প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরীর ক্ষমতা পায়?
ক. ২৫ (৭)
খ. ২৮ (৪)
গ. ৪০ (৩)
ঘ. ৪২
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল ?
ক. সংসদীয় সরকার ব্যবস্থা
খ. রাষ্ট্রধর্ম ইসলাম
গ. তত্ত্বাবধায়ক সরকার
ঘ. বহুদলীয় গণতন্ত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো –
ক. ৪৭
খ. ২৫
গ. ৩১
ঘ. ৭০
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
ক. জনগণের সরাসরি ভোটে
খ. জাতীয় সংসদে সদস্যদের ভোটে
গ. প্রধানমন্ত্রী কর্তৃক
ঘ. প্রধান বিচারপতি কর্তৃক
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে ?
ক. প্রধানমন্ত্রী
খ. জাতীয় সংসদ
গ. বিচার বিভাগ
ঘ. প্রশাসন বিভাগ
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. পররাষ্ট্রমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
ক. ১৩০
খ. ১৩১
গ. ১৩৭
ঘ. ১৪০
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয় ?
ক. হরতাল
খ. জরুরী আইন
গ. অবরোধ
ঘ. লক-আউট
উত্তরঃ খ
প্রশ্নঃ কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয় ?
ক. শেখ মুজিবুর রহমান
খ. জিয়াউর রহমান
গ. এইচ.এম. এরশাদ
ঘ. বেগম খালেদা জিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?
ক. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
খ. বাংলাদেশ পারমাণবিক শক্তি
গ. বাংলাদেশ নির্বাচন কমিশন
ঘ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিল কত দিনের মধ্যে পাস করবেন?
ক. ১৫ দিন
খ. ২১ দিন
গ. ৩০ দিন
ঘ. ৭ দিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি ?
ক. নির্বাচন কমিশন
খ. আণবিক শক্তি কমিশন
গ. পরিকল্পনা কমিশন
ঘ. বাংলাদেশ সরকারী কর্মকমিশন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল ?
ক. চতুর্থ
খ. একাদশ
গ. দ্বাদশ
ঘ. চতুর্দশ
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?
ক. ২৩ নভেম্বর, ১৯৭৪
খ. ২২ ডিসেম্বর, ১৯৭২
গ. ১২ জুন, ১৯৭৩
ঘ. ৪ জুলাই, ১৯৭৪
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার’ এর উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
ক. ৩৯(১)
খ. ৩৯(২)ক
গ. ২৮(২)খ
ঘ. ৮(১)
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?
ক. হাইকোর্ট
খ. সুপ্রিমকোর্ট
গ. জর্জকোর্ট
ঘ. আপিল কোর্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
ক. গণপরিষদ
খ. সুপ্রিমকোর্ট
গ. আইন মন্ত্রণালয়
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশর সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন?
ক. ১৪ জন
খ. ২৪ জন
গ. ৩৪ জন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে-
ক. ধারা ২৬
খ. ধারা ২৮
গ. ধারা ২৭
ঘ. ধারা ১১
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স –
ক. ২৫ বছর
খ. ১৮ বছর
গ. ৩০ বছর
ঘ. ২০ বছর
উত্তরঃ ক
প্রশ্নঃ অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকবে ?
ক. জনগণের কাছে
খ. রাষ্ট্রপতির কাছে
গ. জাতীয় সংসদের কাছে
ঘ. প্রধানমন্ত্রীর কাছে
উত্তরঃ গ
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে সুপ্রীম কোর্টের বিভিন্ন অংশ সুন্দরভাবে বর্ণিত আছে। সংবিধান অনুসারে ভাগগুলো হল – (The Constitution of the People’s Republic of Bangladesh clearly defined different segments of the supreme court. According to the constitution they are called -)
ক. High Court and Supreme Court
খ. High Court and Appellate Court
গ. High Court Division and Appellate Court Division
ঘ. Appellate Division and Supreme Judicial Council
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে সংবিধান রচিত হয় — সনে ?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
ক. ১২৪ নং অনুচ্ছেদে
খ. ১১৯ নং অনুচ্ছেদে
গ. ১২১ নং অনুচ্ছেদে
ঘ. ১১৮ নং অনুচ্ছেদে
উত্তরঃ গ
প্রশ্নঃ “Ordinance” এর বাংলা কোনটি ?
ক. যুদ্ধাস্ত্র
খ. প্রচলিত ধারা
গ. অধ্যাদেশ
ঘ. সাদাসিধা
উত্তরঃ গ
প্রশ্নঃ কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
ক. প্রধানমন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. রাষ্ট্রপতি
ঘ. সেনাপ্রধান
উত্তরঃ গ
প্রশ্নঃ জোরজবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধের কথা বলা আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে–
ক. ৩৯(১)
খ. ৩৪
গ. ৮(১)
ঘ. ৫৪
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ‘সুপ্রিম কমান্ডার’ কে ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রতিরক্ষা মন্ত্রী
ঘ. সেনাবাহিনী প্রধান
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টর বিচারপতিদের নিয়োগ দেন কে ?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. স্পিকার
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে?
ক. দ্বিতীয় পরিচ্ছেদে
খ. প্রথম পরিচ্ছেদে
গ. তৃতীয় পরিচ্ছেদে
ঘ. উপরের কোন পরিচ্ছদই সঠিক নয়
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)