প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন –
ক. তিন-চতুর্থাংশ
খ. দুই-তৃতীয়াংশ
গ. সাধারণ সংখ্যাগরিষ্ঠতা
ঘ. এক-চতুর্থাংশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে ?
ক. ৭ মার্চ
খ. ২৩ অক্টোবর
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ৪ নভেম্বর
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?
ক. প্রথম ভাগে
খ. দ্বিতীয় ভাগে
গ. তৃতীয় ভাগে
ঘ. চতুর্থ ভাগে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হবে?
ক. ১৮ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ মানুষের মৌলিক চাহিদা কয়টি ?
ক. ৫ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ৭ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন ?
ক. ৪৪ ধারা
খ. ৭ (১) ধারা
গ. ৪৮ (৩) ধারা
ঘ. ৭ (২) ধারা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার? (Which is the minimum age requirement to be the Prime Minister of Bangladesh?)
ক. ১৮ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
ক. ৭ দিন
খ. ১০ দিন
গ. ১৫ দিন
ঘ. ৬০ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে ?
ক. ৩৭
খ. ১৫
গ. ২২
ঘ. ১১
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কত দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে ?
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ৯০ দিন
ঘ. ১২০ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ সংবিধানের কোন সংশোধনকে `first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?
ক. ৫ম সংশোধন
খ. ৪র্থ সংশোধন
গ. ৩য় সংশোধন
ঘ. ২য় সংশোধন
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
ক. রাষ্ট্রপতি
খ. সুপ্রিম কোর্ট
গ. স্পীকার
ঘ. আইন মন্ত্রণালয়
উত্তরঃ খ
প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ক. ১২ তম
খ. ১৩ তম
গ. ১৪ তম
ঘ. ১৫ তম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হবে ? (According to the Constitution of Bangladesh what is the minimum age to become the President ?)
ক. 25
খ. 30
গ. 35
ঘ. 40
উত্তরঃ গ
প্রশ্নঃ সংসদে ‘casting vote’ কি ?
ক. সংসদের নেত্রীর ভোট
খ. হুইপের ভোট
গ. স্পিকারের ভোট
ঘ. রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রায়ব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
ক. ১১০
খ. ১১৫
গ. ১১৭
ঘ. ১২০
উত্তরঃ গ
প্রশ্নঃ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে ?
ক. আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
ক. জরুরী অবস্থা ঘোষণা
খ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
গ. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
ক. প্রধান বিচারপতি নিয়োগ
খ. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
গ. অডিটর জেনারেল নিয়োগ
ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবিধান দিবস পালিত হয়—
ক. ৩ আগস্ট
খ. ৮ আগস্ট
গ. ৪ নভেম্বর
ঘ. ৮ নভেম্বর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে ?
ক. সুপ্রীমকোর্ট
খ. জাতীয় সংসদ
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার
ঙ. জনগণ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলদেশের সংবিধান একটি–
ক. অলিখিত সংবিধান
খ. খণ্ডায়িত সংবিধান
গ. লিখিত সংবিধান
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
ক. ড. কামাল হোসেন
খ. সুরঞ্জীত সেন
গ. আবদুর রউফ
ঘ. উপরের কেউ নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ নির্বাচন কমিশনারদের মেয়াদকাল –
ক. ৩ বছর
খ. ৫ বছর
গ. ৪ বছর
ঘ. ২ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সরকারী কর্ম কমিশন কোন মন্ত্রণালয়য়ের সাথে সংশ্লিষ্ট?
ক. আইন
খ. প্রতিরক্ষা
গ. সংস্থাপন
ঘ. স্বরাষ্ট্র
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সুপ্রিমকোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি?
ক. ২ টি
খ. ৩ টি
গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের ৮ম সংশোধনীর উদ্দেশ্য ছিল –
ক. একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন
খ. বহুদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন
গ. সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা
ঘ. ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানিক নাম কি ?
ক. দি পিপলস রিপাবলিক বাংলাদেশ
খ. দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
গ. পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?
ক. রাষ্ট্রপতি
খ. স্পীকার
গ. চীপ হুইপ
ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক. ১৫৩ টি
খ. ১৫৭ টি
গ. ১৫৯ টি
ঘ. ১৬৩ টি
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)