প্রশ্নঃ জমিতে সার হিসেবে নিম্নের কোন পদার্থ ব্যবহার করা হয় ?
ক. ক্যালসিয়াম সালফেট
খ. কপার সালফেট
গ. অ্যামোনিয়াম সালফেট
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় ?
ক. ঘোড়াশাল
খ. আগুগঞ্জ
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে বেশী চা বাগান আছে –
ক. চট্টগ্রাম
খ. হবিগঞ্জ
গ. সিলেট
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশী গম উৎপাদিত হয় ?
ক. রাজশাহী
খ. রংপুর
গ. যশোর
ঘ. দিনাজপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার’ প্রবর্তন করা হয়–
ক. ৫ এপ্রিল ১৯৭৪
খ. ৫ এপ্রিল ১৯৭৩
গ. ৬ জুন ১৯৭৫
ঘ. ১৫ মে ১৯৭৩
উত্তরঃ খ
প্রশ্নঃ ম্যানগ্রোভ বন কোনটি ?
ক. মধুপুর
খ. সুন্দরবন
গ. কক্সবাজার
ঘ. পটুয়াখালী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? (The first coal based power plant in Bangladesh is situated in -)
ক. Kaptai, Rangamaty
খ. Savar, Dhaka
গ. Barapukuria, Dinajpur
ঘ. Sitakunda, Chittagong
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন জেলায় তুলা চাষের জন্য বেশী উপযোগী?
ক. রাজশাহী
খ. ফরিদপুর
গ. রংপুর
ঘ. যশোর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশের মোট ভূ-খন্ডের ২০ ভাগ বনায়নের আওতায় মহাপরিকল্পনা গ্রহণ করেছে ?
ক. ২০২০
খ. ২০০৫
গ. ২০১০
ঘ. ২০১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে চা বাগানের সংখ্যা কতটি?
ক. ১৬০ টি
খ. ১৬২ টি
গ. ১৬৪ টি
ঘ. ১৬৬ টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ KAFCO কোথায় অবস্থিত ?
ক. পাবনা
খ. ঘোড়াশাল
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত ?
ক. ৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর
খ. ২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার একর
গ. ২ কোটি ৫৫ লক্ষ ২ হাজার একর
ঘ. ২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. নাটোর
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. যশোর
উত্তরঃ খ
প্রশ্নঃ যে সকল কৃষক নিজেদের জমির পরিমাণ এক একরের নিচে তাদেরকে কি বলে ?
ক. প্রান্তিক চাষী
খ. মধ্যম চাষী
গ. ভূমিহীন চাষী
ঘ. ছোট চাষী
উত্তরঃ গ
প্রশ্নঃ ডাল ও তেলজাতীয় ফসল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক. নাটোর
খ. রাজশাহী
গ. নওগাঁ
ঘ. জামালপুর
উত্তরঃ খ
প্রশ্নঃ সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাসক্ষেত্র আছে ?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে কোন জাতের ধানের উৎপাদন সবচেয়ে বেশি?
ক. আশা
খ. সুফলা
গ. বাংলামতি
ঘ. মুক্তা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মেছতা’ একজাতীয় –
ক. পাট
খ. ধান
গ. তামাক
ঘ. তুলাগাছ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক. সার কারখানায়
খ. বিদ্যুৎ উৎপাদনে
গ. সিমেন্ট ফ্যাক্টরীতে
ঘ. বসত বাড়িতে রান্নার কাজে
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?
ক. কুষ্টিয়া গ্রেড
খ. চুয়াডাঙা গ্রেড
গ. ঝিনাইদহ গ্রেড
ঘ. মেহেরপুর গ্রেড
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিশাইল কি ?
ক. একটি উন্নত মানের ধানের নাম
খ. একটি উন্নত মানের পাট
গ. এক ধরনের গমের নাম
ঘ. একটি নদীর নাম
উত্তরঃ ক
প্রশ্নঃ মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর –
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ গ
প্রশ্নঃ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য পেট্রোবাংলা বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করেছে?
ক. ২২টি
খ. ৩০টি
গ. ২৫টি
ঘ. ২৬টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়?
ক. খুলনা
খ. কক্সবাজার
গ. সাতক্ষীরা
ঘ. নোয়াখালী
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ-
ক. কয়লা
খ. তৈল
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. চুনাপাথর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?
ক. ধান
খ. কলা
গ. পাট
ঘ. গম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন গুরু হয়েছে –
ক. পঞ্চগড়ে
খ. রাজশাহীতে
গ. মৌলভীবাজারে
ঘ. সিলেটে
উত্তরঃ ক
প্রশ্নঃ উত্তরাঞ্চলে ‘মঙ্গার ধান’ বলে পরিচিত –
ক. ব্রি-৩৩
খ. বি আর-২৮
গ. স্বর্ণা
ঘ. বি আর-২২
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সূর্যকন্যা’ বলা হয়–
ক. পাট গাছকে
খ. ধান গাছকে
গ. তুলা গাছকে
ঘ. তাল গাছকে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?
ক. সায়েদাবাদ
খ. সোনাকান্দা
গ. চাদনীঘাট
ঘ. গোদনাইল
উত্তরঃ ক
আরো পড়ুন: