অলব্রাইট
উত্তরঃ খ

প্রশ্নঃ ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাটিয়ালী ও মরফতী গান এখন ভাষার গান বলে বিবেচিত হওয়ার কারণ কি?
ক. শহুরে গানের প্রভাব
খ. রবীন্দ্র সঙ্গীতের প্রভাব
গ. নজরুল সঙ্গীতের প্রভাব
ঘ. বিদেশী গানের আবেদন
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’- আমাদের জাতীয় সংগীতের রচয়ীতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জসীমউদ্দীন
ঘ. মাহবুব-উল-আলম চোধুরী
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়-
ক. পত্রগর্ভ
খ. শিরোনাম
গ. সম্ভাষণ
ঘ. মূলবক্তব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনি রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
ক. আলো ও ছায়া
খ. মাল্য ও নির্মাল্য
গ. অশোক সঙ্গীত
ঘ. কুসুমাঞ্জলী
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘অবাঞ্ছিত’ কার রচনা?
ক. আনোয়ার পাশা
খ. আকবর হোসেন
গ. আবু জাফর শামসুদ্দীন
ঘ. রাবেয়া খাতুন
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটির শিল্পী কে?
ক. মান্না দে
খ. মোহাম্মদ রফি
গ. ভুপেন হাজারিকা
ঘ. কিশোর কুমার
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন কাব্যটি দেবেন্দ্রনাথ সেন রচিত?
ক. নির্ঝরিণী
খ. শঙ্খ
গ. এষা
ঘ. ভুল
উত্তরঃ ক

প্রশ্নঃ Scarctity
ক. স্থূল
খ. প্রাচুর্য
গ. স্বল্পতা
ঘ. কর্কশ
উত্তরঃ গ

প্রশ্নঃ গাড়ি চলে না, চলে না, নারে………… গানের গীতিকার কে?
ক. সঞ্জীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. শাহ আব্দুল করিম
ঘ. দাশরথি রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ বিজ্ঞান বিষয়ক প্রথম বাঙালি লেখক কে?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. এস এন বোস
গ. জগদীশ চন্দ্র বসু
ঘ. রামমোহন রায়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘গ্যালিলিও’ কি?
ক. মঙ্গলগ্রহের একটি উপগ্রহ
খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
গ. শনি গ্রহের একটি উপগ্রহ
ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ?
ক. প্রথম ১০টি চরণ
খ. শেষ ১২টি চরণ
গ. প্রথম ১২টি চরণ
ঘ. শেষ ১০টি চরণ
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক. একাত্তরের দিনগুলি
খ. বিরহ বিলাপ
গ. আমি বীরাঙ্গনা বলছি
ঘ. বকুলপুরের স্বাধীনতা
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক. কেশব চন্দ্র সেন
খ. গিরিশ চন্দ্র সেন
গ. মওলানা আকরাম খাঁ
ঘ. মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
উত্তরঃ খ

প্রশ্নঃ হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
ক. বিস্ময়
খ. দাঁড়ি
গ. কমা
ঘ. হাইফেন
উত্তরঃ ক

প্রশ্নঃ বিষ্ণু দে’র প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. চোরাবালি
খ. উর্বশী ও আর্টেমিস
গ. দিবানিশি
ঘ. সাত ভাই চম্পা
উত্তরঃ খ

প্রশ্নঃ তৃতীয় বিশ্ব বলতে বোঝায়
ক. উন্নত দেশসমূহ
খ. উন্নয়নশীল দেশসমূহ
গ. তেলপ্রধান দেশসমূহ
ঘ. এশিয়ার দেশসমূহ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দৃষ্টিপাত’-এর লেখক ‘যাযাবর’-এর প্রকৃত নাম কি?
ক. ভূদেব মুখোপাধ্যায়
খ. বিনয় মুখোপাধ্যায়
গ. আশুতোষ মুখোপাধ্যায়
ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিকদের মধ্যে সবচেয়ে দুরূহ কবি?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. গোবিন্দচন্দ্র দাস
গ. মোজাম্মেল হক
ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘The anti-socials are still at large’-এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক?
ক. সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে
খ. সমাজ বিরোধী দল এখানে বেশ বড়
গ. সমাজ বিরোধীরা এখন বেশ দূরে
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি ‘কোলন’?
ক. ;
খ. :
গ. =
ঘ. ” “
উত্তরঃ খ

প্রশ্নঃ কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে ‘খাঁটি বাঙালি কবি’ হিসেবে অভিহিত করেছেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মধুসূদন দত্ত
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!