প্রশ্নঃ আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কি?
ক. কয়লা
খ. বাতাস থেকে আহরিত অক্সিজেন ও নাইট্রোজেন
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. খনি থেকে আহরিত নাইট্রেট
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় চুনাপাথর মজুদ আছে ?
ক. শ্রীমঙ্গল
খ. টেকনাফ
গ. সেন্টমার্টিন
ঘ. বান্দরবান
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় ?
ক. চট্টগ্রাম
খ. নরসিংদী
গ. দিনাজপুর
ঘ. যশোর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
খ. উন্নত জাতের ধানের নাম
গ. উন্নত জাতের গমের নাম
ঘ. দুটি কৃষি বিষয়ক বেসরকারী সংস্থার নাম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. রংপুর
গ. ঈশ্বরদী
ঘ. যশোর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
ক. ২৪০০ বর্গ মাইল
খ. ১৯৫০ বর্গ মাইল
গ. ১৮৮৬ বর্গ মাইল
ঘ. ৯২৫ বর্গ মাইল
উত্তরঃ ক
প্রশ্নঃ পাট থেকে তৈরী ‘জুটন’ আবিস্কার করেন কে ?
ক. ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা
খ. ড. ইন্নাস আলী
গ. ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
ঘ. ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বে আলু উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৮ম
খ. ৭ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আইভরি ব্ল্যাক’ কি ?
ক. রক্ত কয়লা
খ. সক্রিয় কয়লা
গ. কালো রঙ
ঘ. অস্থিজ কয়লা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সবচেয়ে উচ্চ ফলনশীল কোনটি ?
ক. সাতিশাইল
খ. মালা ইরি
গ. নাইজারশাইল
ঘ. পাজাম
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন দুটি জেলায় সুন্দরবন অবস্থিত ?
ক. পিরোজপুর ও সাতক্ষীরা
খ. ঝালকাঠি ও সাতক্ষীরা
গ. পটুয়াখালী ও বাগেরহাট
ঘ. সাতক্ষীরা ও বাগেরহাট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
ক. পাবনা-সিরাজগঞ্জে
খ. দিনাজপুর
গ. বরিশাল
ঘ. ফরিদপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
ক. বিজয়পুরে
খ. রানীগঞ্জে
গ. টেকের হাটে
ঘ. বিয়ানী বাজারে
উত্তরঃ ক
প্রশ্নঃ সবুজ পাট হতে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভাবন হয় –
ক. জাপানে
খ. বাংলাদেশে
গ. আমেরিকায়
ঘ. ইংল্যান্ডে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?
ক. ৮০
খ. ৭৫
গ. ৩২
ঘ. ১০
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তাইওয়ান গ্রিন’ কোন জাতের ফল?
ক. জাম
খ. কলা
গ. আম
ঘ. লিচু
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটির উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত ?
ক. নাফ নদী
খ. কর্ণফুলী নদী
গ. সুরমা নদী
ঘ. কুশিয়ারা নদী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত?
ক. রামু
খ. রাঙ্গামাটি
গ. রাঙ্গুনিয়া
ঘ. রামগতি
উত্তরঃ ক
প্রশ্নঃ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক. অ্যামোনিয়া
খ. টিএসপি
গ. ইউরিয়া
ঘ. সুপার ফসফেট
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের ধান চাষের প্রধান মৌসুম–
ক. আউস
খ. আমন
গ. বোরো
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ সরকার ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’ প্রতিষ্ঠা করে কবে?
ক. ১৯ মার্চ ২০১৬
খ. ১৯ এপ্রিল ২০১৬
গ. ১৯ মার্চ ২০১৫
ঘ. ১৯ জানুয়ারি ২০১৬
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথমবারের মতো বাংলাদেশের কোথায় বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয় ?
ক. চট্টগ্রাম
খ. ফেনীতে
গ. নোয়াখালীতে
ঘ. লক্ষীপুরে
উত্তরঃ খ
প্রশ্নঃ নাইকো গ্যাস কোম্পানিটি কোন দেশের ?
ক. যুক্তরাষ্ট্র
খ. কানাডা
গ. ব্রিটেন
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ হরিপুর কেন বিখ্যাত ?
ক. পেট্রোলিয়াম
খ. প্রাকৃতিক গ্যাস
গ. কয়লা
ঘ. সিমেন্ট কারখানা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
ক. ১৮
খ. ২০
গ. ২৩
ঘ. ২৫
উত্তরঃ গ
প্রশ্নঃ Acid (অম্ল) মাটি কেমন ?
ক. উর্বর
খ. জৈব
গ. অনুর্বর
ঘ. প্রচুর ক্যালসিয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ বড়পুকুরিয়া কয়লা খনি আবিস্কার হয় কোন সনে?
ক. ১৯৮০
খ. ১৯৮১
গ. ১৯৮২
ঘ. ১৯৮৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃশিপণ্য সবচেয়ে বেশী উৎপাদিত হয়?
ক. পাট
খ. ইক্ষু
গ. চা
ঘ. ধান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয় –
ক. ১ জুন, ২০০২
খ. ৩০ জুন, ২০০২
গ. ৩০ জুলাই, ২০০২
ঘ. ৩১ জুলাই, ২০০২
উত্তরঃ খ
প্রশ্নঃ খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ক. চাপালিশ
খ. কেওড়া
গ. গেওয়া
ঘ. সুন্দরী
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)