বাংলা বিবিধ-০৩

প্রশ্নঃ যুগসন্ধিক্ষণের কবি কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. ঈশ্বর প্রসাদ
ঘ. সহদেব চক্রবর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘টোনাটুনির বই’ গল্পগ্রন্থের রচয়িতা কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. সুকুমার রায়
গ. দক্ষিণারঞ্জন মিত্র
ঘ. উপেন্দ্রকিশোর রায়
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ৮৯তম অস্কারে সেরা নারী অভিনেতা কে?
ক. Isabelle Huppert
খ. Ruth Negga
গ. Emma Stone
ঘ. Meryl Streep
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘কলিকাতা কমলালয়’, ‘নববাবু বিলাস’ গ্রন্থ দু’টির রচয়িতা কে?
ক. তারাচরণ শিকদার
খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
গ. কালী প্রসন্ন সিংহ
ঘ. কালী প্রসন্ন ঘোষ
উত্তরঃ খ

প্রশ্নঃ জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা–
ক. ৪০০০০০
খ. ৪০০০০
গ. ৪৪০০০
ঘ. ৫৪০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘থাইল্যাণ্ড’ শব্দের অর্থ কি?
ক. উচ্চভূমি
খ. নিম্নভূমি
গ. যুক্তভূমি
ঘ. মুক্তভূমি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বাংলা দেশের আঞ্চলিক ভাষার অভিধান’ কার সম্পাদনায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়?
ক. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুহাম্মদ এনামুল হক
গ. আবুল ফজল
ঘ. মুহম্মদ আবদুল হাই
উত্তরঃ ক

প্রশ্নঃ ভাব-সম্প্রসারণের তিনটি লক্ষণীয় অংশ কি কি
ক. বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও দৃষ্টান্ত
খ. বাচ্যার্থ, লক্ষ্যার্থ ও ভাবার্থ
গ. আভিধানিক অর্থ, ব্যবহৃত অর্থ ও উপমা
ঘ. মূলভাব, আনুষঙ্গিক ভাব ও সহযোগী ভাব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ a rocket flying to the moon does not need wings because (চন্দ্রগামী রকেটের ডানার প্রয়োজন নেই কারণ………
ক. it has no engine
খ. space has too much dust
গ. it has no fuel
ঘ. space is airless
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
ক. চট্টগ্রাম
খ. ঢাকা
গ. রাজশাহী
ঘ. সিলেট
উত্তরঃ গ
প্রশ্নঃ Microbiology-এর পরিভাষা নিম্নের কোনটি?
ক. অনুপ্রাণ বিজ্ঞান
খ. অণুজীব বিজ্ঞান
গ. জীবাণু বিজ্ঞান
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মণিমঞ্জুষা’ কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ. যতীন্দ্রমোহন বাগচী
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কামিনী রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ডায়নোসোর কোন মহাযুগের অধিবাসী ছিল?
ক. সিনোজোয়িক
খ. মেসোজোয়িক
গ. পেলিওজোয়িক
ঘ. আকৃতজোয়িক
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সালাম সালাম হাজার সালাম’-গানটির গীতিকার কে?
ক. গোবিন্দ হালদার
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. আবুদল গাফফার চৌধুরীর
ঘ. গাজী মাজহারুল ইসলাম
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলা নববর্ষ প্রথম কে চালু করেছিলেন?
ক. ইলিয়াস শাহ
খ. শের শাহ
গ. সম্রাট আকবর
ঘ. সম্রাট সাজাহান
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
ক. সঞ্চয়
খ. কবীন্দ্র পরমেশ্বর
গ. শ্রীকর নন্দী
ঘ. কাশীরাম দাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কামিনী রায়ের জন্মস্থান কোথায়?
ক. সিলেট
খ. বাকেরগঞ্জ
গ. ফরিদপুর
ঘ. চাঁদপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ আধুনিকদের মধ্যে সবচেয়ে শান্ত, স্নিগ্ধ, ধ্যানী বলে মনে করা হয় কারে?
ক. জীবনানন্দ দাশ
খ. সুধীন্দ্রনাথ দত্ত
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘নববাবু বিলাস’ কার রচনা?
ক. রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. উইলিয়াম কেরি
ঘ. ভবানীচরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাসির গল্পকার’ কাকে বলা হয়?
ক. শিবরাম চক্রবর্তী
খ. রাজশেখর বসু
গ. ভানু সিংহ
ঘ. গোপাল ভাড়
উত্তরঃ খ
প্রশ্নঃ Civil society-এর পরিভাষা নিম্নের কোনটি?
ক. সভ্য সমাজ
খ. সুশীল সমাজ
গ. বেসামরিক সমাজ
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বৃত্তসংহার’ মহাকাব্যের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. নবীনচন্দ্র সেন
ঘ. যোগীন্দ্রনাথ বসু
উত্তরঃ খ

প্রশ্নঃ ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
ক. সৌর বছর
খ. কসমিক ইয়ার
গ. আলোক বর্ষ
ঘ. পলিসার
উত্তরঃ খ

প্রশ্নঃ বাবেল মান্দেব কি শব্দ?
ক. ফরাসি
খ. উর্দু
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ ক

প্রশ্নঃ চাঁদের বুকে অবতরণকারী সর্বশেষ নভোচারীর নাম কি?
ক. জিন কারম্যান
খ. ইউজিন সারনেন
গ. এডগার মিচেল
ঘ. নীল আর্মস্ট্রং
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ কি ধরনের কাব্য?
ক. মহাকাব্য
খ. গীতিকাব্য
গ. পত্রকাব্য
ঘ. কাহিনীকাব্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
ক. ১৫ জুলাই, ১৯৯৪
খ. ১৬ জুলাই, ১৯৯৪
গ. ১৭ জুলাই, ১৯৯৪
ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
উত্তরঃ খ

প্রশ্নঃ Tom Cruise is—
ক. Singer
খ. Writer
গ. Actor
ঘ. Politician
ঙ.None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সারদামঙ্গল’ কার লেখা?
ক. বিহারীলাল
খ. হেমচন্দ্র
গ. জয়দেব
ঘ. নবীনচন্দ্র
উত্তরঃ ক

প্রশ্নঃ বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
ক. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
খ. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!